আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
তো কাজের কথায় আসি। আজ আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যে অ্যাপটির মাধ্যমে আপনারা কোথায় কোথায় বিমান চলছে তা সরাসরি দেখতে পারবেন। তারপর বিমান গুলো কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাচ্ছে তা দেখতে পারবেন। এবং বিমান গুলো কোন পাশ দিয়ে যাচ্ছে তাও দেখতে পারবেন। আরো অনেক কিছু। অ্যাপটি ডাউনলোড করলে আপনি সবকিছু বুঝতে পারবেন।
প্রথমে আপনি আপনার প্লেস্টোর এ Flightrader24 লিখে সার্চ দিলে পেয়ে যাবেন সফটওয়্যারটি বা
এখান থেকে ডাউনলোড করুন
App name : Flightradar24
App size : 40 MB
তারপর
তারপর দেখুন এরকম আসবে
এখানে দেখতে পারবেন বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছে
এখানে দেখতে পারবেন কোন দিক দিয়ে যাচ্ছে
এখানে বিমানের নিচের ভিডিও দেখতে পারবেন
এই অ্যাপটা আপনাদের সবার অনেক কাজে লাগবে।
পোষ্টটি আগে থাকতে পারে তবে আমার চোখে পরে নি তাই দিলাম।
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন
।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বি: দ্র: যদি কোন ভুল ভ্রান্তি হয় অথবা আপনার পোষ্টটি টি খারাপ লাগে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আশা করি সবাই ভালো থাকবেন।
নিত্য নতুন ট্রিক পেতে Trickbd এর সাথেই থাকুন।
3 thoughts on "এবার ২৪ ঘণ্টা সরাসরি দেখুন কোথায় কোথায় বিমান চলছে । সাথে আরো অনেক কিছু এবং 3D ভিডিও"