বন্ধুরা সবাই কে আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন।
আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালই আছি।
বরাবরের মতো আজকেও দারুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
এই অ্যাপ্লিকেশনটি সত্যিই আমার কাছে ভালো লেগেছে তাই শেয়ার করলাম।
পুরা পোস্টে আছি আমি ইমরান চলুন শুরু করা যাক।
মূলত আমাদের ফোনের ফাইল শেয়ার করার জন্য আমরা SHAREit ব্যাবহার করে থাকি।
এবং ভেবে থাকি এটার ওপরে কোনো অ্যাপ্লিকেশন হয়না এটাই সেরা অ্যাপ ফাইল ট্রান্সফার করার জন্য।
না আমি সিয়ারেট কে ছোট করতে চাইনা কিন্তু এ দানি সিয়ারেট যা শুরু করছে তা সত্যিই বিরক্তকর।
তাই আমি আজ এমন একটি অ্যাপ শেয়ার করলাম এই app টি তে কোন বিরক্তিকর এড নাই এবং সিয়ারিট থেকে অনেক দ্রুত ফাইল আদান-প্রদান করতে পারবেন।
অ্যাপটির নির্মাতা শাওমি কোম্পানি।
অ্যাপটির নাম: Share Music & File Transfer – Mi Drop।
size: ৪ মেগাবাইট।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন ?
অ্যাপটি ব্যবহার করার জন্য আপনি যার ফোন থেকে ফাইল শেয়ার করতে চান বা নিতে চান তার ফোনও এই অ্যাপটি থাকতে হবে তাহলেই হবে।
এখন দেখি অ্যাপ্লিকেশনটির কিছু স্ক্রিনশট।
![](https://trickbd.com/wp-content/uploads/2018/03/30/Screenshot_20180330-093333-picsay.png)
![](https://trickbd.com/wp-content/uploads/2018/03/30/Screenshot_20180330-093645.png)
আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেক কাজে আসবে file transfer করার জন্য।
অ্যাপটি ভাল লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না চাইলে আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিতেও পারেন।
পোস্টটি করতে সাহায্য করেছেন তুহিন ভাই।
সব থেকে নতুন গান ডাউনলোড করার জন্য ভিজিট করুন wWw.MastyBD.Mobi
ও নিজেই তো ইউজ করে নাই..??
একেকটা শিলার ওজন দের থেকে তিন পোয়া। আল্লাহ চাটমোরের মানুর প্রতি খুব ক্ষেপে গেছেন বোঝা যায়।
আল্লাহ তুমি রহমত করো।
অনেককে চাটমোহর থেকে অন্যান্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করো।
আমিন