Hi বন্ধুরা!

আশা করি সবাই ভালো আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি অ্যাপ মাত্র ১.৫১এমবি সাইজের।

রিভিউ:

নামঃMaterial Notification Shade

সাইজঃ১.৫১এমবি

ধরণঃperaonalization app

প্লেস্টোর রেটিংঃ৪.৩/৫

ডাউনলোডঃ১০০k++

সিস্টেম রিকোয়্যারমেন্টঃএন্ড্রয়েড ৪.২+

 

ফিচারঃ

১।অনেকগুলো ব্যাটারি স্কিন

২।ট্রান্সপারেসির সুবিধা

৩।মিটার কাস্টোমাইজেশন সুবিধা

আরো অনেক কিছু।

তো আর দেরি কেন,চলুন শুরু করা যাক।

 

কাজের ধাপঃ

১।নিচের লিংক থেকে অ্যাপটি নামিয়ে নিন-

প্লেস্টোর এর লিংক(কিছু ফিচার লক করা)

অথবা,সকল আ্যাড এবং সার্ভে মুক্ত গুগল ড্রাইভ লিংক-

Battery screen overlay pro(all feature unlocked)

২।অ্যাপটি ওপেন করে ডান পাশে উপরের অপশনটি অন করে দিন।কোন পারমিশন চাইলে তা দিন।

৩।অ্যাপটি ব্যাকগ্রাউন্ড এ রান না থাকলে কাজ করবে না তাই ROOTED ফোনে Link2sd ওপেন করে অ্যাপটি খুজে বের করে তার উপর চেপে ধরুন,এরপর অনেক অপশন আসলে convert to system app করে দিয়ে ফোন রিবুট দিন।

৪।ননরুটেড ইউজাররা ফোন অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাপটির ব্যাকগ্রাউন্ড রানিং enable করে দিন।

 

যেকোন সমস্যা হলে কমেন্ট করুন।ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

TrickBD এর সাথেই থাকুন।

13 thoughts on "[রুট/ননরুট]আপনার স্ক্রিনে যোগ করে নিন ব্যাটারি মিটার মাত্র ১.৫এমবি সাইজের অ্যাপ দিয়ে"

  1. Avatar photo SH-IMRAN Contributor says:
    koto tempareture hle bttry vlo ase and koto hle vlo nai,,,,esb niye to kisui bllen na
    1. Avatar photo A A Sakib Author Post Creator says:
      eikhane temperature aslo koi tgeke?
  2. Avatar photo Tristan Expert Author says:
    eigulo use korle charge besi jay
  3. Avatar photo A A Sakib Author Post Creator says:
    seita thik ase…kintu jara customization valobashe eita tader jonno
  4. Avatar photo মামুন Author says:
    Charge percentage তো status bar এই দেখা যায় তাহলে এটার দরকার কি
  5. Avatar photo #Ahad ? Author says:
    Android 6.0 তে এটা ব্যবহার করা মানে অশান্তিজনক ভেজাল!
    এটা অন থাকলে Screen overlay detected হবে,,যা কারো আশাজনক নয় ????
  6. Avatar photo Alif023 Contributor says:
    help plss …unrooted phn a apps er add gula bondho korar kono way ace???

Leave a Reply