আসসালামুয়ালাইকুম।
সবাই আশা করি ভাল আছেন।
আমি আমি জুয়েল রানা, আজ আপনাদের সামনে একটি দারুন অ্যাপ নিয়ে আলোচনা করব। সেটা হল জিবোর্ড। গুগলের একটা অ্যাপ তাই নিসন্দেহে কেমন তা বলাই যায়।
জানিনা এই নিয়ে আগে কোন পোষ্ট করা হয়েছে কিনা।
*যদি হয়ে থাকে অ্যাডমিন/মডেরেটর ভাইয়া আপনার মন চাইলে ডিলেট করে দিতে পারেন।
তবে আমি ১০০ ভাগ শিওর যে আমি যেভাবে পোষ্ট টা করছি কেউই অপছন্দ করবে না। আর কোন সমস্যাও থাকার কথা না। ক্লিয়ার বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি স্ক্রিনশট এর মাধ্যমে দেখাবো আর কিছু বিবরন লিখব তাতেই বুঝে যাবেন, না বুঝলে কমেন্ট করবেন আর ইচ্ছা হলে নিচে এই পোষ্টের ওপর ভিডিও দেয়া আছে সেই ভিডিও সরাসরি দেখে নিতে পারেন।
তো চলুন শুরু করা যাক। প্রথমে প্লেষ্টোর থেকে জিবোর্ড (Gboard) ডাউনলোড করে নিন & ইন্সটল শেষে ওপেন করে ১ম এ…
তারপর সিলেক্ট করে অন করে দিন
তারপর Gboard সিলেক্ট করে দিন ok দিন।
তার পর স্ক্রিনশট ফলোকরুন Languages এ যান
তার পর স্ক্রিনশট ফলোকরুন ওপরের তিনটাই সিলেক্ট করুন।
তার পর স্ক্রিনশট ফলোকরুন Done ক্লিক করুন
তার পর স্ক্রিনশট ফলোকরুন Edit আইকনে ক্লিকে করুন
তার পর স্ক্রিনশট ফলোকরুন, English সিলেক্ট করুন এবং ডিলেট করুন।
এখানে যদি English ডিলেট না করেন তাহলে English টা প্রায়োরিটি বেশি পাবে তাই বাংলা কাজ করবে না।
এখন যেকোন কিছু লেখার জন্য ম্যাসেজ অথবা যেকোন জায়গা যান। আমি ক্রম ব্রাউজারে এ গেলাম।
তার পর স্ক্রিনশট ফলোকরুন
তার পর স্ক্রিনশট ফলোকরুন, সেটিং আইকনে এ ক্লিক করুন।
তার পর স্ক্রিনশট ফলোকরুন এবং লক্ষ করুন যে আপনার এখানে কি বাংলা আছে নাকি অন্য ভাষা আছে। যদি বাংলা থাকে তাহলে কিছুই করতে হবে না। ব্যাক করে চলে যান আর যদি অন্য ভাষা থাকে তাহলে সেখানে ক্লিক করুন, এবং যে ভাষা আছে সেই ভাষা লিস্ট থেকে বের করে টিক চিহ্ন তুলে দিন এবং তার পরে শুধুমাত্র বাংলা ভাষা সিলেক্ট করে সেভ করে বেরিয়ে আসুন। এখানেও যদি অন্য ভাষা থাকে তাহলে বাংলা ভাষা কাজ হবে না।
এখন আপনার কাজ শেষ। আপনি এখন নেট কানেকশন অন করে যা ইচ্ছা বাংলায় বলুন তাহলে সেটা আপনার ফোনে লেখা হয়ে যাবে।
আরেকটা কথা যদি আপনি বাংলিশ(amar sonar bangla) লিখতে চান সেক্ষেত্রে নেট কানেকশন লাগবে না। কিন্তু মুখ দিয়ে বাংলায় বললেই হবে।
তো বন্ধুরা আশা করি বুঝতে কোন প্রবলেম হইনি। কোন প্রবলেম হলে কমেন্ট…..!
নিচে থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।
আর আরেকটা কথা যে সবাই কিন্তু নিজ সার্থের জন্যই কিছু করে আমিও সেটাই। আমার সার্থ এটাই যে, আপনারা
আমার ইউটিউব চ্যানেলটি (JUWEL 28) ঘুরে আসবেন এবং ভিডিও গুলা দেখবেন ভাল লাগলে (JUWEL 28) সাবস্ক্রাইব করবেন করবেন।আপনার উৎসাহইই আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরিত করে।
14 thoughts on "আপনার ফোনে এখনি সেটআপ করে নিন বাংলা ভয়েস রাইটিং এবং বাংলা হ্যান্ড রাইটিং। মুখে যা বলবেন তাই লেখা হয়ে যাবে তাও আবার বাংলায়"