আসসালামু আলাইকুম। কেমন আছেন আশাকরি ভাল আছেন। আজকে আমি একটি অ্যাপ নিয়ে এসেছি যেটা দিয়ে অ্যাপ লক,ফটো লক,ভিডিও লক, এস এম এস লক, নাম্বার লক, অ্যাপ ব্যাকআপ করা এবং অসাধারন কৌশলের লক সিস্টেম যে সিস্টেমে লক করলে কেউ বুজবেই এটা লক করা ভাববে এই অ্যপে সমস্যা। সে অ্যপটা হল Privecy Guard যেটার আপডেট নাম Leo Guard. এটার আপডেট ভার্সনের এমবি সাইজ অনেক বেশি কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরাতন ভার্সন যার সাইজ মাত্র ৩ এমবি।কিন্তু কিজ করে খুব নিকোত। এখানথেকে ডাওনলোড করেন। এখন কাজের ধাপ দেখুন। অ্যাপ ওপেন করে পছন্দের প্যাটার্ন দিয়ে সেটআপ করোন।
কারপর Question এ আপনার নাম অথবা যেকোনো কিছু দেন এটা দিয়ে পাসওয়ার্ড রিকোবার করতে পারবেন।
১। অ্যাপ লকে ক্লিক করোন

২।তারপর অ্যাপ সিলেক্ট করোন

৩। এখন ব্যাক হয়ে ১ম স্ক্রিনশটে এসে অ্যাপ কবারে ক্লিক করে একটি কবার সিলেক্ট করে নিয়মানুসারে সেট আপ করোন

৪। এখন Leo Guard অ্যাপ থেকে বেড়িয়ে এসে সিলেক্ট করা লক অ্যপে যাওয়ার চেষ্টা করেন দেখবেন কবার লকের কাজ হয়েছে। ওকে ক্লিক করলেই কেটে যাবে। এখন যে পদ্ধতিতে কবার লক সেট আপ করেছিলেন সে পদ্ধতিতে কবার লক খুলুন

৫। স্ক্রিনশটে দেখানো চিহ্নিত স্থানগুলোতে ক্লিক করোন বাকিটা নিজেই বুজবেন। আর হ্যা এই অ্যাপ আনইন্সটল করে দিলেও লক করা ফাইলগুলো হারাবেনা সেটা মেমোরিতে.doc ফাইল হয়ে থেকে যাবে। যার ফলে আবার এই অ্যাপ ইনস্টল দিলে ভিডিও/ফটো পেয়েযাবেন

৬। আবারও স্ক্রিনশটের চিহ্নিত স্থানে ক্লিক করোন

৭। চাবিতে ক্লিক করে সিটিংসে যান

৮। স্ক্রিনশট ফলো করেন

৯। স্ক্রিনশট ফলো করেন

ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। ট্রিকবিডির সাথেই থাকুন। ভুল হলে ক্ষমা করবেন।
ফেসবুকে আমি

12 thoughts on "[Hot post] মাত্র ৩ এমবির অ্যাপ দিয়ে অ্যাপ লক, ভিডিও লক,ফটো লক, sms লক, আরও ঈত্যাদি ফিচার। ১০০% আপনার ভাল লাগবে।"

    1. Jëwêľ Řãňå Author Post Creator says:
      ⓣⓝⓧ
    2. DreamStar RoNy Contributor says:
      Vai tnx oi style a kmne leklen?
    3. Jëwêľ Řãňå Author Post Creator says:
      এভ্রয়েড বেটা কিবোর্ড দিয়ে
    4. DreamStar RoNy Contributor says:
      Play Stor a ase??
    5. Jëwêľ Řãňå Author Post Creator says:
      #Rony new post korchi deken
    1. Jëwêľ Řãňå Author Post Creator says:
      ?
    1. Jëwêľ Řãňå Author Post Creator says:
      ?
    1. Jëwêľ Řãňå Author Post Creator says:

Leave a Reply