আজকের পোস্টে টাইটেল এবং Thumbnail এ আপনারা দেখে ছবি বুঝেই গেছেন কি বিষয় আজকে পোস্ট করতে চলেছে।
আমি সবসময় চাই ট্রিকবিডিতে যত ইউজার আছেন সবাইকে সত্য এবং ভাল পোস্টগুলা উপহার দেওয়ার জন্য।
সেই সূত্র ধরে আজকের পোস্টে আপনাদের সামনে এমন একটি এপ্লিকেশন নিয়ে হাজির হয়ে গেলাম এই অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেকের কাছে ভাল লাগতে পারে আবার অনেকে আছে ভালো নাও লাগতে পারে।
তবে আমি আশা করব অ্যাপ্লিকেশনটি প্রত্যেকের কাছেই দারুন লাগবে।
তো চলুন দেখি অ্যাপ্লিকেশনটির কাজ এবং ফিচার সমূহ।
বন্ধুরা আমরা অনেক জায়গায় যাই এবং অনেক সিক্রেট জিনিস দেখে থাকি আমরা চাই সেই সিক্রেট জিনিসগুলা আমাদের android ফোনে রেকর্ড করার জন্য।
কিন্তু সেখানে ক্যামেরার নট এলাউড থাকার কারণে আমরা ভিডিও রেকর্ড করতে পারিনা।
অ্যাপটির মাধ্যমে আপনি চাইলে যেখানে সেখানে সবকিছুই গোপনে রেকর্ড করে ফেলতে পারেন।
অসাধারণ কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে নাম Hidden video recorder।

তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বারে সার্চ করতে হবে Hidden video recorder (HVR)।
তাহলে খুব সহজেই এপ্লিকেশনটি পেয়ে যাবেন তারা চাইলে এখানে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপ্লিকেশনটি সাইজ মাত্র 4 এমবি।
আমি ধরে নিলাম আপনি Already অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলছেন।
যদি ডাউনলোড করে ফেলেন তাহলে আপনাকে অ্যাপটি ইন্সটল করে ওপেন করতে হবে একটি ওপেন করার সাথে সাথে আপনার ডিসপ্লে সামনে একটি পাওয়ার বাটনের আইন দেখা যাবে ঠিক নিচের মত।





স্ক্রীনশট অনুযায়ী যদি আপনি কাজ করে ফেলেন তাহলে আপনার কাজ শেষ এবার ফোনের পাওয়ার বাটন এ ক্লিক করে ফোন অফ করে দিন করে এবং দেখবেন তার পরেও ভিডিও রেকর্ডিং চলছে।
বন্ধুরা স্ক্রীনশট গুলা দেখে নিশ্চয়ই খুব সুন্দর ভাবেই বুঝে গেছেন যে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ফোনে কাজ করে।
আর বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই তাই না ?
আর আপনি যদি এই পোস্টটিতে এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে এখনি একটা লাইক দিয়ে দিন।
আর আপনি চাইলে আপনার বন্ধুর কাছে পোষ্টটি শেয়ার করে দিতে পারেন।
আজকের মত এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন পোষ্টের মাধ্যমে ততক্ষণ সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাই আজকের মত আল্লাহ হাফেজ।
কম দামে সাইট তৈরী করে মাসে ৩০০০-৫০০০ টাকা আয় করুন বিস্তারিত এখানে।

5 thoughts on "আপনার ফোনের স্ক্রিন অফ রেখে ভিডিও রেকর্ডিং করুন এই চমৎকার অ্যাপটির মাধ্যমে অবাক কান্ড।"

  1. Example BD Contributor says:
    এটা নিয়ে কতো পোস্ট হয়েছে আল্লাহ ভালো জানে
  2. NS Sabur Contributor says:
    old post tobuo thx
  3. Humayun Contributor says:
    Screen of rekhe photo tolar kono app asey,,,???

Leave a Reply