আসসালামু আলাইকুম

ট্রিকবিডিতে আপনাদের কে স্বাগতম।

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

**** আমরা যারা অনলাইনে বিভিন্ন সাইটে ইনকামের কাজ[যেমন: champcash, dreamploy ইত্যাদি সাইটে]
করে থাকি বা অনেক রকমের গেম খেলে থাকি যেগুলোতে সাধারনত একই কাজ বার বারই করতে হয়।

সেই ক্ষেত্রে এই repetitouch pro এ্যাপ্স টি অনেক উপকারের।

repetitouch pro এ্যাপ্স টির কাজ।

****** repetitouch pro এর মাধ্যমে আপনি আঙুল দিয়ে মোবাইলে বার বার ক্লিক/ টাচ করা থেকে বাচবেন।

১ বার অটো রেকর্ড করে রাখলেই অনবরত কাজটি একাই চলতে থাকবে।
তখন আপনি মোবাইল রেখে আপনার অন্য কাজ গুলোও সেরে ফেলতে পারবেন।******

***তো কথা না বারিয়ে কাজের কথায় যাই।

এখানে আমি পর্যাপ্ত পরিমান স্ক্রিনশট দিয়েছি।

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।

তো প্রথমে:

আপনারা [GOOGLE DRIVE]
এবং [MEGA]
থেকে repetitouch pro

এ্যাপ্সটি ডাউনলোড করে ইন্সটল করুন।

তারপর repetitouch pro
এ্যাপ্সটি তে প্রবেশ করুন।

তারপর দেখুন নিচের মত আসবে।

এখন আপনারা ছবিতে দেখানো যায়গায় ক্লিক করবেন।

তারপর আপনারা merger এ ক্লিক করবেন।

এখন দেখুন,নিচের মত আসলে

মোবাইলের হোম বাটনে ক্লিক করে repetitouch pro এ্যাপ্স টি মিনিমাইজ করে রাখুন।

*****-এই কাজটির কারন হলো যে,এইrepetitouch pro এ্যাপ্সটি যেনো ডিসপ্লে তে সব সময় ভেসে থাকে।
আর কাজ টি না করলে কয়েক টা রেকর্ড চলার পরেই repetitouch pro এ্যাপ্সটি ডিসপ্লে থেকে মিশে যাবে********

এখন আমি আপনাদের champcash এর একটা ভিডিও অটো প্লে করে রাখার মাধ্যমে কাজটা দেখাবো।

ধরুন আপনার champcash বা dreamploy তে একটা একাউন্ট আছে। আপনি ভিডিও প্লে করে ইনকাম করেন।

তো আপনারা champcash এ যান

তারপর নিয়ম অনুযায়ী ভিডিও প্লে করার অপশনে যান।

নিচে দেখুন এখানে এ্যাড কলোনি থেকে ভিডিও প্লে করা হয়।

এখন ভিডিও প্লে করার আগে আপনাকে আপনার করা টাচ/ক্লিক রেকর্ড করতে হবে।
যাতে পরবর্তী তে যে ভিডিও আসবে তা যেনো আপনার হাত দিয়ে টাচ/ক্লিক না করতে হয়।

আপনি add colony তে ক্লিক করবেন।

তারপর

নিচের মত আসলে yes এ ক্লিক করার আগে আপনাকে
repetitouch pro

এ্যাপ্সটির লাল বৃত্ত তে ক্লিক করতে হবে।

ক্লিক করলে লাল বৃত্ত টি সাদা চারকোনা আইকোন আসলে আপনার টাচ/ক্লিক রেকর্ড করা শুরু হবে।

এখন থেকে আপনি মোবাইলের যেখানে যেখানে ক্লিক করবেন সেইটাই রেকর্ড হতে থাকবে।

এখন আপনি yes এ ক্লিক করলে ভিডিও প্লে হবে।

তারপর ভিডিও শেষ হলে ok করে দিন।

তারপর পুনরায় add colony তে ক্লিক করুন।

নিচের মত আসলে সরাসরি yes এ ক্লিক করুন।

এখন ভিডিও চালু হলে ছবিতে দেখানো repetitouch pro এ্যাপ্সটির তিনকোনা সবুজ আইকোনে চাপ দিয়ে ৩/৪ সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন।

তারপর নিচের মত ৪ টি অপশন আসলে
আপনি ৩ নাম্বারটা সিলেক্ট করবেন।

এখন নিচের মত আসলেই আপনার কাজ শেষ।

এখন আপনারা একই টাইপের কাজ হলে এই ভাবে টাচ/ক্লিক অটো রেকর্ড করে রেখে আপনার সময় বাচাতে পারেন বা আপনি একটু রেস্টও নিতে পারেন।

[বি:দ্র:=এই কাজের জন্য আপনার ফোন অবস্যই রুট থাকতে হবে।

এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

প্রয়োজনে ভিডিও দেখতে


[এখানে]

ক্লিক করুন।

24 thoughts on "repetitouch pro এর মাধ্যমে মোবাইলে করা টাচ/ক্লিক অটো রেকর্ড করে সময় বাঁচান। [root]"

  1. Skp2 Contributor says:
    মি:ইউটিউবার ,,,এত কষ্ট করে ভিডিও থেকে Screenshot কেঁটে দেওয়ার কি দরকার ছিল???

    Youtube Channel Link ই শুধু দিতেন..

    1. rajudhunatbogra Author Post Creator says:
      sorry ভাই
      ফোনে কাস্টম রমের কারনে স্ক্রিনশট হচ্ছেনা।
      তাই এই কাজ।
      আর স্ক্রিনশট না দিলে তো পোষ্ট বাতিল করতে পারে তাই।
    2. Skp2 Contributor says:
      Software use করলেও হচ্ছে না??
    3. rajudhunatbogra Author Post Creator says:
      mb নাই।
  2. IMDAD SHUVRO Author says:
    এগুলো SS দেওয়ার কোনো মানেই হয় না
    1. rajudhunatbogra Author Post Creator says:
      sorry ভাই
      ফোনে কাস্টম রমের কারনে স্ক্রিনশট হচ্ছেনা।
      তাই এই কাজ।
      আর স্ক্রিনশট না দিলে তো পোষ্ট বাতিল করতে পারে তাই।
  3. Md.Abid Perves Author says:
    Screenshot er regulation khub kom ken
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভিডিও থেকে কেটে ইডিট করেছি তাই
  4. Ashraf uddin Author says:
    স্কিনশুট গুলার মান খুবই কম।
    দয়া করে আপডেট করার ট্রাই করুন।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      চেষ্টা করি
  5. Shipat_Azam Contributor says:
    উপকারি একটা এপস। ধন্যবাদ
    1. rajudhunatbogra Author Post Creator says:
      wlc
  6. ALAN WALKER Contributor says:
    ভাই ডাউনলোড লিংক অন্য মাধ্যমে দেন।এই লিংক থেকে ডাউনলোড হয় না।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      কেনো ভাই?আমার জানা মতে অন্যান্য যে কোন সাইটের চাইতে google drive থেকে ঝামেলা বিহীন ভাবে ফাইল আপলোড/ডাউনলোড করা যায়।
      আবার চেষ্টা করুন।
      সমস্যা হলে পুনরায় বলুন।
  7. PRINCE Contributor says:
    Download হচ্ছেনা ৷ লিংকে সমস্যা
    1. rajudhunatbogra Author Post Creator says:
      কি লেখা আসে ভাই?
  8. rajudhunatbogra Author Post Creator says:
    https://mega.nz/#!uKB2kAbD!WNWERNjYEcAJgdewGB3wERU5SAMoW2XFqW8dgp7mY3E

    এখান থেকে ডাউনলোড করুন।

  9. Md_Allimraun_Shaoun_As Contributor says:
    ভাই ডাউনলোড হয় না
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ভাই পোষ্টের উপর দিকে MEGA লেখা থেকে ডাউনলোড করুন।
  10. YASIR-YCS Author says:
    ওয়াও পোস্ট
    1. rajudhunatbogra Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  11. Mahdi Hasan Contributor says:
    Hmmm,
    unroot der jonno post korun….
    1. rajudhunatbogra Author Post Creator says:
      করবো ভাই। অপেক্ষা…… করুন

Leave a Reply