ফোনে SHAREit থাকাকালীন যেন শান্তি নেই,
বন্ধুরা সারাদিন বলে এটা দে, ওটা দে।
সারদিন জ্বালিয়এ মারে।

এর সমাধান নিয়ে এসেছি আজ আপনাদের কাছে।
SHAREit এপসটি ওপন করতে গেলেই লেখা আসবে Unfortunately SHAREit has stopped!

অর্থাৎ আপনার বন্ধরা ভাববে, আপনার ফোনে shareit App কাজ করছে না।
শুধু সেয়ারইট নয়, যেকোন এপসেই আপনি এই পদ্ধতি কাজে লাগাতে পারবেন।

যাযা লাগবে

প্রথমে প্লে স্টোরে গিয়ে AppLock – Fingerprint লিখে সার্চ করুন, প্রথম যেটা পাবেন, সেটাই ইনস্টল করে নিন।

এর পর নিচের মত কাজ করুন।

প্রথমে + আইকনে ক্লিক করুন।

এর পর যে যে এ্যাপস এ আপনি লক বা এই পদ্ধতি কাজে লাগতে চান, সেই এপ গুলো মার্ক করে আবারো + আইকনে ক্লিক করুন।


এবার Fake লেখাটিতে ক্লিক করুন।

এবার SHAREit এ ডুকে দেখুন।


দেখলেন তো?
এখন ok লেখায় ক্লিক করলে এপস থেকে বেরিয়ে আসবে ?

এবার দেখুন কিভাবে এপস এ ডুকবেন।

এ্যাপ এ ডুকতে গেলে নিচের মত আসবে,
এবার

এবার ok লেখায় ক্লিক করে ধরে রাখুন।
দেখবেন এ্যাপসের ভেতর ডুকতে পারবেন।

এবার পাসওয়ার্ড দিয়ে ডুকে পড়ুন।

এই এ্যাপসটি আপনারা নিজেদের প্রাইভেসির জন্য ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

23 thoughts on "আপনার ফোনে আপনার বন্ধুরা SHAREit সহ যেকোন এপস এ ডুকতে গেল লেখা আসবে Unfortunately SHAREit/Appname has Stopped!"

  1. Maruf Contributor says:
    Not..bad
  2. Md Sajib (Hridoy) Contributor says:
    আমি অনেকদিন থেকেই এই এপ ব্যবহার করছি! আমার দেখা সবচেয়ে ভালো এপ এটি।
  3. miakash21 Contributor says:
    very nice post
  4. EvilBoy Rain Contributor says:
    er chaite akta vlo app ase nam jni na
    oi app a time set kora jai 24 gonta eer moddhe
    oi locked app a jawa jai na….
    plzzzz kew bolun TrickBD te akta post hoycili
    kintu ani oi post pacci na???
    1. MD Mizan Author says:
      হুম আপনি যেটা কথা বলছেন ওটা পোস্ট আমি করেছি।?
    2. MD Mizan Author says:
      আমার প্রোফাইলে দেখুন Rain ভাই।?
  5. Naeem TaLuKdEr Contributor says:
    sei hoise bro.
  6. AloneBoy Contributor Post Creator says:
    tnx all ☺
  7. AloneBoy Contributor Post Creator says:
    tnx all ☺
  8. md mojidul haque Contributor says:
    are vai. play store a tho onek app lock ase.,,,, link ta den
    1. Mohammad Zakaria Contributor Post Creator says:
      apni Aplock – fingerprint likhe sarch korun.
      r post update koresi
  9. Muhammad Hasan Contributor says:
    আমার Samsung galaxy j5(2015) Os:6.0.1(marshmallow) এর জন্য পছন্দের ফন্ট পাচ্ছিনা। বিশেষ করে বাংলা তো চেঞ্জই হয়না। আমার কাছে ttf ফাইল আছে একটা যেটার বাংলা ফন্ট স্টাইল বেশ ভালো লাগে। কেউ সেটাকে ফন্ট apk বানানোর উপায় বলতে পারবেন?
  10. KFeroz Contributor says:
    খুব ভালো পোস্ট Bro!
    তবে App টার আইকন বা লিংকটা দেয়া উচিত ছিলো, খুজে পাচ্ছি না।
    1. Mohammad Zakaria Contributor Post Creator says:
      এখন দেখুন, আপডেট করেছি পোস্ট
  11. EvilBoy Rain Contributor says:
    nai bro apnr profile a plzzz oi app er na bolun?????
    1. Mohammad Zakaria Contributor Post Creator says:
      bolsi to, Applock – fingerprint likhe search korun
  12. Rasel_ahmed_shopon Contributor says:
    calculator vault ei to hoy

Leave a Reply