নিঃসন্দেহে ইউসি ব্রাউজার এন্ড্রয়েডের জন্য সেরা একটি ব্রাউজার। কিন্তু দিনদিন যত আপডেট বের করছে ততই সমস্যা বাড়ছে! প্লে স্টোরে বর্তমান ভার্শন v12.5.0.1109

এটা আমি ডাউনলোড করেছিলাম এবং অনেকগুলো সমস্যা পেয়েছি। গত কয়েকমাসে ইউসির প্রতিটি আপডেটই সমস্যাযুক্ত।

১. ব্যাক বাটন টিপে পূর্বের ওয়েবপেজে ফিরে আসলে “Recovering from phone” লেখা আসে, এবং সময় নষ্ট করে।
২. ইউটিউব এর ভিডিওতে প্রবেশ করলে অটো প্লে হয়ে যায়, যা সবসময় কাম্য নয়। ইউটিউবের জন্য Autoplay Setting থাকা দরকার।
৩. ডাউনলোড আগে মত নেই, অনেকসময়ই ডাউনলোড শুরুই হচ্ছে না। (ক্যাশ ক্লিয়ার, ক্লাউড বুস্ট অন/অফ করেও খুব একটা লাভ হয়নি।)
৪. ভিডিও প্লে করে মোবাইল landscape করে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড এর জন্য ডিসপ্লেতে টাচ করলে নিচে Suggested Videos এর কিছু অংশ দেখা যায়, যা বিরক্তিকর।
৫. ভিডিওর brightness বাড়ানো থাকলে এবং ব্রাউজারের Brightness অটো দেয়া থাকলে ভিডিও কেটে দিলেও Brightness কিছুক্ষণ বেড়েই থাকে।

৬. Cricket Match (Live Score) কার্ড কাজ করছে না, Refresh লেখা উঠে আছে।
৭. প্লে স্টোরে নতুন ভার্সনের সুবিধাতে লেখা Weather update, আমি তো খুঁজে পেলাম না।
৮. Fit to page/Zoom View নামে আগে একটা অপশন ছিলো, এখন নেই। খুবই বিরক্ত হচ্ছি। দুই আঙ্গুল দিয়ে জুম করলে লেখা বড় হলেও পেজ স্ক্রীনের সাথে ফিট হচ্ছে না।
৯. ভিডিও চলতে চলতে সামান্য সময়ের জন্য (আধা সেকেন্ড-১ সেকেন্ড) আটকে যায়। (নেটওয়ার্ক ও ইন্টারনেট স্পীড স্বাভাবিক)
১০. কয়েক মাস আগেও ইউসি ব্রাউজারের সাইজ ১৫-১৭ এমবি ছিলো, এখন ৩০-৩৪ এমবি। সাইজ ডাবল হলেও সুবিধা ডাবল হয়নি; তবে অসুবিধা কয়েকগুণ বেড়েছে!
১১. URL/Website বুকমার্ক করা আছে, তবুও Input Address এ লিখতে গেলে Auto-fill হচ্ছে না এবং নিচে সাজেশনেও আসছে না (আগে আসতো)
১২. গুগল প্রতিবার Location access চায়, যা বিরক্তিকর। আর কিছু কিছু ওয়েবসাইট এ প্রবেশ করলে Homepage এ shortcut সেভ করবো কিনা ask করে, এটাও বন্ধ হওয়া দরকার।

আমি সমস্যাগুলো ইউসিকে ইমেইল করে জানিয়েছি এবং প্লে স্টোরেও রেটিং দিয়ে জানিয়েছি। আশা করি তারা সব সমস্যা ঠিক করবে।

এসব জ্বালা-যন্ত্রণা থেকে বাঁচতে আমি বর্তমানে ১১.০ থেকে ১১.৫ এর মধ্যবর্তী ভার্শন ব্যবহার করছি।

আপনারা কি আরো কোনো সমস্যা পেয়েছেন? পেয়ে থাকলে জানান।
(আমি স্যামসাং জে৭ ২০১৫ ব্যবহার করে সমস্যাগুলো পেয়েছি)

আমার ফেসবুক আইডি About এ দেয়া আছে।

ধন্যবাদ।

15 thoughts on "App Review- UC ব্রাউজারের লেটেস্ট ভার্শনে যত সমস্যা!"

  1. Nadim Mahmud ( Reporter ) Contributor says:
    সেম প্রবলেম ফেস করছি তাই ১৭ সালের ভার্শন ইউজ করতেছি।
  2. Nadim Mahmud ( Reporter ) Contributor says:
    সেম প্রবলেম ১৭ সালেরটা ইউজ করতেছি।
  3. xiansaiful Contributor says:
    কিছু সমস্যা ফেস করছি
    1. জুবায়ের Author Post Creator says:
      হ্যাঁ
  4. HD Mohan Contributor says:
    এই জন্য আমিও পুরনো ভারসন ব্যাবহার করি।
    1. জুবায়ের Author Post Creator says:
      তাছাড়া তো আর উপায়ও নেই!
    2. HD Mohan Contributor says:
      hmm
  5. MoHammaD SharfaraZ TaNviR Contributor says:
    Old version use kora jayna…pblm hoy!!!
    1. জুবায়ের Author Post Creator says:
      কী প্রবলেম?
  6. minus zero Contributor says:
    ঠিক ভাই, দিন দিন প্রিয় uc কে অসহনীয় লাগছে।
  7. samiul sojol13 Contributor says:
    Uc browser er old vlo verson er link karo kace pawa jbe???
    Pele upokar hoto
  8. Ãstâr Sâyêêd Author says:
    Us browser kono browser holo..
    1. জুবায়ের Author Post Creator says:
      ইউসিই সেরা!
  9. Gaffar Contributor says:
    ami 11.3..8 chalai.

Leave a Reply