টাইটেল দেখে অনেক টা বুঝতে পেরেছেন,
বাকি টা বুঝতে চাইলে পোস্ট টা সম্পুর্ন পড়ুন।
এই পোস্টে আমি দেখাবো কিভাবে আপনি একটা মোবাইলের স্ক্রিন অন্য মোবাইলে শেয়ার করবেন।
এর জন্য সফটওয়্যার এর প্রয়োজন নেই। তবে আপনার মোবাইলের সেটিং>ডিস্প্লে সেটিং এর একেবারে নিচে কাস্ট নামের কোনো অপশন আছে কিনা দেখুন।
যদি থাকে, তাহলে কাজ হবে, আর না থাকলে এই পোস্ট টি আর দেখার দরকার নেই ব্রো।
নিচে দেখুন আমি দুইটা মোবাইল দেখাচ্ছি
সাদা মোবাইল টির ডিস্প্লে আমি কালো মোবাইল টি তে শেয়ার করবো।
দুইটা মোবাইলের Setting এ যান,
তারপর Display Setting এ যান।
নিচের Cast অথবা Cast Screen এ যান।
এখান থেকে এটা Enable করে নিন।
যে মোবাইল টি দিয়ে আপনি অন্য মোবাইলের ডিস্প্লে দেখতে চান, সেই ডিভাইজের Discoverable By Others এ টাচ করুন।
এইবার যে মোবাইলের ডিস্প্লে শেয়ার করতে চান, সেই মোবাইলে দেখুন আপনার আগের মোবাইলের ডিস্প্লে শো করছে, সেটা তে টাচ করুন।
এইবার যে মোবাইল দিয়ে অন্য মোবাইলের ডিস্প্লে দেখতে চাচ্ছেন। সেই মোবাইলে দেখুন একটা কমান্ড ফাইল এসেছে। সেটা Accept করুন।
দেখুন ডিস্প্লে শেয়ার হচ্ছে।
এইবার আরেকটা বিষয়।
মনে করুন আপনি কোনো অনুষ্ঠানে আছেন। যেখানে ব্লুটুথ মাইক্রোফোন নেই।
এই যে একটা মোবাইলের ডিস্প্লে আরেকটা মোবাইলে শেয়ার করছেন, এই সিস্টেমেই আপনি মোবাইল দিয়ে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন।
আমি একটা সফটওয়্যার দিচ্ছি। নিচের সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
যে মোবাইলের ডিস্প্লে শেয়ার করতে চাচ্ছেন, সেই মোবাইলে ইন্সটল করুন।
এইবার যে মোবাইলে আপনি অন্য মোবাইলের ডিস্প্লে দেখছেন, সেই মোবাইল টি বক্সে কানেক্ট দিন। মানে কোনো কিছু প্লে করলে যেনো বক্সে বাজে।
আর অপরদিকে আপনার যে মোবাইল টির ডিস্প্লে শেয়ার করছেন, সেই মোবাইল টি তে হেডফোন লাগিয়ে মোবাইল টি পকেটে রাখুন।
তবে পকেটে রাখার আগে লাইভ মাইক অ্যাপ টা ওপেন করে Run করে রাখবেন।
এইবার আপনি দূর থেকে কথা বলুন।
দেখুন দূরে সেই বক্সে আপনার এই মোবাইলের ইনপুট হওয়া সাউন্ড শোনা যাচ্ছে, যেই মোবাইল টি স্ক্রিন শেয়ার Accept করছে এবং সাউন্ড বক্সে কানেক্ট করা আছে।
এতক্ষনে বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন। ক্লিয়ার হয়ে যাবেন।
ভুলত্রুটি মার্জনা করবেন।
পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।
- যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
- আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।
প্রায় ৬৫+ ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল *এখানে*
তবে আমার জানা নেই ব্রো।
ট্রিকবিডি টিম যদি মনে করেন যে আমার এই পোস্ট টি করা ঠিক হয়নি। তাহলে তারা যেনো এই পোস্ট টি ডিলিট করে দেন।
আসলে আমার মনে হয় মাঝে মাঝে পুরাতোন পোস্টের টপিক নিয়ে পোস্ট করা ভালো।
কারন প্রতিদিন ই নতুন নতুন ভিজিটর আসছে ট্রিকবিডি তে।
এবং অনেক সময় অনেক আগের পোস্ট ঘাটাঘাটি করা সম্ভব ও নয়।
যেমন আমি জানি না সেম টপিক নিয়ে কত নাম্বার পেইজে পোস্ট আছে।
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি এই পোস্টে একই সাথে দুইটা বিষয় দেখিয়েছি, এবং তা সম্পুর্ণ নিজের মত করে।
তবে ধন্যবাদ আপনাকে। আপনি সাথে সাথেই আমার পোস্টের কম্মেন্ট করেছেন।
আর নতুন ভিসিটির search দিতে জানে।কিন্তু আপনি অথর হয়ে জানেন না কেমন দেখা যায় না?
আর ট্রিকবিডি টিম কেন পোস্ট ডিলিট করবে?
আপনি (সকল অথর) অপ্রয়োজনীয় পোস্ট +old পোস্ট করা থেকে বিরত থাকবেন।
অপ্রয়োজনীয় পোস্ট করে Admin এর উপর দায়িত্ব না দিয়ে নিজ থেকে ভাল কিছু করার চেস্টা করুন।
অনেকেই তো তাদের পোস্টের টাইটেল কিঞ্চিৎ অন্য রকম দেয়।
তাছাড়া ধরুন এই মুহুর্তে এক জন একটা পোস্ট করলো, যে পোস্ট টি আমার দরকার ছিলো কিন্তু আমি আগে এই পোস্ট টি সম্পর্কে জানতাম না। জানতাম না নিয়োম। কিন্তু নতুন দেখলাম আজ। তাহলে পুরোনো কিছু ভালো পোস্ট দ্বিতীয় বার হওয়া ভালো।
তর্কাতর্কি করা আমার ঠিক হচ্ছে না।
আপনি আমাকে সেই পোস্টের লিংক দেন। যে পোস্টে Wireless Display শেয়ার এবং Live Mic নিয়ে একটি পোস্টে বোঝানো হয়েছে।
যদিও আমার আগেই কেউ এমন পোস্ট করে তাহলে আমি এই পোস্ট ডিলিট করে দেওয়ার জন্য ট্রিকবিডি কি মেইল করবো।
তবে হ্যা, এই পোস্টের পক্ষের তুলনায় বিপক্ষে বেশি কম্মেন্ট হওয়াটা বাঞ্ছনীয়।
i mean, apnar phn er text style korlen kivabe…???
nice post.
kaje lagbe.