আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

আমাদের মধ্যে অনেকেই টাকা দিয়ে টাইপিং শেখেন। বিভিন্ন ধরনের টাইপিং শেখার বইও কেনেন।

কিন্তু এখন আর সেসময় নেই। আজকে আমি যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করবো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা মাত্র ১৫-৩০ দিনেই হয়ে উঠতে পারবেন একজন টাইপিং এক্সপার্ট.। আপনিও এই সফটওয়্যার প্র্যাকটিস করার মাধ্যমে কিবোর্ড না দেখে শুধু ডিসপ্লের দিকে তাকিয়ে টাইপিং শিখতে পারবেন।

এই সফটওয়্যারটির প্রো ভার্শন আমি ফ্রি লিংক দিয়েছি এই পোস্টে।মাত্র ৮ এমবির এই সফটওয়্যারটি একবার ট্রাই করেই দেখুন। কয়েকদিনেই আপনার ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। তখন আমাকে এসে একটা থ্যাংক্স জানায়েন।

সফটওয়্যারটির নামঃ- Typing Master PRO

সফটওয়্যারটির ফিচারসমূহঃ

  • সফটওয়্যারটি ইনস্টলের কোন ঝামেলা নেই। শুধু নিচ থেকে ডাউনলোড এবং প্লে করবেন।
  • একদম বিগিইনার বা টাইপিংয়ে নতুনদের জন্য এটি ভালো একটি সফটওয়্যার।
  • বেসিক লেভেল থেকে শুরু হয়ে মাস্টার পর্যন্ত।
  • সফটওয়্যারটির মধ্যে রয়েছে কিছু গেমস। যা খেলার মাধ্যমেও হয়ে যাবে টাইপিং প্র্যাকটিস।
  • বিস্তারিত ও সুন্দরভাবে সাজানো সব ফিচার।
  • অসাধারণ ইন্টারফেস।
  • আরো অনেক কিছু। যা বলে শেষ করা যাবেনা। একবার সফটওয়্যারটি ডাউনলোড করেই দেখুন।

ডাউনলোড লিংকঃ-

Download Typing Master PRO.exe

ডাউনলোড করে সরাসরি ওপেন করুন। ইনস্টল করতে হবেনা।

 

যেভাবে সফটওয়্যারটি ব্যবহার করবেন এবং টাইপিং মাস্টার হয়ে উঠবেনঃ-

  • সফটওয়্যারটি ওপেন করে নিচের স্ক্রিনশটের মত যেকোন নাম দিয়ে Enter এ ক্লিক করুন।

  • এবার নিচের মত মেনু আসবে। Start Course এ ক্লিক করুন। তারপর প্রথম কোর্সের Lesson এবং Sub-lesson গুলো দেখতে পাবেন। এবার প্র্যাকটিস শুরু করে দিন। মেনুতে অনেকগুলো ফিচার দেখতে পাবেন। গেমস নামক অপশন থেকে গেম খেলার মাধ্যমে টাইপিং শিখতে পারবেন।
    নিচের স্কিনশটগুলো ফলো করুনঃ-

আরো অনেক ফিচার আছে যা স্ক্রিনশট আকারে বোঝানো সম্ভব নয়। আর এই সফটওয়্যারটির পুরো কাজ এবং বিস্তারিত দেখাতে হলে আমাকে ৫০০+ স্ক্রিনশট দিতে হবে। যেটা সম্ভব না। এজন্য নিচের ভিডিওটি দেখতে পারেন সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি এই সফটওয়্যার ব্যবহার করার সকল নিয়ম এবং কিভাবে প্র্যাকটিস করবেন সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছি।

দেখুন কিভাবে মাত্র ১৫ দিনে হয়ে উঠতে পারেন একজন টাইপিং মাস্টার। প্র্যাকটিস করার সকল বিস্তারিত নিয়মসহ।

 

ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে। যাতে তারাও উপকৃত হতে পারে।

আমার চ্যানেলটি একদম নতুন। এইরকম ভালো মানের সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

আমার চ্যানেল লিংকঃ- Hello Tuber Miraz

আজ এপর্যন্তই। ভালো লাগলে কমেন্টে জানাবেন। যেকোন সমস্যায় আমাকে নক করতে পারেন ফেসবুকে।

আমার ফেসবুক লিংকঃ- Free Facebook Link  | Paid Facebook Link

এই পোস্টটি ট্রিকবিডিতে নেই। তাই কেউ কপি পোস্ট বলে চিৎকার করিয়েননা।

Bye..

28 thoughts on "[Software][Typing Master Pro] মাত্র ১৫-৩০ দিনেই হয়ে যান টাইপিংয়ের মাস্টার। কিবোর্ড না দেখে দ্রুত টাইপিং শিখুন অসাধারণ সব ফিচারসম্পন্ন একটি সফটওয়্যারের মাধ্যমে। দেখে রাখুন একদিন কাজে আসবেই।"

  1. সম্পূর্ন কপি পোস্ট।
    1. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      কোথা থেকে কপি দয়া করে বলুন। এই পোস্ট ট্রিকবিডিতে নেই। আর ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের বানানো। স্ক্রিনশট সব আমার পিসি থেকে নেওয়া। পোস্টটিও আমি সফটওয়্যারটি রিসার্চ করে বানিয়েছি।

      আর আপনি বললেন যে এটা সম্পূর্ণ কপি পোস্ট।
      আমি এই পোস্ট এক অক্ষরও কপি করিনি।২ ঘন্টা রিসার্চ করে তারপর আরো ২ ঘন্টা ধরে পোস্ট লিখলাম। আর আপনি হুট করে বলছেন সম্পূর্ণ কপি পোস্ট?? এসবের মানে কি, ব্রো?

      আপনি যদি প্রমান দিতে পারেন যে এটা কপি পোস্ট তবে জীবনে আর ট্রিকবিডিতে পোস্টই করবোনা। আর প্রমান না দিতে পারলে আপনার কমেন্টের বিরুদ্ধে ট্রিকবিডি টিমের কাছে অভিযোগ করবো।

      আপনি কপি পোস্টের কি বোঝেন?? নিজে একজন অথোর হয়েও তো কপি পোস্ট কি সেটা জানেননা। একজন লোক যখন ট্রিকবিডি থেকে একটা পুরো পোস্ট কপি মেরে আবার ট্রিকবিডিতেই পোস্ট করে তখন আপনি কোথায় থাকেন??

      ঘুমে???

      এত কষ্ট করে পোস্ট করেও যদি এরকম কথা শুনতে হয় একজন অথোরের মুখ থেকে তবে মেজাজটাই খারাপ হয়ে যায়।

      আমার প্রোফাইলটা একটু ঘুরে দেখে আসুন আমি কত সিনিয়র অথোর আপনার থেকে। আর আমার প্রতিটি পোস্ট দেখে আসুন। তাহলেই বুঝবেন। যত্তসব।

    2. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      আমি জানি আপনি কমেন্টটা করেছেন আমাকে ডিমোটিভেট করার জন্য। কিন্তু মনে রাখবেন আমি ডিমোটিভেট হওয়ার ছেলে নই।
    3. স্ক্রিনসটের কোয়ালিটি দেখলেই তো বোঝা যায়।এগুলো আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন।
    4. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      আরে মিয়া আপনার সমস্যাটা কি?? মাথায় কি প্রবলেম আছে?? বলেছি না প্রমান ছাড়া একটা কথাও বলবেননা।আপনি প্রমান দিন আমি আপনাকে ১ লাখ টাকা পুরষ্কার দিবো। আর আপনি এখন বলছেন যে আপনি স্ক্রিনশটের কোয়ালিটি দেখে বুঝে গেছেন যে এটা কপি পোস্ট।
      বাহ্। ??? আপনাকে কোয়ালিটিতে নোবেল দেওয়া হোক।
      নিচের কমেন্টগুলো দেখুন। ট্রিকবিডিতে ফ্রি ব্যাসিকে স্ক্রিনশট ঘোলা আসতেছে সবাই বলছে। আপনি দয়া করে ট্রিকবিডি পিসি ভার্শন অন করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর আপনি আমাকে রাগানোর জন্য বারবার এককথা কেন বলছেন?
      স্ক্রিনশটগুলো আমার নিজের পিসির। বুঝলেন?? না বুঝলে ভিডিওটি দেখুন। ওহ আপনি তো ফ্রি ব্যাসিকে দেখছেন ভিডিও কেমনে দেখবেন। আপনার নাম্বারটা দিন এমবি ভরে দিচ্ছি তারপর ভিডিও দেখে বলুন যে স্ক্রিনশট আমার নাকি অন্যকারো।
      আর হ্যা অথোর হয়ে বোকার মত কথা বলে সবার কাছে ছোট হবেননা। ?
      আপনার কমেন্টগুলো কিন্তু পাবলিক দেখছে। ধরে পাবনা মেন্টালে রেখে আসবে। ?
      এই পোস্ট দেখে আপনার যদি এখনও চুলকানি বন্ধ না হয় তাহলে বসে বসে মুড়ি খান। ?
    5. Neel572 Contributor says:
      Freebasics app use koren….screenshotgula HD format a pabn
    6. Avatar photo Prem Chowdhury✅ Contributor says:
      এখানে আমরা ভাই ভাই। ঝগড়া ঝাটি করে কোনো লাভ নাই ।প্রমান ছাড়া কপি বলা ঠিক না।সবাই কষ্ট করে পোষ্ট করে।আপনিও করেন। আপনার পোষ্ট কপি বললে কেমন লাগে তখন।তাই কোনো কথা বলার আগে ভেবে চিন্তে বলুন ভাইয়া।
      আসুন সবাই মিলে ট্রিকবিডিতে ভালো ভালো পোষ্ট করি।সবাই মিলেমিশে থাকি।
    7. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      Thanks For your support. আপনি কন্ট্রিবিউটর হয়েও একজন অথোরের কষ্ট বুঝতে পারলেন। কিন্তু উনি একজন অথোর হয়েও অথোরের কষ্ট বুঝলেননা ব্যাপারটা দুঃখজনক।
      আর আমি তো ঝগড়া করতে ট্রিকবিডিতে আসিনি ভাই । সারাদিন রোজা রেখে ইফতারের পর একটা পোস্ট করলাম পোস্টের প্রথম কমেন্টই যদি এরকম হয় মেজাজটা তখন কিরকম হয় আপনিই বলেন?
      যাই হোক। বিষয়টা এখানেই ক্লোজড। আশা করছি উনি নিজের ভুলটা বুঝতে পারবেন।
    8. Avatar photo Prem Chowdhury✅ Contributor says:
      হাঁ বুঝতে পেরেছি। হাঁ ভাই খুবই দুঃখজনক।
      মন খারাপ করবেন না।
      এগিয়ে যান পাশে আছি।
    9. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      অনেক অনেক ধন্যবাদ আপনাকে ব্রো। ?
  2. Avatar photo SP Khalad Contributor says:
    screenshot gula ki highly convert kore disen?
    1. Avatar photo Arshad Prottoy Contributor says:
      free basic এ ঘোলা দেখায় সব Ss সব পোস্ট এর
    2. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      রাইট ব্রো। ?
    3. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      না। সবগুলো স্ক্রিনশটই HD . আপনি হয়তো ফ্রিব্যাসিক্স দিয়ে দেখছেন তাই এরকম লাগছে।
  3. Avatar photo Arshad Prottoy Contributor says:
    কি যে হলো free basic এর free basic এ ঘোলা দেখায় সব Ss সব পোস্টের.!?
    1. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      হুমম।। ট্রিকবিডি সাপোর্ট টিমের দৃষ্টি আকর্ষণ করছি। ভিউয়ারদের এই সমস্যার সমাধান করা হোক।
    2. Avatar photo SP Khalad Contributor says:
      screenshot er vitore gele clear hoy
  4. Avatar photo Helim Contributor says:
    tnx.
    trickbd তে বার বার লগইন করতে হয় এটারও সমাধান করা দরকার
    1. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      আমি স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করেছি। উনি ব্যবস্থা নিবেন আশা করছি। ?
  5. Avatar photo Alamgir Author says:
    GooDDDDDDDDDD.
    Atai Dorkar cilo atodin.
  6. Arafat Shahriar Contributor says:
    অস্থির সফটওয়্যার ভাইয়া!আমি ব্যবহার করছি|
    1. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      ধন্যবাদ। সাথেই থাকুন। ☺
  7. shihab Subscriber says:
    পোষ্ট ম্যান ভাই সব পিক পরিষ্কার। আমি এমবি দিয়ে দেখছি।ফ্রি বেসিক এ হয়ত ঘোলা।কিন্তু আমি এমবি দিয়ে পরিষ্কার ই দেখতে পারছি।আর এই পোষ্ট টা আমার জন্য কোন কাজের না।তাও ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো।আর আবাল অথোরদের কথায় কান দিবেন না।আপনি আপনার মত পোষ্ট করে যাবেন।মুল্যায়ন আমরা করব।
  8. Avatar photo Stillfly Expert Author says:
    full feature pls
    1. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      ফুল ফিচার স্ক্রিনশট দিয়ে বোঝানো কখনই সম্ভব না। ভিডিওতে সব বিস্তারিত দেখানো হয়েছে চাইলে ভিডিও দেখতে পারেন। আর ভিডিও দেখার ইচ্ছা না থাকলে দয়া করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিজেই একটু ঘাটাঘাটি করুন। হয়তো বুঝতে পারবেন। ?
  9. Jaki Shahariar✔ Contributor says:
    Vai Bangla type niye ekta post korle valo hoi.
    1. Avatar photo Oliur Rahman Miraz Author Post Creator says:
      ok.. try korbo… Thanks for your comment
  10. Neel572 Contributor says:
    Application size koto mb?

Leave a Reply