আসসালামু আলাইকুম
আশা করি পবিত্র মাহে রমজানে সকলেই ভাল আছেন!
ব্যাস্ততার কারনে অনেকদিন যাবত দেখা হয়নি আপনাদের সাথে! তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!
আজকের টপিক হচ্ছে Sure cash App

এই এপটা রুপালী, FSIBL, সহ মোট ৫ টা ব্যাংকের একাউন্ট নিয়ন্ত্রন করে মোবাইল ব্যাংকিং পরিচালনা করে!
শিওরক্যাশ হচ্ছে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল পেমেন্ট প্লাটফর্ম! শিওরক্যাশ এপ ব্যাবহার করতে হলে এর সহযোগী যেকোন ব্যাংকের সাথে মোবাইল ব্যাংকিং একাউন্ট(ওয়ালেট) থাকতে হবে।

প্রথমবার লগইন এর সময় আপনার ওয়ালেটের ফোন নম্বরে USSD এর মাধ্যমে পিন নম্বর দিতে হবে।
এই এপ এ নিরাপদ ভাবে লেনদেন করতে হলে আপনাকে বেশ কিছু ধাপ অনুসরন করতে হবে।
চলুন দেখে নেই এই এপ এর প্রধান পেজ সমূহ :

  • Login (লগইন)
  • Home (হোম)
  • Menu (মেনু)
  • Send Money (টাকা পাঠানো)
  • Payment (পেমেন্ট)
  • Cash out টাকা উঠানো)
  • Recharge (রিচার্জ)
  • এই পেজ গুলি সম্পর্কে বিস্তারিতঃ

    Log In:

    এপটি ওপেন করুন,তারপরে নিচের মত স্ক্রিন দেখতে পাবেন।

    তারপরে ওয়ালেট নাম্বার ও পিন দিয়ে লগইন করুন! (মনে রাখবেন এইখানে অতিরিক্ত ডিজিটটাও দিতে হবে)
    লগইন হলে নিচের মত স্ক্রিন দেখতে পাবেন!

    তারপরে শিউরক্যাশ ওয়ালেট যে নাম্বারে করা সেটাতে USSD তে পিন নম্বর চাইবে! পিন নম্বর দিয়ে Send চাপুন, মনে রাখবেন ফোন ভেদে USSD স্ক্রিন ভিন্ন হতে পারে! নিচের টা ডেমো হিসেবে দেয়া হল!

    লগইন সম্পন্ন হলে নিচের মত স্ক্রিন আসবে!
    আপনি যদি আপনার ডিভাইস (ফোন/ট্যাব) রেজিস্ট্রেশন করতে চান তবে হ্যা চাপুন!

    আপনি হ্যা নির্বাচন করলে নিচের (১ম) মত একটা ম্যাসেজ আসবে স্ক্রিনে!
    আর যে সিমে পিন দিয়েছিলেন সেই সিমে আবার USSD যাবে যেখানে আপনি আবার পিন দিয়ে Send চাপুন। (২য় চিত্র)।


    আপনি যদি ডিভাইস রেজিস্টার না করতে চান তবে না চাপুন, আপনি হ্যা /না যেটাই চাপুন না কেন আপনি হোম স্ক্রিনে প্রবেশ করবেন! আপনি চাইলে পরে সেটিংস থেকে রেজিস্টার করে নিতে পারবেন।

    Home:

    আপনি নিচের ছবির মত হোমস্ক্রিনে ৫ টি অপশন দেখবেন।
    যেখানে উপরে বাম দিকে কর্নারে আছে মেনু অপশন।
    নিচের বাম দিক থেকে ১ম টা হচ্ছে যেকোন ওয়ালেটে টাকা পাঠানো বা Send Money এর অপশন।
    ২য় টা হচ্ছে বিল পরিশোধ বা পেমেন্ট করার অপশন।
    ৩য় টা হচ্ছে Cash Out করার অপশন,,,যার মাধ্যমে আপনি এজেন্ট থেকে টাকা উঠাতে পারবেন।
    ৪র্থ টা হচ্ছে যেকোন মোবাইল নম্বরে রিচার্জ করার অপশন। এর মাধ্যমে আপনি কিভাবে রিচার্জ করবেন তা জানতে পারবেন পোস্টের নিচের দিকে।

    Menu:

    মেনু অপশনে ৬টি সাবঅপশন দেখতে পাবেন।

  • হোম
  • লেনদেনের বৃত্তান্ত
  • PIN পরিবর্তন
  • সেটিংস
  • সহায়তা
  • লগ আউট

  • লেনদেনের বৃত্তান্ত দেখতে পাবেন নিচের মত করে।
    মনে রাখবেন এটা অত্যন্ত জরুরি কারন পিন ভুলে গেলে লেনদেনের বৃত্তান্ত জিজ্ঞাসা করা হয়।

    আপনি চাইলে পিন পরিবর্তন করতে পারবেন PIN পরিবর্তন অপশন থেকে।
    ১ম বক্সে পুরাতন পিন আর বাকি ২ বক্সে নতুন পিন দিতে হবে,,, নিচের মত করে।

    আপনি চাইলে ভাষা পরিবর্তন করতে পারবেন সেটিংসস থেকে। যদি ডিভাইস রেজিস্টার না করা থাকে তবে এটাও করতে পারবেন এখান থেকে।

    আপনার ডিভাইস রেজিস্টার করা থাকলে আর আপনি যদি সেটা মুছে ফেলতে চান তবে সেই অপশন ও পাবেন সেটিংস এ।

    আর সবার নিচে আছে লগ আউট অপশন যার মাধ্যমে বের হয়ে অন্য ওয়ালেট এ লগ ইন করতে পারবেন।


    Payment:

    শিউরক্যাশ এর সবচেয়ে ব্যাবহৃত অপশন এটি। কারন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বিল এখন শিউরক্যাশ দিয়ে পেমেন্ট করা হয়।
    তাই এটি জরুরী ত বটেই।

    নিচের স্ক্রিনের মত করে তথ্য দিন পেমেন্ট করতে।

    তারপরে নিচের মত স্ক্রিন আসবে যেখানে মার্ক করা ভাবে তথ্য দিন।

    .

    Cash Out:

    যেকোন এজেন্ট পয়েন্ট থেকে টাকা উত্তোলন করতে এই অপশন ব্যাবহার করা বাঞ্ছনীয়।
    ক্যাশ আউট করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।

    .

    Recharge:

    এখান থেকে আপনি যেকোন মোবাইল রিচার্জ করতে পারবেন। এর জন্য নিম্নে দেখানো পদ্ধতি অনুসরন করুন।

    .
    .
    .

    সুবিধাঃ

  • আপনাকে ডায়াল কোড ডায়াল করতে হবেনা যা কিনা শিউরক্যাশ এর জন্য মুটামুটি অনেকটা কস্টের ব্যাপার কারন এতে বিভিন্ন সিমের জন্য মেনু কোড ভিন্ন হয়ে থাকে।
  • খুব দ্রুত কাজ করা যায়।
  • নাম্বার ভুল হওয়ার সম্ভাবনা কম।
  • অসুবিধাঃ

  • আপনাকে এই এপ ব্যাবহার করতে হলে ইন্টারনেট কানেকশন রাখতে হবে।
  • <

    এই ছিল এপস টার রিভিউ।
    কেমন হল বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো আছেই!

    টিপসটি ভাল লাগলে আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল

    ANUSHORGO -অনুসর্গ


    এই ইউটিউব চ্যানেলে একটা অত্যান্ত সুন্দর গান আছে যেটা শোনার আমন্ত্রন রইল সবাইকে! বিশ্বাস নাহলে যাওয়ার দরকার নেই! কিন্ত ট্রিকবিডি রুলস ব্রেক করা হয় তাই বিস্তারিত বলা যাচ্ছেনা। চ্যানেল টা ভিজিট করলেই বুঝতে পারবেন। এই ট্রিকস এর চেয়েও ভাল লাগবে ওই গানটা।

    ধন্যবাদ সবাইকে!


    …………….

    19 thoughts on "[Apps Review] Sure cash এর বিস্তারিত পর্যালোচনা। মিস করা উচিৎ হবেনা! সাথে আছে আরেকটা চমক।"

      1. SK SHARIF Author Post Creator says:
        Tnxx vai,,,,গানটা দেখে আসুন প্লিজ
    1. SHAHRIAR KHAN Contributor says:
      jantam bt tnx
      1. SK SHARIF Author Post Creator says:
        tncx
    2. Ashraful AIS ✔ Contributor says:
      আমার নাম্বারে শিওর ক‍্যাস এক‍্যাউন্ট আছে কিন্তু আমি ওয়ালেট নাম্বার এবং বের করব কিভাবে?
    3. Ashraful AIS ✔ Contributor says:
      আমার নাম্বারে শিওর ক‍্যাস এক‍্যাউন্ট আছে কিন্তু আমি ওয়ালেট নাম্বার এবং পিন বের করব কিভাবে?
      1. SHUPTO SHARKAR Author says:
        Wallet customer care e phn dilei paben kon2 pin paben na
    4. Prem✅ Contributor says:
      Good Post
      1. SK SHARIF Author Post Creator says:
        tnx
    5. parbes chowdhury Contributor says:
      sure cash account কি ভাবে চালু করবু বলতে পারেন
      1. SHUPTO SHARKAR Author says:
        Agent er kache theke
    6. Shujon Contributor says:
      ফাউল একটা জিনিস
      1. SK SHARIF Author Post Creator says:
        আপনার কাছে মনে হতে পারে! তবে যার প্রয়োজন সেই বুঝে শিউরক্যাশ কি জিনিস!
    7. Mojahid Author says:
      প্রায় ৫ মাস পর আসলেন ভাই।।।।
      সুন্দর হয়েছে
      1. SK SHARIF Author Post Creator says:
        হুম বিজি থাকি! আমাকে মনে রাখে এতেই ভাল লাগে,, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা
      2. Mojahid Author says:
        😀
    8. Hatem Author says:
      ভাই, সেন্ড মানি তে কি কোনো ফি কাটে?
      1. SK SHARIF Author Post Creator says:
        ৫ টাকার বেশি না! মনে হয় কাটেইনা

    Leave a Reply