আসসালামুআলাইকুম
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।সময়ের অভাবে আর আগের মত ট্রিকবিডিতে লিখালিখি করা হয়না।
অনেকদিন পর আজকে একটা খুব সাধারণ পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশা করি পোষ্টটি সবার অনেক ভালো লাগবে।
ছোটবেলার জাভা মোবাইলে গেমিং এর দিনগুলোর কথা মনে আছে?
একেকটা গেইম ইন্সটল হতে কয়েক মিনিট লেগে যেত! চালু হতে তো আরও কয়েক মিনিট শেষ!!! তারপরও সেই দিনগুলো ছিল অসাধারণ। অনেকে হয়তো সেই দিনগুলোকে এখনও অনেক মিস করেন।
এখনও মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে???তাহলে টুক করে পোষ্টটি পড়ে নিন,আর ফিরে যান সেই জাভা গেমিং এর দিনগুলোতে!
আজকে দেখাবো কিভাবে আপনার এন্ড্রোয়েড ফোনেই খেলবেন সকল প্রকার জাভা গেমস।
তো চলুন শুরু করা যাক…..
প্রথমে Play Store এ J2ME Loader লিখে সার্চ করুন এবং এপটি ডাউনলোড করে নিন।
App Size: 2.25 mb only!
আর যে জাভা গেমসগুলো আপনি খেলতে চান সেগুলও ডাউনলোড করে আপনার মেমোরিতে রেখে দিন।
ডাউনলোড হয়ে গেলে এবার এপটি ওপেন করুন।
তারপর নিচে দেখানো + চিহ্নতে ক্লিক করুন।
এবার আপনি আপনার যে ফোল্ডারে জাভা গেম ডাউনলোড করে রেখেছেন,সে ফোল্ডারে প্রবেশ করুন। তারপর যে গেমটি খেলবেন সেটা সিলেক্ট করুন।
এবার দেখুন গেমটি কনভার্ট হচ্ছে, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন….
এবার দেখুন নিচের মত চলে এসেছে।তারমানে কনভার্ট করা গেমটি খেলার জন্য এখন প্রস্তুত! ক্লিক করুন গেমটির উপরে।
এবার Start এ ক্লিক করুন।
এবার দেখুন গেম লোড নিচ্ছে!
দেখুন আমি গেমটি খেলা শুরু করে দিয়েছি।
এভাবে আপনি যেকোন জাভা গেম এবং এপ্লিকেশন চালাতে পারবেন।
তাহলে আর দেরি কেন? শুরু করে দিন!!!!✌✌✌
তো আজকে এখান থেকেই শেষ করছি।পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।
আমার প্রফাইল থেকে ঘুরে আসুন ।
ততক্ষনে আমি আপনার পোস্ট এ রিপোর্ট মারি ।
Ami java tei java game khelmu
amr java phn er ovab nai.
unactive author