আসসলামু আলাইকুম।
আশা করি সকলেই ভালো আছেন।
টাইটেল দেখেই হয়তো বুঝে ফেলেছেন আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি।তাই বেশি কথা না বলে কাজে লেগে যাই।এই কাজটি করার জন্য নিচে থেকে এপটি ডাউনলোড করে নিন। Zapya
তারপর দুই মোবাইলেই এপটি ইনস্টল করুন।
প্রথম মোবাইলে এপটিতে ঢুকুন।টিউটোরিয়াল স্কিপ করে দিন।তারপর স্ক্রিনসটে দেয়া যায়গায় ক্লিক করুন।
তারপর Creat group এ ক্লিক করুন।
এবার দ্বিতীয় মোবাইলে এপটি ওপেন করুন আর একইভাবে এপটিতে ঢুকে স্ক্রিনসটে দেখানো জায়গায় ক্লিক করুন।
এবার Join Group এ ক্লিক করুন
প্রথম মোবাইলে স্ক্রিনসটের মতো অন্যের প্রোফাইলে ক্লিক করুন।
তারপর ক্যামেরাতে ক্লিক করুন
এবার দ্বিতীয় মোবাইলে Yes এ ক্লিক করুন।
দেখুন প্রথম মোবাইলির ক্যামেরার সবকিছু দ্বিতীয় মোবাইলে দেখা যাচ্ছে।
বিঃদ্রঃক্যামেরার রেজুলেশনের তারতম্য হতে পারে।
by thhe way apni ss edit er jonno kpn apkk use koren?