নব্বইয়ের দশকে মানুষের ছবি তোলা এবং সংরক্ষণ করাটা এখনকার মতো এতটা সহজ ছিল না। আর তাই বর্তমান প্রযুক্তির যুগে এসে অনেকেই তার পুরনো ছবিগুলো সংরক্ষণের জন্য স্ক্যান করে রাখে। আর এই পুরনো প্রিন্ট ছবিগুলোকে নতুনভাবে সংরক্ষণের জন্য সার্চ জায়ান্ট গুগল ‘ফটোস্ক্যান’ নামে নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে। নতুন ফটোস্ক্যান অ্যাপটি পুরনো প্রিন্ট ছবিগুলোকে আরও উন্নতভাবে সংরক্ষণ করতে সাহায্য করবে। আর এটি ব্যবহারের ফলে পেশাদার স্ক্যানার দিয়ে ছবি ডিজিটাইজ করার চাইতে অনেকটা সস্তা এবং সহজ হবে। তবে এটি ফ্ল্যাটবেড স্ক্যানারের মতো সুবিধাজনক বা দ্রুতগতির হবে কিনা সে বিষয়ে কিছু জানায় নি প্রতিষ্ঠানটি।


ব্যবহারকারী এই অ্যাপটি চালু করার পরে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে ছবি সারিবদ্ধ করার জন্য অনুরোধ জানাবে। একবার ছবি সারিবদ্ধ করা হয়ে গেলে স্ক্যান বাটন চাপতে হবে। আর এটিই ফোনের ফ্ল্যাশ চালু করবে এবং উন্নত মানের একটি ছবি পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর ছবির বিভিন্ন অর্ধে চারটি সাদা বৃত্তাকার ‘ডট’ দেখানো হবে এবং এই ডটগুলো নীল হয়ে যাওয়ার আগ পর্যন্ত ব্যবহারকারীকে ফোনটি নড়াচড়া করতে বলা হবে। চারটি ডট একবার স্ক্যান করা হয়ে গেলে অ্যাপটি একসাথে চূড়ান্ত ছবিটি প্রদর্শন করবে।

বিশ্লেষকদের মতে, ২০১৫ সালের মাঝামাঝি উন্মুক্ত হওয়া ‘গুগল ফটোস’র এটিই সবচেয়ে বড় আপডেট। তবে এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে চিন্তার কিছু নাই। কেননা এই অ্যাপ ব্যবহারের জন্য ছবি গুগল ফটোস-এ আপলোড করার প্রয়োজন নেই।

প্লে-ষ্টোর লিংক: Download From Play Store

ডিরেক্ট লিংক:  Direct Download PhotoScan by Google Photos 

11 thoughts on "গুগলের নতুন ফটো অ্যাপ ‘PhotoScan by Google Photos’ পুরানো ছবি স্ক্যান করতে দারুন একটি অ্যাপ"

    1. Anik Sikder Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
    1. Anik Sikder Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Sahariaj Author says:
    নিচের লিংক টা ঠিক করেন
    1. Anik Sikder Author Post Creator says:
      করেছি ভাই। এখন দেখেনতো ঠিক আছে নাকি?
    1. Anik Sikder Author Post Creator says:
      tnx bro…
    2. Anik Sikder Author Post Creator says:
      করেছি ভাই। এখন দেখেনতো ঠিক আছে নাকি?
  2. Shamiul Shakib Contributor says:
    ধন্যবাদ ভাই
    1. Anik Sikder Author Post Creator says:
      welcome bro

Leave a Reply