welcome to TRICKBD
কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আমি মাসুদ,®
আজকে আমি হাজির হয়েছি অনুরোধের একটি পোস্ট নিয়ে। এ ট্রিক নিয়ে পোস্ট করার মত আমার কোন ইচ্ছা ছিল না। কোন এক ভাই রিকুয়েস্ট করার জন্য করলাম। তাছাড়া sketchware নিয়ে যারা কাজ করে তাদের জন্য পোস্ট টি উপকারী হবে।
আমরা যখন sketchware দিয়ে অ্যাপ বানাই তখন এপ এর প্রজেক্ট থাকে। সেই প্রজেক্ট থেকে পরবর্তী তে কাজ করা যায়। কিন্ত সমস্যা হল যখন ভুলবশত app টি uninstall করে দেই বা ফোন রিসেট দেই তখন আর অ্যাপ এর প্রজেক্ট গুলি পাই না। আজ দেখাবে কিভাবে প্রজেক্ট গুলিকে ব্যাকআপ রাখা যায়। আর কখনোই হারাবে না।
(যাদের পোস্ট টি পড়তে বোড় লাগতাছে তারা নিচ থেকে ভিডিও টি দেখে নেন)
১।তো শুরু করা যার
দেখেন আমার এখানে অনেক গুলি প্রজেক্ট
এখন
oh so sorry কিছু নাই।
তো এভাবে করলে কিছু থাকবে না।আমাদের যা করতে হবে তা হচ্ছে যখন আমাদের sketchware অ্যাপ টি ইন্সটল থাকবে তখন file এ ঢুকেন তারপর show hiden file on করেন দেখবেন. sketchware নামে একটি ফাইল আছে। সে ফাইল টি আপনার sd card এ copy or move করে রাখেন
তখন আমাদের কাজ হল আমাদের copy করা ফাইল টি internal storege এ মোব করা
এখন অ্যাপ টি আবার ওপেন করে দেখুন
দেখেন আমার সব এসে পড়েছে।
আজ এই পর্যন্তই।কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
★আমার next post.
{ যে কোন অ্যাপ এর ভাষা চেঞ্জ বা ট্রান্সলেট করুন খুব সহজে}
আর আগেই দেখতে চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসেন
পোস্টের কোন যায়গায় না বুজলে এই ভিডিও টি দেখার জন্য অনুরোধ করছি
®®কিছু কথা®®
আমি একজন ছোট youtuber. post টি যদি ভাল লাগে প্লিজ আমার চ্যানেল টা
subcribe করবেন। এখানে
sketchware app and marquee text, apk editor সহ অনকে অ্যাপ এর টিউটোরিয়াল আছে চাইলে দেখতে পারেন।এবং সামনে আর করবো
জানি অনেকেও subcribe করবে না। ভাই আপনি ৩০সে, সময় নিয়ে আমার চ্যনেল টি করলে আমার অনেক উপকার হয়। আপনাদের জন্য এত কস্ট করে পোস্ট করে আমরা কি এতটুকু আশা করতে পারি না। তাই ভাই দয়া করে আপনি যদি wifi or free net এ থাকেন প্লিজ গরিবের চ্যানেল টি subscribe করেন।
ki je hoiche onader.
jhalai………
amr sob kichu chulkai.
trainer Request dilam,hei 2hopta age.
kintu hego bindu matro, response paina
Sketchware uninstall করলে শুধু এপ এর ডাটা ডিলিট হয়ে কিন্তু .sketchware নামের ফাইল একই থাকে এটা কখনোই ডিলিট হবে না যতক্ষণ না আপনি ডিলিট না করবেন । আর এত কিছু করার কোনো দরকার নেই। শুধু sketchware project গুলো private এ শেয়ার করে রাখলেই সব ব্যাকআপ হয়ে যাবে ।