আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
আজকের বিষয়ঃ
?আজ আমি আপনাদের সামনে হাজির হয়ছি Awesome একটি Vault App নিয়ে..আপনারা সবাই তো নিশ্চয় জানেন Vault App হলো Audio, Video, Image Etc. ফাইল লক/হাইড করে রাখার এপ..আমি আজ আপনাদেরকে যে Vault দেখাবো সেই ভল্ট এপ অন্যান্য যেকোন Vault এর চেয়ে ভালো..এবং এর ফিচার অন্যান্য Vault এর চেয়ে বেশি..কেউ বুঝতে পারবে না এটা আপনার Vault..
আর পাসওয়ার্ড বলে দিলেও কেউ দেখতে পারবে না আপনার হাইড করা কোনো ফাইল..
আপনি সবাইকে বোকা বানাতে পারবেন এই এপ দিয়ে…
বিঃ দ্রঃ আমি অনেক সার্চ করেও এই এপ নিয়ে কোনো পোস্ট পাইনি..যদি থেকে থাকে দয়া করে জানাবেন..
ফিচারসমূহঃ
• মাত্র একটি এপেই Video, Audio, Photos, Txt, Apk সহ যেকোন ফাইল হাইড করে রাখতে পারবেন..
• এর ভেতরেই পাবেন একটি Secret Browser..
• এই Vault দিয়ে আপনি App Lock ও করতে পারবেন..
• Intruder selfie (কেউ ভুল পাসওয়ার্ড দিলে ফটো তুলে রেখে দিবে)
• Fake cover ( 2nd part এ বিস্তারিত আলোচনা করা হবে )
• Fake Password ( এটাই এই এপের সবচেয়ে মজার.. বিস্তারিত 2nd part এ আলোচনা করা হবে )
তো চলুন শুরু করা যাকঃ
প্রথমে নিচের লিংক থেকে এপটি ইনস্টল করে নিন..
[b]App Name : Vault/Clock
App Size : 3.77 MB
Install করা হয়ে গেলে App টি Open করুন..
নিচের ss এর মতো দেখতে পাবেন..ঘড়ির কাঁটা সরিয়ে আপনার ইচ্ছামতো সময় সেট করুন..
এটা আপনার পাসওয়ার্ড হবে..
সময় সেট করা হয়ে গেলে নিচের ss এ দেখানো মতো ঘড়ির মাঝখানের গোল জায়গায় ক্লিক করবেন..
আমি সময় সেট করলেম 5 টা 55..
আবার ঘড়ির কাঁটা সরিয়ে আগের সময় সেট করে আবার মাঝখানের সাদা জায়গায় ক্লিক করবেন..
তারপর নিচের মতো Password Recovery Email চাইবে.. আপনার ইচ্ছামতো একটা Email সিলেক্ট করে টিক চিহ্নে ক্লিক করবেন..
নিচের ss এর মতো দেখতে পাবেন..
এখানে এপ লকার, ব্রাউজার ইত্যাদি রয়েছে..
এখন মনে করুন আমি Pictures ফোল্ডারে একটা file hide করবো..
Pictures ফোল্ডারে যেতে হবে..
নিচের দিকে ডান কোনায় নিচের ss এ যেখানে Cross(×) আছে সেখানে Plus(+) থাকবে..
“+” এ ক্লিক করলে নিচের ss এর মতো দেখা যাবে..
সরাসরি ছবি তুলে hide করতে চাইলে Camera সিলেক্ট করতে হবে.., Audio হাইড করার জন্য Hide Audio, Video হাইড করার জন্য Hidw Video, Image হাইড করার জন্য Hide Image এবং অন্যান্য File (Apk, Txt, Zip etc.) হাইড করার জন্য Other Files সিলেক্ট করতে হবে..
আমি Video হাইড করবো তাই Hide Video? সিলেক্ট করলাম..
সব Video এর ফোল্ডার দেখাবে..
যে ভিডিও hide করতে চাই তা সিলেক্ট করতে হবে… তারপর নিচের ss দেখানোর মতো তালার চিহ্নতে ক্লিক করতে হবে..
Hide হয়ে যাবে Video..
হাইড করা তো শিখলেন..
চলুন এবার Unhide করা শেখা যাকঃ
App টি Open করুন..এপ ওপেন করলে নিচের মতো দেখতে পাবেন নরমাল ঘড়ির মতো চলছে..সময়টা লক্ষ্য করুন..
মাঝখানের গোল সাদা জায়গায় ক্লিক করুন.. সময় 00:00 হয়ে যাবে..
আপনার সময় পাসওয়ার্ড দিয়ে মাঝখানের গোল সাদা জায়গায় ক্লিক করুন.. আমি 5 টা 55 দিয়েছিলাম তাই ঐটা দিলাম..
এবার যে ফোল্ডারের ফাইল আনহাইড করতে চান সেই ফোল্ডারে গিয়ে যে ফাইল/ফাইলগুলো আনহাইড করতে চান সিলেক্ট করুন.. তারপর ss এ দেখানো খোলা তালা চিহ্নে ক্লিক করুন..
এখানে দুইটা অপশন পাবেন Original path আর Vault folder..
ফাইলটি যেখান থেকে হাইড করে হয়েছিল সেই ফোল্ডারে নিতে চাইলে Original Path আর Vault এর New Folder এ নিতে চাইলে Vault Folder সিলেক্ট করে Unhide লেখায় ক্লিক করুন..
দেখবে ফাইলটি মেমোরিতে চলে গেছে..
আজ এ পর্যন্তই..
বাকি অংশ দ্বিতীয় পর্বে দেওয়া হবে..
কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন..
পোস্টটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ
নিয়মিত সালাত আদায় করুন এবং প্রতিদিন রোজা রাখুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন..
ধন্যবাদ..
BTW post টা ভালো হয়েছে।
thumb up
ধরেন আমি ভল্ট এপ্সের ভিতরে, বাছাইকৃত কিছু ভিডিও রাখলাম।
কিন্তু, নিজের অজান্তে হোক, অথবা অন্যজনের কাছে গিয়ে হোক, ভল্ট এপ্সটা uninstall হয়ে গেল, তখন কি আমি পুনরাই আমার ভিডিও গুলো ফিরে পাবো।
আশা করি ans দিবেন।।।।।
ধন্যবাদ।