♥♥আসসালামু আলাইকুম♥♥

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে অসাধারণ অ্যাপ নিয়ে হাজির হয়েছি যেটার মাধ্যমে আপনি যে কোন একটা নির্দিষ্ট সময় দিলে অটোমেটিক আপনার আইডিতে পোস্ট হয়ে যাবে।ধরুন আজকে রাত ১২.৩০ মিনিটের দিকে আইডিতে একটা পোস্ট করবেন ভাবছেন।কিন্তু যদি ঘুম ধরে সময় মত পোস্ট না করতে পারেন।তাই এই অ্যাপটিতে আপনার লিখিত পোস্ট এবং ছবি সহ সময়,তারিখ,দিয়ে সেভ করে রাখুন অটোমেটিক এই অ্যাপ পোস্ট করে দিবে সময়মত।আরও আছে এটি দিয়ে আপনি আপনার বন্ধুকে রাত ১২ টার সময় জন্মদিনের wish করতে পারবেন সঠিক সময়ে।আপনার অনুপস্থিতেও নির্দিষ্ট সময়ে ম্যাসেজ সেন্ট করে জানাবে।মনে করুন আজকে আপনার খুব কাছের বন্ধুর জন্মদিন কিন্তু এত রাত জেগে থাকা সম্ভব না তাই এই অ্যাপে তারিখ এবং সময় দিন।একদম সঠিক সময়ে উইস করার ম্যাসেজটি সেন্ট করবে।তো চলুন অনেক কথা বললাম আশা করি ক্লিয়ার হয়েছেন।আসল কাজে আসা যাক।

?সবার আগে দেখে নেয়া যাক এই অ্যাপ নিয়ে পোস্ট আছে কি না।আমি গুগলো সার্চ করে দেখলাম পোস্ট নাই তাই পোস্ট করলাম।আর আমি সার্চ করে পাইনা বলে পোস্ট করি কিন্তু তাও অনেকে বলে ওল্ড পোস্ট।আচ্ছা ভাই আমি তো সার্চ দিয়েই পোস্টটা করি।না আসলে আমার করার কিছুই নেই আর আমার সার্চ দিলে আসে না কেন একটু জানাবেন প্লিজ সার্চ দেয়ার কোন ভূল থাকলে প্লিজ জানাবেন।

?প্রথমে playstore চলে যান গিয়ে তারপর নিচে দেখানো Do it Later নামে অ্যাপটি সার্চ করে ডাউনলোড করুন।

?তারপর অ্যাপটি অপেন করুন অপেন করলে আপনার কাছে পারমিশন চাইতে পারে।পারমিশন চাইলে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

?তারপর যদি allow চায় তাহলে allow করে দিন।যতবার অ্যালাউ চাবে দিয়ে দিবেন।

?তারপর নিচের মত পেজ আসবে।সেখানে দেখানো মত + আইকনে ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে,সেখানে আপনি জিমেইল,টুইটার,ফেসবুক,ম্যাসেজে এ কাজ টা করতে পারবা সময় মত সঠিক কাজ করা।ম্যাসেজ অপশনে ক্লিক করুন।

?তারপর নিচের মত পেজ আসবে।প্রথম বক্সে মানে To বক্সে তার নাম্বার দিন।যার নাম্বারে যাবে ম্যাসেজটি তারপর আবার দেখানো + আইকনে ক্লিক করুন।

?তারপর নাম্বারটি অ্যাড হয়ে গেলে নিচের দেখানো মত মাঝ বক্সে কিছু লিখুন।যে লেখাটি সেন্ট হবে ওই নাম্বারে তারপর তারিখ দিন।তারপর সময়ের উপর ক্লিক করুন

?সময়ের উপর ক্লিক করলে নিচের মত আসবে সেখানে প্রথম অপশনে ক্লিক করুন।তারপর সময় টা সঠিক করে দিন কোন সময়ে সেন্ট হবে অটো ম্যাসেজটি।

?তারপর নিচের দেখানো মত আপনার মত করে সেটিংস করে নিন।কয়বার দিবেন,কোন সিম দিয়ে দিবেন।দিয়ে উপরের সাইটে Done লেখার উপর ক্লিক করুন।

?এখন দেখুন পেন্ডিং দেখাচ্ছে কারণ এখনো সেন্ট হয় নি ম্যাসেজটা সেন্ট হলে সাকসেস দেখাবে।

?এই দেখুন আমার সঠিক ভাবে ম্যাসেজ চলে এসেছে।আমি আপনাদের দেখানোর জন্য সময় কম দিয়েছি।

?বি:দ্রঃআপনার এই ভাবে বাকি গুলা ট্রাই করুন।আর পোস্টটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন।আর প্লিজ সবাই বলবেন আমার সার্চ করার কোন ভুল আছে কিনা।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

♥♥♥আল্লাহ হাফেজ

24 thoughts on "দারুন একটি অ্যাপ ফেসবুকে নির্দিষ্ট সময়ে পোস্ট,বা কারও জন্মদিনে একটি নির্দিষ্ট সময়ে অটো ম্যাসেজ করে wish করুন না দেখলে মিস।।"

  1. Ashraf uddin Author says:
    ফেসবুকে কেম্নে করে দেখালে ভালো হতো।
    সুন্দর পোস্ট।
    তবে প্রত্যেক পোস্টে স্কিনশুট ফলো করুন এটা আর ভালো লাগেনা।
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ Ashraf uddin ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

    2. MD Mizan Author Post Creator says:
      অনেক সোজা আছে ভাই পারবেন না পারলে জানাবেন।??
    3. Ashraf uddin Author says:
      আমিতো পারবো ভাই।
      কিন্তু অনেকে পারবে না।
      আর এটা দেখালে পোস্ট কিছুটা লম্বা হতো।
      ওকে।
    4. MD Mizan Author Post Creator says:
      সব কিছু যদি বলেই দেই তাহলে তারা শিখবে কিভাবে ভাই???
  2. Mahbub Pathan Author says:
    ভালো পোস্ট।
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ Mahbub pathan ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  3. Mojahid Author says:
    সুন্দর পোস্ট।।।
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ Mojahid ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

    2. Mojahid Author says:
      ✌✌
    3. MD Mizan Author Post Creator says:
      ???
  4. Sohan Subscriber says:
    tar phone number to wish kora jaba fb ta kevaba korbo
    1. MD Mizan Author Post Creator says:
      ভাই পুরো পোস্টটা পড়ুন ভালো করে।
  5. Abtahee Contributor says:
    Sundor post..
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ Abtahee ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ Fahad ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।?

  6. Mamun088 Contributor says:
    Nice post
    1. MD Mizan Author Post Creator says:
      ধন্যবাদ Mamun088 ভাই।

      পজিটিভ কমেন্ট করে লেখককে উৎসাহিত করার জন্য।

  7. Shariar Islam Author says:
    facebook এর অফিশিয়াল app এর মাধমেই তো এই কাজ করা যায়। তাহলে এই app কেনো ব্যাবহার করবো?
    1. MD Mizan Author Post Creator says:
      আপনি পুরো পোস্ট পড়েন নাই তার প্রমাণ?
  8. Prem✅ Contributor says:
    Wow! Amazing
  9. Menhajul Contributor says:
    Sms Er Auto Reply debe..Amon akta Trick post koren..

    Ai Post Ta O OnK valo Hoice..Carry on bro

Leave a Reply