আজকে আপনাদের সঙ্গে প্লে স্টোরের বহুল আলোচিত Anole launcher অ্যাপ সম্পর্কে বিস্তারিত রিভিউ করব। Anole Launcher দিয়ে দৈনন্দিন জীবনে যেসব গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারবেন তার একটি তালিকা আমি নিচে দিলাম।

—- ————————————————
► অ্যাপ্লিকেশন হাইড করতে পারবেন।
► গোপনীয় সেটিংস লক করতে পারবেন।
► প্যাটার্ন লক দিতে পারবেন।
► ডেস্কটপে ফ্রিজ করতে পারবেন।

► ফোন চিন্ততা মুক্ত ভাবে শেয়ার করতে পারবেন।
► ব্যাচ সরানো এবং আইকন সাজাতে পারবেন।
► ফন্ট সাইজ পরিবর্তন করতে পারবেন।
► প্রত্যেকের জন্য আলাদা অ্যাপ্লিকেশন নির্বাচন করতে পারবেন।
► গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশানগুলি সুরক্ষিত রাখতে পারবেন।
► লেআউট পরিবর্তন করতে পারবেন।
► মাল্টি-স্ক্রিন ব্রাউজিং।
► অনুসন্ধান বার থেকে অ্যাপ্লিকেশন অনুসন্ধান করতে পারবেন।
► আরো বৈশিষ্ট্য  আছে।

আশা করি উপরোক্ত বর্ণনা পড়ে Anole launcher সম্পর্কে অনেককিছু জেনেছেন। তবে সম্পূর্ণ রিভিউ পড়লে আরও অনেক কিছু জানতে পারবেন।

Anul launcher টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

অ্যাপ সাইজ মাত্র- 3.3 MB
# Anul launcher ডাউনলোড করার পরে যখন ইন্সটল করবেন। তারপর ওপেন করবেন।
অ্যাপটি ওপেন করার পরে আপনাদের দুইটি স্টেপে একটি প্যাটার্ন লক দিতে হবে।

তারপরে নিচের ছবির মত  পাসওয়ার্ড রিকভারি করার জন্য একটি ইমেইল দিতে হবে।

বিশেষ করে Anule launcher ক্ষেত্রে আর কোন সেটিংস নেই। তবে features ব্যবহার করার জন্য কিছু সেটিংস করতে হবে।

উপরের ছবির মত মোবাইলের হোম স্ক্রিনে যেকোন অ্যাপকে দীর্ঘক্ষন ট্যাপ করে রেখে এক ক্লিকে আনইন্সটল অথবা শেয়ার করতে পারবেন। এইরকম সুবিধা হয়তো অনেক মোবাইলে দেওয়া থাকে কিন্তু সব মোবাইলে এই সুবিধা পাওয়া যায় না। তবুও একটা কথা সব সময় চলে আসছে মোবাইল শেয়ার করা, তো চলুন এই বিষয়ে একটু বিস্তারিতভাবে কথা বলি যেটা এই লঞ্চারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফিচার।

#মোবাইল শেয়ার করা।

মোবাইল শেয়ার করা বলতে আমি যা বুঝাতে চাচ্ছি, আমাদের অনেক সময়  ফ্রেন্ড, রিলেটিভ, ফ্যামিলি মেম্বারদের মোবাইল দিতে হয় বিভিন্ন কাজের জন্য। তবে মোবাইল দেওয়ার পরে আমাদের একটি হতাশা থাকে তা হলো কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট বা কোন গোপনীয় ফাইল  দেখে ফেলার আশঙ্কা। এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মোবাইল কোম্পানি তাদের মোবাইলে ডিফল্ট ভাবেই এই সেটিংস টা দিয়ে রেখেছে। তবে  যাদের মোবাইলে সেটিংস নেই তারা এই লন্চার ব্যবহার করতে পারেন।
তাহলে এক নজরে দেখে নেওয়া যাক মোবাইল শেয়ার কিভাবে করতে পারবো।

 Anule Launcher ব্যবহার করার সময় যখন হোমস্ক্রিনে ডান দিক থেকে বাম দিকে একবার স্লাইড করবেন। তখন এই রকম একটা প্যাটার্ন বক্স আসবে। এখানে আপনি অ্যাপটি ওপেন করার সময় যেই পাটার্ন দিয়েছিলেন। সেই পাটার্ন দিয়ে  কনফার্ম  করুন।

 

প্যাটার্ণটি সঠিকভাবে দেওয়ার পরে আপনি শেয়ার অপশনে ক্লিক করুন।

 শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনি প্রথমে মানুষের মত একটা ছবি পাবেন। যেখানে ক্লিক করার পরে নিচের ছবির মত গ্যায়েস লিস্ট দেখতে পাবেন। সেখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি  যাকে মোবাইল দিতে চাচ্ছেন তার নাম লিখে সেট করুন।
 তারপর তাকে কোন কোন অ্যাপস ব্যবহার করার পারমিট দিতে চাচ্ছেন। তা সিলেক্ট করে শেয়ার অপশনে ক্লিক করুন।

দেখেন আমি অ্যাপ সিলেক্ট করার পরে যখন শেয়ার বাটনে ক্লিক করছি.। তারপরে আমি যে কয়টা অ্যাপ সিলেক্ট করছিলাম। তাছাড়া আমার মোবাইলে আর কোন অ্যাপ দেখানো হচ্ছে না। তার মানে আমি এই কয়টা ছাড়া আর কোন অ্যাপ ইউজ করতে পারবো না।
তাই বলা যায় আপনি যখন এই সেটিংস টা অন করে। আপনি কাউকে মোবাইল ধার দিবেন তখন আপনাকে কোন চিন্তা করতে হবে না কিছু হারাবার।

 উপরে এতক্ষণ দেখলাম কিভাবে মোবাইল শেয়ার করবেন এবং আপনি চিন্তা মুক্ত ভাবে কাউকে মোবাইল ধার দিবেন। এখন দেখব কিভাবে মোবাইল শেয়ার সেটিংস টা ডিজেবল করে আগের সমস্ত অ্যাপ আপনি ইউজ করতে পারবেন।
# এজন্য আপনাকে  Homescreen থেকে ডান থেকে বাম দিকে একবার স্লাইড করতে হবে। তারপর আপনার দেওয়া প্যাটার্ন লক টি দিয়ে যখন কনফার্ম করবেন। তখন আপনি আগের সমস্ত অ্যাপ ব্যবহার করতে পারবেন বা আগের মত ইউজ করতে পারবেন।

#অ্যাপ হাইড করা

 
 
 অ্যাপ হাইড করার জন্য আপনাকে homescreen থেকে বাম থেকে ডান দিকে একবার স্লাইড করতে হবে। তারপর আপনার প্যাটার্ন লক টি দিয়ে যখন কনফার্ম করবেন। তখন নিচের ছবির মত দেখতে পাবেন।
 উপরের ছবিতে  প্লাস(+) আইকনে  ক্লিক করে যে কয়টা অ্যাপ সিলেক্ট করবেন। সে কয়টা হাইড হয়ে যাবে। আশা করি এটা নিয়ে বেশী কিছু লেখার প্রয়োজন নেই।
# আপনারা দেখতে পাচ্ছেন, আমি এডসেন্স অ্যাপ হাইড করেছি। তাই হাইড করা apps পাওয়ার জন্য আপনারা এইখানে আসলেই হাইড করা সমস্ত অ্যাপ এইখানে পেয়ে যাবেন। যা এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন।
# এই অ্যাপসে  ছোট বড় আর অনেক সেটিংস রয়েছে। যা লিখতে গেলে আরো অনেক লেখার প্রয়োজন হবে। তাই আমি নিচে  একটি ভিডিও দিলাম যে ভিডিওটি আপনারা অবশ্যই একবার হলেও দেখবেন।

 

 আপনাদের কাছে আমার একটাই চাওয়া যদি পোস্টটি ভালো লেগে থাকে।তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন।

# চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

14 thoughts on "২০১৮ সালের সেরা লান্চার। যার কাজ দেখলে অবাক হবেন।"

  1. SH IMRAN Contributor says:
    app size koto?
  2. Nur Md Nirob Contributor says:
    ওছাম ৷ ভাই adsence এপছ টার কাজ কী ৷ রীভীউ চাই ৷
    1. এমডি সাকিব পি কে Author Post Creator says:
      ট্রাই করব।ধন্যবাদ
  3. Abuzar Contributor says:
    Download লিংক কাজ করে ন।?
    1. এমডি সাকিব পি কে Author Post Creator says:
      ঠিক করে দিছি।এখুন দেখেন।
  4. Admin & moderator vai amar post gula review koren….eto deri korcen keno???
    1. এমডি সাকিব পি কে Author Post Creator says:
      ভাই,
      ৩ টি ভালো পোষ্ট করে রিকুয়েস্ট দেন।
    2. Bro amar 2 Ta post publish hoice..
      Ami aro 4 Ta post korci pending e ace but pulish hoi nai
    3. Bro amar 2 Ta post publish hoice..
      Ami aro 4 Ta post korci pending e ace but pulish hoi nai?
  5. DeviLsDaDDy Contributor says:
    just sharing feature tai ache
    1. এমডি সাকিব পি কে Author Post Creator says:
      না।আরো অনেক ফিচার্স আছে।
    2. DeviLsDaDDy Contributor says:
      dhur mia

Leave a Reply