কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন, কারণটা হচ্ছে এখন ঈদুল ফিতর। ভাল না থাকার কোন কারনই থাকতে পারে না। আমিও ভাল আছি বেশ। কিছুদিন যাবৎ কোন টিউনই করা হচ্ছে না। ভাল কোন আইডিয়া পাচ্ছি না, আর একটু ব্যস্ততা। সে যাই হোক আজ চলে আসলাম অনেক মূল্যবান একটা টপিক নিয়ে। আশা করি সবার কাজে লাগবে।
আমরা প্রায়ই আমাদের পছন্দের অনেক Fonts মেমরিতে সেভ করে রাখি, কিন্তু কাজের সময় তার লিখা গুলো যাচাই করতে পারি না। তাই আজ একটি জনপ্রিয় Font Checker নিয়ে লিখব।
নিচের লিংক থেকে Install করে নিন।
এখন নিচের Screenshot গুলো অনুসরন করলেই হবে।
প্রথমে Apps টি অপেন করি ।
Grant Permission এ ক্লিক করে পারমিশন দিই।
এখন যে ফোল্ডারে ফন্ট গুলো আছে তা Setup করি।
এখন আপনার ফন্ট কোথায় রাখছেন সেখানে যান। আপনার ফোল্ডারে প্রবেশ করে সিলেক্ট করে দিন।
এখন আপনার ফন্টগুলো দেখতে পাবেন। একটি নির্দষ্ট ফন্টে ক্লিক করে দেখে নিতে পারবেন তার লিখার স্টাইল।
আপনি চাইলে আপনার ইচ্ছা মত আরও সেটিংস পাল্টে নিতে পারবেন।
আজ এ পর্যন্তই। যদি ভাল লাগে তাহলে একট ধন্যবাদ তো আশা করতে পারি। সবাই ভাল থাকবেন এবং অবশ্যই ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে!!!!
Screen Master from play store
amar 2 ta post publish hoyar por amake
trickbd admin author kore ni?