আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
পোস্টের বিষয়ঃ
? আজ দেখলাম এক বড় ভাই বললেন ওনাকে একজন ডিস্টার্ব করতেছে..উনি এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন এপ খুঁজতেছিলেন..আজকের এই পোস্টটি বিশেষ করে তার জন্যেই..আজকের এপটি কল বিষয়ক একটি এপ.. এই একটি এপেই আপনি বিভিন্নরকমের ফিচার পাবেন.. অনেকে হয়তো Call Record, Call Block, Reminder etc. ইত্যাদি কাজের জন্য আলাদা আলাদা App ব্যবহার করেন.. কিন্তু এই একটি App দিয়েই আপনি এই সবগুলা কাজ করার সাথে সাথে আরো অনেক কাজ করতে পারবেন… এটিকে কল বিষয়ক সব এপের মাস্টার বলা যেতে পারে.. তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এপটি ব্যবহার করবেন..
চলুন শুরু করা যাকঃ
প্রথমে নিচের লিংক থেকে App টি install করে নিন..
App Name : CallApp Contacts
App Size : 19.93 MB ?
এটি ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে Sign Up করতে হবে.. শুধুমাত্র এই Sign Up করার সময় Internet Connection লাগবে.. আর একবার Sign Up করার পর আপনারা Offline এ App টি ব্যবহার করতে পারবেন..
আপনারা Facebook, Google অথবা Phone Number দিয়ে Sign Up করতে পারবেন.. আমি Phone Number দিয়ে Sign Up করে দেখাচ্ছি.. Phone Number দিয়া Sign Up করতে “SIGN UP WITH PHONE NUMBER” এ ক্লিক করবেন..
Number দিয়ে “Next” এ ক্লিক করবেন..
আপনার সিমে Message এ একটা Code আসবে.. Code টি এখানে লিখে “Continue” করবেন..
দুটো Option আসবে.. Ok এবং Skip.. “Skip” এ ক্লিক করবেন..ভুলে Ss এ Ok মার্ক করে দিয়েছি.. Ok করলেও সমস্যা নাই..
1 নাম্বারে কল রেকর্ড দেখতে পারবেন..
2 নাম্বারে বিভিন্ন থীম পাবেন..
3 নাম্বারে “Block List” পাবেন..
4 নাম্বারে Call Log দেখতে পাবেন..
5 নাম্বারে নতুন নাম্বার ক্রিয়েট করা, ডুপ্লিকেট নাম্বার থাকলে সেগুলো একটা বানানো ইত্যাদি করতে পারবেন..
6 নাম্বারে মেন্যু পাবেন..
1 নাম্বারে আপনি আপনার প্রোফাইল Edit করতে পারবেন..
2 নাম্বারে Call Reminders Set করতে পারবেন.. কোন নাম্বারের Reminder Set করে রাখলে নির্দিষ্ট সময়ে আপনাকে মনে করিয়ে দিবে কল করার কথা..
3 নাম্বারে আপনি Notes রাখতে পারবেন..এখানে আপনি যেকোন নাম্বারের সাথে Note রাখতে পারবেন..
4 নাম্বারে সেটিংস পাবেন..
Settings এ আপনি অনেক Option পাবেন.. আপনারা এগুলো ঘাটাঘাটি করে কাস্টমাইজ করে নিবেন.. Call Revorde চালু করতে Recorder এ ক্লিক করবেন..
Manual Record করতে চাইলে প্রথম এবং Auto Record করতে চাইলে দ্বিতীয় Option সিলেক্ট করবে..আরো কয়েকটি Option আছে..
প্রথমেই বলেছিলাম Call Blocker কোথায় পাবেন..Call Blocker থেকে আপনারা যে নাম্বার Block করতে চান সেটা সেট করতা পারেন.. এজন্য “Add New Entry” তে ক্লিক করলে তিনটা Option পাবেন নাম্বায Add করার.. Call Block এর আরো Options পেতে “Advanced” এ ক্লিক করবেন..
যদি Unknown Numbers এর Call Block করতে চান তাহলে “Not in Contacts” Option টা enable করে দিবেন..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ
18 thoughts on "মাত্র একটি App দিয়েই Call সংক্রান্ত সকল Tools ব্যবহার করুন… Call Record, Call Block, Reminder, Notes etc.."