Aurora Store – প্লে স্টোর এর alternative open source অ্যাপ স্টোর
App টা ওপেন করলেই আপনি কিছুটা প্লে স্টোর এর মত একটা সুন্দর UI দেখতে পাবেন, এবং আপনাকে লগিন করতে হবে। লগিন করার ক্ষেত্রে আপনি আপনার অরিজিনাল প্লে স্টোর এ যে গুগল একাউন্ট ইউজ করতেন সেটা ইউজ করতে পারবেন, যদি তা না চান aurora store এর নিজস্ব একাউন্ট দিয়ে অটোমেটিক লগিন করতে পারবেন। এবং আপনি app ইউজ এর জন্য পুরোপুরি রেডি।
ওপেন হওয়ার পর প্লে স্টোর এর মত কার্ড টাইপ app সাজেশন দেখতে পাবেন। প্লে স্টোরের মতোই ক্যাটাগরি দেখতে পাবেন।
আপনি যে app টা ডাউনলোড করতে চান তার ভেতরে ঢুকলে প্লে স্টোরে যে যে ইনফো দেখতে পেতেন তার সবই দেখতে পাবেন। অর্থাৎ সাইজ, রেটিং, ক্যাটাগরি, ডেসক্রিপশন, স্ক্রিনশট সবকিছুই।
এমনকি প্লে স্টোরের রিভিউ গুলাও আপনি এই app এর মধ্যে দেখতে পারবেন।
ইন্সটল করা সমস্ত app আপডেট করতে পারবেন। প্লে স্টোর এর মতোই আলাদা একটা ট্যাব পাবেন apps গুলা আপডেট করার জন্য।
প্লে স্টোরে যেমন রয়েছে প্লে প্রটেক্ট তেমনি অরোরা স্টোরে পাবেন Auror protect, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন কোন app এ কি কি tracker দেয়া আছে। সেগুলা dangerous নাকি safe.
এছাড়া আরো অন্যান ইনফো যেমন লাস্ট update date, size, gsm ডিপেন্ডেন্ট কিনা, ad আছে কিনা, app পারমিশন অর্থাৎ প্লে স্টোর এ যে যে ইনফো দেখায় তার সবই আপনি দেখতে পারবেন এই app এর মাধ্যমে।
Last but not the least, আপনি অরোরা স্টোর customize করতে পারবেন প্রি ইন্সটল তিনটি থিমের মাদ্ধমে। সিমের এমবি দিয়ে এপপ্স এর প্রিভিউ স্ক্রিনশট লোড হবে কিনা তা কন্ট্রোল করতে পারবেন। যেটা আপনার সিমের এমবি অনেক সেভ করবে। আবার ইচ্ছা করলে আপনি আপনার ডিভাইস স্পুফ করে অন্য ডিভাইস হিসেবে ও ইউজ করতে পারবেন। (যারা স্পুফ কি জিনিস তা জানেন না তাদের জন্য এইটা চেন্জ না করায় ভালো)
এতক্ষন ধরে আলোচনা করলাম অরোরা স্টোরের usability নিয়ে। এবার চলুন দেখে আসি এক নজরে এর কিছু সুবিধা আর অসুবিধা গুলা:
সুবিধা:
? Aurora store ব্যবহার করার জন্য আপনার গুগল প্লে সার্ভিস, গুগল একাউন্ট ম্যানেজার, গুগল ব্যাকআপ অর্থাৎ প্লে স্টোর/গুগল রিলেটেড কোনো এপপ্স এরই প্রয়োজন হবে না। আপনি ইচ্ছা করলে এই সমস্ত এপপ্স disable/delete করে দিতে পারেন। তাতে aurora store ইউজে কোনো প্রবলেম হবে না।
? Aurora store এর অন্যান app store এর মত নিজস্ব দুর্বল ডাউনলোড ম্যানেজার নেই, এইটা আপনার ডিফল্ট ডাউনলোড ম্যানেজার ইউজ করে(প্লে স্টোর থেকে ডাউনলোড দিলেও একই ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড হয়) কাজেই ডাউনলোড failed/error আসার চান্স কম।
? Aurora store একটা open source app, কাজেই যারা প্রাইভেসি নিয়ে কিছুটা কনসার্ন তাদের জন্য বলি এই app ইউজ করা পুরোপুরি safe.
? Aurora store এর সাইজ মাত্র ৩ এমবি এর মত। কিন্তু feature, usability দিক থেকে চিন্তা করলে প্লে স্টোর এর প্রায় সব ফিচারই পাবেন, যেখানে প্লে স্টোর ইউজ করতে গেলে ৫০০এমবি এর বেশি জায়গা ফোনে ফাঁকা থাকতে হবে।
? Aurora store সময়ে-অসময়ে প্লে স্টোর এর মত আপনার মূল্যবান এমবি consume করবে না।
অসুবিধা:
? Aurora store এখনো বেটা লেভেলে আছে। কাজেই কিছু bug ফেস করতে পারেন। যদিও আমি কোনো বাগ নোটিস করিনি এখনো।
? প্লে স্টোরের এর অন্যতম সুবিধা হচ্ছে delta update, অর্থাৎ কোনো app এর update আসলে পুরো apk টা দিতে হয় না। যতটুকু আপডেট সাইজ অতটুকু এমবি দরকার হয়। এই ফিচার টা অরোরা স্টোরে থাকলেও কাজ করে বলে মনে হয় না।
? কোনো app কিনতে পারবেন না, অরোরা স্টোরের মাদ্ধমে। paid app গুলার ক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে redirect করে নিয়ে যাবে।
Download link:
Download From F-Droid
Official XDA link:
Get official support & Latest Update of Aurora Store
? আমি F-Droid এর ভার্শন এ কিছু বাগ ফেস করতেছিলাম, তাই XDA লিংক থেকে ডাউনলোড এর recommend করবো।
? মূলত এইটা Yalp store এর উপর বেসড করে বানানো, তাই কারও যদি কাস্টমাইজেশন বা অতিরিক্ত ফিচার দরকার না হয় বা যারা সিম্পল জিনিস পছন্দ করেন তাহলে Yalp store টা ট্রাই করে দেখতে পারেন।
৩ এমবির ছোট্ট একটা app এর অনেক বড় রিভিউ দিয়ে ফেললাম। ট্রিকবিডি তে এইটা প্রথম পোস্ট, এইজন্য যতটা পারছি বিস্তারিত আর গুছিয়ে লেখার চেষ্টা করছি।
ধন্যবাদ সবাইকে রিভিউ টা পড়ার জন্য। ✌
কিন্তু এই App টা ইউজ করলে সে ঝামেলা থেকে মুক্তি পাবেন। প্লে সার্ভিস, প্লে স্টোর সব এপপ্স এর ব্যাকগ্রাউন্ড ডাটা চিরতরে রেসট্রিক্ট করে দিতে পারবেন।
Just Carry On.
আপনি দারুন দারুন পোস্ট করতেছেন-
চালিয়ে যান???
#XDA থেকে ডাউনলোড হচ্ছেনা।ফেইল হচ্ছে!
প্লীজ?
https://androidfilehost.com/?w=files&flid=275476
ড্রাইভ লিংক দিন প্লৃীজ
Plz janle ektu Janaben