আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গান লিখেন এবং নিজের গান নিজেই রেকর্ড করতে চান, কিন্তু অনেকেই গানের টিউন বানাতে পারেন না যার কারণে তাদের এই ইচ্ছে’টা অপূর্ণই থেকে যায়। এরকম অনেক অ্যাপ আছে যেখানে গিটার, পিয়ানো, বাশি ইত্যাদি ব্যবহার করে টিউন কম্পোজ করা যায়, কিন্তু সবাই তো এসব বাজাতে অভিজ্ঞ নয়! তাই আজ আমি আপনাদের এমন অ্যান্ড্রয়েড অ্যাপ-এর রিভিউ দিতে চলেছি যার মাধ্যমে আপনারা মুখ দিয়ে টিউন গাওয়ার মাধ্যমে অনেক সহজেই আপনার গানের জন্য টিউন কম্পোজ করতে পারবেন। তাহলে শুরু করা যাক!
HumOn অ্যান্ড্রয়েড অ্যাপ
অ্যাপ-এর নামঃ HumOn
অ্যাপ সাইজঃ
37.9 MB
অ্যাপ ডেভেলপারঃ
COOLJAMM Company
সাপোর্টেড অ্যান্ড্রয়েড ভার্সনঃ অ্যান্ড্রয়েড ভার্সন ৪.৪ অথবা উচ্চতর
অফিশিয়াল ওয়েবসাইটঃ Hum-On.Com
Google Playstore থেকে ডাউনলোড করুন
ApkPure থেকে ডাউনলোড করুন
বিশেষত্ব সমূহ
• গান শেখার কোনো প্রয়োজন নেই।
• বাদ্যযন্ত্র বাজনোর কোনো প্রয়োজন নেই।
• কোনোরকম আধুনিক যন্ত্রের প্রয়োজন নেই।
স্ক্রিনশট সমূহ
(ApkPure হতে সংগৃহীত)
আশা করছি এই অ্যাপ’টির মাধ্যমে আপনি আপনার গানের জন্য নিজের মনের মতো টিউন কম্পোজ করতে সক্ষম হবেন।
যেকোনো প্রয়োজনে, আপনার পাশে!
ফেসবুকে আমিঃ facebook.com/iProkashSingha
টুইটারে আমিঃ twitter.com/iProkashSingha
11 thoughts on "এবার নিজেই কম্পোজ করুন নিজের গানের জন্য মনের মতো টিউন!"