হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি অ্যাপ শেয়ার করার জন্য চলে এলাম। অ্যাপটি সাধারণ একটি অ্যাপ হলেও এটি কিন্তু অনেক ভালো একটি অ্যাপ। যারা অনলাইনে নিউজ বা খবর পড়েন তারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। অ্যাপটির নাম “আজকের খবর” “Ajker Khobor”। অ্যাপটি অনেক ফাস্ট লোডিং নেয়। কোন ঝামেলা ছাড়াই আপনি পড়তে পারবেন মোট ১২ টি বাংলা নিউজ পেপার, যেগুলো মূলত কম বেশি সবাই পড়ে থাকে।
তো চলুন আগে দেখে নেই এই অ্যাপে আপনি কোন কোন নিউজপেপার পড়তে পারবেনঃ
১. প্রথম আলো।
২. নয়া দিগন্ত।
৩. বাংলাদেশ প্রতিদিন।
৪. ইনকিলাব।
৫. মানবকন্ঠ।
৬. ইত্তেফাক।
৭. যুগান্তর।
৮. সময়।
১০. মানবজমিন।
১১. কালের কন্ঠ।
১২. বণিক বার্তা।
চলুন এবার অ্যাপটির কিছু ছবি দেখে নেয়া যাকঃ
অ্যাপটির সুবিধাঃ
* এই অ্যাপটি আপনার ব্রাউজিং ডাটা ধরে রাখে যাতে পরবর্তী সময় লোড খুব ধ্রুত নিতে পারে।
* অ্যাপটি আপনার ডাটা সেইভ করতে সক্ষম। কম এম.বি খরচেই চলতে থাকবে।
* কোন পপআপ অ্যাড নেই
* আরো আছে ব্যাক, রিলোড এবং ফরওয়ার্ড বাটন।
অ্যাপটি ভালো লাগলে নিচের লিংকে ক্লিক করে প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং আপনার মূল্যবান রেটিং দিন।
11 thoughts on "Android News App Review – Ajker Khobor অন্যরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিউজ পড়ার জন্য।"