নমস্কার,
ট্রিকবিডিতে আপনাদের স্বাগতম জানাই। আমাদের আজকের বিষয় হলো ছবিতে SHOT ON XIAOMI/MI এইরকম লোগো বসানো। তো চলুন শুরু করা যাক
.
প্রথমেই বলছি এটি কোন ক্যামেরা অ্যাপ নয়
.
বর্তমানে বাজারে CONFIGURATION এর উপর ভিত্তি করে XIAOMI এক অনন্য প্রতিষ্ঠান। মূলত মিড রেন্জ এর প্রতিযোগীতায় XIAOMI গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। যেহেতু এটি মিড রেন্জ কিলার, তাই অল্প বাজেটের ফোন যারা ইউজ করেন তাদের কাছে সেগুলোর দাম আকাশছোঁয়া। তাই তাদের কথা চিন্তা করেই আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি এমন এক অ্যাপের সাথে যেটি SHOT ON MI বা এইরকম LOGO ছবিতে বসিয়ে দেয়। এটি কোন ক্যামেরা অ্যাপ নয়। এটি শুধুমাত্র ছবিতে একটি লোগো লাগিয়ে দেয় । তো চলুন শুরু করি ✌✌
.
প্রথমেই GOOGLE PLAY STORE এ সার্চ দিন SHOT ON MI BY CHIRAG …প্রথমেই ORANGE কালারের যে অ্যাপটি আছে সেটি ইনষ্টল করুন।
.
এরপর নিন্মে উল্লিখিত ধাপগুলো অনুসরন করুন করুন
দেখুন এখানে বিভিন্ন লোগো আছে। যেমন LG,VIVO ইত্যাদি। পছন্দ অনুযায়ী বাছুন
দেখুন YOUR NAME এ। সেখানে নিজের নাম দিন। যেমন: TRICKBD
advanced এ গিয়ে কাস্টমাইজ করুন
এবার নিচে কিছু নমুনা
.
প্রয়োজনে আমি
4 thoughts on "যেকোন ফোন থেকেই শট নিয়ে XIAOMI এর স্টাম্প লোগো বসান!!! [Hot]"