আসসালামু আলাইকুম
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি অ্যাপ যার মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিনকে করতে পারবেন সম্পূর্ণ Samsung Galaxy Edge S9 এর মতো।
এর আগে আমি একটি পোষ্ট করেছলাম যে কিভাবে নিজের মোবাইলের নোটিফিকেশন প্যানেল কে Android P এর মতো করতে পারেন। যদি না দেখে থাকেব তাহলে নিচের লিংক এ ক্লিক করে দেখে নিন।
আপনার মোবাইলের নোটিফিকেশন প্যানেল কে করে নিন Android P এর মতো মাত্র ২ এম্বির একটি অ্যাপ দিয়ে।
তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
প্রথমে নিচের লিংক এ ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন।
click here to download
ডাউনলোড করে ওপেন করুণ তার পর Edge Service অপশন টি অন করে দিন।
তার পর দেখুন নিচের স্ক্রিনশট এর মতো আপনার মোবাইলে ও একটি বার দেখা যাচ্ছে, সেখানে ধরে আলতো করে বা দিকে টান দিন।
এখনা থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাপ রাখতে পারেন। আবার টান দিলে আপনার কন্টাক্ট এবং তার পর আবার টান দিলে নিচের স্ক্রিনশট এর মতো কয়েকটা আইকন দেখাবে
তো এর সবচেয়ে বড় গুড সাইড হচ্ছে আপনি যেকোন অ্যাপ এর ভিতর থাকলেও আপনি অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন কোন বাটন ব্যবহার না করে।
তো আশা করি সবাই বুঝেছেন কিভাবে কি করতে হয়। তারপরো যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করবেন। আশা করি আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে।
তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ 🙂
Post update
Post update