ট্রিকবিডি এর পক্ষ থেকে সবাইকে জানাই অান্তরিক ভালোবাসা।আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন একটি অ্যাপ যেটা বেকারদের জন্য অতি প্রয়োজনীয় একটি অ্যাপ

অ্যাপটির নাম Chakrir khobor

সবার আগে প্রতিদিনের বিভিন্ন পত্রিকা এবং অনলাইনে প্রকাশিত সরকারি-বেসরকারি সব ধরনের চাকরির খবর, সাপ্তাহিক চাকরির পত্রিকা, আবেদনের নিয়ম, আবেদন ফরম সহ নিয়োগ সংক্রান্ত সকল তথ্য নিয়ে এই আপস।

? সংক্ষিপ্ত বৈশিষ্ট্য

☞ দৈনিক পত্রিকা এবং অনলাইনে প্রকাশিত প্রতিদিনের চাকরির বিজ্ঞপ্তি
☞ পরীক্ষা সময়সূচী এবং ফলাফল সহ পরীক্ষা সংক্রান্ত সকল নোটিশ
☞ সাপ্তাহিক চাকরির পত্রিকা ( HD Picture এবং PDF আকারে)
☞ আবেদনের ফরম ডাউনলোড এবং চালান/ব্যাংক ড্রাফ্‌ট ফরম পূরণ ও আবেদনের নিয়ম এবং অনলাইনে আবেদনের ঠিকানা
☞ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক সকল তথ্য
☞ Favorite (Bookmark) systemঃ এর মাধ্যমে আপনি আপনার পছন্দের বিজ্ঞপ্তি, নোটিশ, চাকরির প্রস্তুতি সহায়ক বিভিন্ন বিষয় Save করে রাখতে পারবেন।

? বৈশিষ্ট্য

? নতুন এবং গুরুত্বপূর্ণ চাকরির খবর এর “Notification”
এর মাধ্যমে আপনি আপস ওপেন না করেই আপনার মোবাইলের Notification বার এ জানতে পারবেন গুরুত্বপূর্ণ চাকরির খবর এবং পরীক্ষার নোটিশ

? কমেন্ট সিস্টেম
প্রতিটি বিজ্ঞপ্তির নিচে কমেন্ট করার অপশন আছে, ওই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন/জিজ্ঞাসা/সমস্যা/তথ্য জানার থাকে তাহলে আপনি কমেন্ট করলে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব।

☞ এছাড়াও মেনুবারে আলাদাভাবে কমেন্ট করার অপশন পাবেন, সেখানে আপনি নিয়োগ সংক্রান্ত যে কোন প্রশ্ন করতে পারবেন।

? Job Age Calculator
চাকরির বয়স বের করার ক্যালকুলেটর। চাকরির আবেদনের ক্ষেত্রে অনেক সময় বয়স বের করতে হয়। এই Job Age Calculator এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত বয়স বের করতে পারবেন।

≣ জব ক্যাটাগরি
বিজ্ঞপ্তিগুলো সহজে খুজে পাবার জন্য ক্যাটাগরি করা আছে। নিচে কিছু ক্যাটাগরি উল্লেখ করা হল।

➲ সরকারি চাকরি
➲ ব্যাংক জব

➲ এনজিও
➲ শিক্ষক নিয়োগ
➲ মার্কেটিং / সেলস
➲ রেলওয়ে জব
➲ ডিফেন্স এ চাকরি
➲ সাপ্তাহিক চাকরির পত্রিকা
➲ অন্যন্য বেসরকারি চাকরি
Special Job Category:
➲ Hot Jobs
➲ Date Wise Jobs
➲ Part Time Jobs
➲ Under Graduate Jobs
➲ Graduates Jobs
➲ Post Graduate Jobs

? প্রতিদিনের তথ্য
বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানমূলক তথ্য

?️ অনুবাদ চর্চা
দৈনিক ইংরেজি ও বাংলা পত্রিকার গুরুত্বপূর্ণ Article এর Vocabulary ও অনুবাদ।

ℹ️ সাম্প্রতিক তথ্য
বিভিন্ন পত্রিকা ও অন্যান্য উৎস থেকে চলমান বাংলাদেশ এবং বিশ্বের সাম্প্রতিক তথ্য।

? ক্যারিয়ার গাইড
চাকরির পরীক্ষা সহায়ক বিভিন্ন তথ্য এবং Article এবং পরামর্শ।

? ডাউনলোড জোন
চাকরির প্রস্তুতির জন্য বিভিন্ন প্রকাশনীর বই এবং অনলাইনে প্রকাশিত সকল বিষয়ের তথ্যের PDF। প্রায় ১০০ GB+ প্রয়োজনীয় সকল বই নিয়ে এর ক্যাটাগরি।

? ইন্টারভিউ টিপস
ইন্টারভিউ এর জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেই সকল বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ।

? ভাইভা অভিজ্ঞতা
চাকরির ভাইভাতে কিধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয় সেই সকল তথ্য নিয়ে এই ক্যাটাগরি। বিসিএস, ব্যাংক সহ অন্যান্য নিয়োগ ভাইভা অভিজ্ঞতা এখানে পাবেন।

❓ প্রশ্ন ব্যাংক এবং NTRCA প্রশ্ন ব্যাংক
নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন এবং সমাধান। এছাড়াও প্রতিনিয়ত যে সকল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় তার প্রশ্ন-সমাধান।

✍️ মডেল টেস্ট
নিজেকে নিয়োগ পরীক্ষার উপযোগী করে গড়ে তোলার জন্য অনুশীলনের বিকল্প নেই। এই ক্যাটাগরিতে “ব্যাখ্যা সহ” মডেল টেস্ট পাবেন। ( With timer এবং Without timer আপনার পছন্দ মত মডেল টেস্ট দিতে পারবেন)

☞ চাকরি বিষয়ক পরামর্শ সহ আরো অনেক কিছু..

আপ ডাউনলোড লিংক
google drive

link 2

অ্যাপের স্ক্রিনশট



ধন্যবাদ

19 thoughts on "বেকারদের একমাত্র সঙ্গী অ্যাপ ও চাকরি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।"

  1. প্রথমেই ধন্যবাদ জানাই ভাইয়া কে।
    এত বড় করে ও ভালো করে এপ এর রিভিও করার জন্য।
    প্রশ্ন হলো:- এপ টা কি আপনি ডেভলোপ করেছেন।।
    আশা করি উত্তর পাব।।।
    ধন্যবাদ????
    1. palash_mentor Contributor Post Creator says:
      ধন্যবাদ কমেন্ট করার জন্য।অ্যাপটা আমার না।আমি গুগল করে পেয়েছিলাম।অ্যাপটা আমার অনেক কাজে দেয়।এজন্য শেয়ার করলাম।ধন্যবাদ
    1. palash_mentor Contributor Post Creator says:
      ধন্যবাদ
    1. palash_mentor Contributor Post Creator says:
      দেয়াই আছে
    1. palash_mentor Contributor Post Creator says:
      ধন্যবাদ
  2. Ajidur Rahman Subscriber says:
    অামি এই এপ্স নিয়ে পোস্ট করেছি,,,ডাউনলোড লিংক সবকিছু দিয়েছি,,,কিন্তু দু:খের বিষয় ট্রিকবিডি এটি এখনো পাবলিশ করেনি???
  3. Ahmed ShahriaR Contributor says:
    Zara chakri kujteche tader sabar kacei ei apps ta ace.
    1. palash_mentor Contributor Post Creator says:
      সবার কাছে নাও থাকতে পারে
  4. ar.ashik Contributor says:
    Tnx bro✋✋✋✋
  5. Imran Natore Author says:
    eta ki real information dey bro?
    1. palash_mentor Contributor Post Creator says:
      জ্বী ১০০%
    1. palash_mentor Contributor Post Creator says:
      Welcome

Leave a Reply