◇◇ বিভিন্ন Flags ব্যাবহার করে Google Chrome(একটি ইন্টারনেট ব্রাউজার) কে আরো সহজ ও ইউনিক ভাবে ব্যাবহার করা যেতে পারে◇◇
Google Chrome যে একটি পাওয়ারফুল ব্রাউজার তা আর বলার অবকাস রাখে না…কম বেশি সবাই এটা ব্যাবহার করে তাছারা বেশিরভাগ ফোনেই এইটা প্রি-ইন্সটল থাকে
Google Chrome এর প্রচুর ডেভেলপমেন্ট হয় আর সব সুবিধা সরাসরি পাওয়া যায় না তাদের নির্দিস্ট লিংক (Chrome://flags) এ গিয়ে এনাবেল/একটিভ করে নিতে হয়
আজকে ৬ টি Flags এর কথা বলব আর সামান্য বর্ননা করব
◇◇ 6 Flags Of Google Chrome ◇◇
1• Add Download manager/Change download location
2•Add Home Button (May have already been)
3•Material design/modern ui (Maybe you already know)
4• Custom Context Menu
5• Increase Download Speed
6• Modern Media control like official youtube
◇◇ Little Discussion ◇◇
1• Add Download manager/Change location
এইটা খুবই দরকারি একটি ফ্ল্যাগস সাধারনত আমরা কোন কিছু Download করতে গেলে তার আগে একটি পপ-আপ উইন্ডো দেখায় যেখানে Confermation এবং File এর Size দেওয়া থাকে
তবে সেটা অন্য কোন ব্রাউজারের ক্ষেত্রে ক্রোম এর ক্ষেত্রে নয়
Google Chrome এ কোন Confermation ছারাই ফাইল ডাউনলোড শূরু করে দেয় যেটা আসলেই রিতিমত বিরক্তিকর একটা জিনিস
তো আমরা একটি Flag এর মাধ্যমে সেটা Enable করে নিতে পারবো
উদাহরনসরূপ হিসেবে এইরকম দেখাবে:
পরে √ টি উঠিয়ে দিবেন তা নাহলে পরবর্তীতে হয়তো Confermation দিবে না
আর তাছারা আপনি Download location ও Change করতে পারবেন যা আগে করা সম্ভব ছিল না
LINK⇨ chrome://flags/#enable-downloads-location-change
2• Add Home Button
Home Button হয়ত অনেকর আগে থেকেই থাকতে পারে
তবে সব মোবাইলে আগে থেকে থাকে না
তারা চাইলে একটিভ করে নিতে পারেন কারন এইটা অবস্যই দরকার
উদাহরন সরূপ আমার আগে ছিল না ☟
তারপর Home Button একটিভ করার পর
যায়গা মত চলে এসেছে
LINK⇨ chrome://flags/#force-enable-home-page-button
3• Material Design বা Modern UI
শুধুমাত্র এইটা নিয়ে একটা পোস্ট হয়েছে তাই হয়ত অনেকে আগেই জানতে পারেন তারা এই পয়েন্ট টা স্কিপ করতে পারেন
Modern Ui টা হলো আপনি যে ওয়েবসাইটে থাকবেন তার উপরের কালারের সাথে Status Bar টাও কালার হয়ে যাবে যেটা অনেক সুন্দর দেখায়
point 2 এর স্ক্রিনস্ট ২ টা দেখলেই বুজতে পারবেন
আশা কারি 🙂
LINK⇨ chrome://flags/#enable-chrome-modern-design
4• Custom Context Menu
এইটা সম্পর্কে কি বলবো এইটা আসলে images রিলেটেড
বলতে গেলে image রিলেটেড ও না
আপনি যখন কোন ইমেজ এর উপর চেপে দরবেন তখন শুধুমাত্র ঐ ইমেজটির কিছু অপসেন্স দেখাবে ডাউনলোড করার জন্য
আর যখন এই ফ্লাগস টি অন থাকবে তখন কোন ইমেজ এর উপর চেপে দরলে ইমেজ প্লাস ওয়েব পেজের ডিটেইলস দেখাবে
উইন্ডো আকারে তাছারা কোন লিংক এ চেপে দরলেও দেখাবে
বুজাতে পারলাম না হয়তো আচ্ছা দেখে নেওয়া যাক
দেখতে পারছেন হয়তো ইমেজ এবং লিংক এর জন্য দুটি উইন্ডো
এ ফ্লাগস টি এক্টিভ করার আগে দেখে নিয়েন এরকম টা হয় নাকি?
Link⇨ chrome://flags/#enable-custom-context-menu
5• Increase Download Speed
হে এটা সত্য এই Flags টি একটিভ করার পর আসলেই ইন্টারনেট এর ডাউনলোড স্পিড অনেকটা বেড়ে যাবে যা রিতিমত ইনক্রেডিবল তাই একটিভ করার আগে পরীক্ষাসরূপ কিছু ডাউনলোড করে দেখবেন
আমার ফোনের জন্য 1.3 gb সাইজের একটা কাস্টম রম নামিয়েছিলাম যেটা Download হতে সময় নিয়েছিল (6 মিনিট –)
মানে 6 মিনিটের কম
Sim: Robi
Place :lakshmipur,Chittagong
Data Network Type: LTE(4G)
আসা করা যায় 3G নেটওয়ার্কেও কোন ব্যাতিক্রম হবে না
link⇨ chrome://flags/#enable-parallel-downloading
6• Media Control
এটি বিশেষ কিছু নয় আমরা যখন অফিসিয়াল Youtube ব্যাবহার করি তখন সামনে টানার জন্য (forward ) এবং পিছনে টানার জন্য (backward) করার জন্য স্ক্রিনে ডাবল টেপ করে থাকি যা ১০ সেকেন্ড করে স্কিপ করে
তো Flags টি একটিভ করার পর ঠিক এই সুবিধাটাই Google Chrome এ পাবেন যখন কোন ভিডিও দেখবেন
ওয়েব সাইটের বাইল্ট-ইন প্লেয়ার বাদে
Link⇨ chrome://flags/#enable-modern-media-controls
Notice: এখন যদি আপনি Chrome দিয়ে Trickbd ভিজিট করে থাকেন তাহলে প্রতিটা Flags সরাসরি লিংক এ গিয়ে “Enable” করে নিতে হবে অথবা chrome://flags এ গিয়ে সবার উপরে দেওয়া পয়েন্ট গুলো লিখে Search করেও পাওয়া যাবে
(কোন কারনে লিংক কাজ করছে না তো এখন লিংক এর উপর হোল্ড করে “Copy Link Text” করে Chrome এর Adress Bar এ বসিয়ে কাজ টি করতে হবে)
প্রথম অবস্থায় সবই Default থাকবে তারপর সবগুলো Flags বের করে Enable করে Google Chrome রি-অপেন করলেই সব একটিভ হয়ে যাবে
হতে পারে এগুলো সম্পর্কে সবাই আগে থেকেই জেনে থাকতে পারে তবে আমি আশাবাদি অন্তত একজন হলেও থাকবে যে হয়তো আগে থেকে জানে না মূলত তাকে উদ্দেশ্য করেই পোস্ট করা
আরো ৪-৫ দিন/১ সপ্তাহ অপেক্ষা করুন।
Apni cinen?