আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন।

টাইটেল দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। কিন্ত সত্যিই আপনার মোবাইল ফোন দিয়ে একটি অ্যাপ ব্যবহার করে ৯৯.৯৯% অ্যাকুরেট দৈর্ঘ্য মাপতে পারবেন।

App name : SizeUp
App Size: 55.67 MB (সাইজ একটু বেশি)
Minimum Android: v4.0.3
Download Links:
Google Play
তো দেখে নিন কিভাবে কাজ করতে হয়:

১। প্রথমে অ্যাপটি ইন্সটল করুন এবং ওপেন করুন।
২। যে জিনিসের দৈর্ঘ্য মাপবেন তার ১-২ ইঞ্চি উপরে ফোন ধরে START বাটনে ক্লিক করুন।

৩। যে পর্যন্ত দৈর্ঘ্য মাপবেন,সে পর্যন্ত ফোন ড্র্যাগ করে নিয়ে যান। অর্থাৎ, ফোন টেনে গন্তব্য পর্যন্ত নিয়ে যান। তারপর STOP বাটন চাপুন।

৪। দেখুন দূরত্ব / Length দেখাচ্ছে।বিশ্বাস না হলে রুলার দিয়ে মেপে দেখুন।

উপকারিতা:
মনে করুন, আপনি বাইরে আছেন বা ফার্নিচার কিনবেন।কিন্তু সাথে রুলার নেই, তখন এই অ্যাপ দিয়ে দৈর্ঘ্য মেপে দেখতে পারবেন, তা আপনার ঘরে আটবে কিনা।
ধন্যবাদ। আজ এ পর্যন্তই।
***Stay Connected with TrickBD***
*****Good Bye!*****

One thought on "[Hot Post] এবার কোন রুলার বা স্কেল ছাড়াই যেকোনো কিছুর সাইজ বা দৈর্ঘ্য মাপুন একটি অ্যাপ দিয়েই! (Android & Iphone)"

  1. rdxboyrd Contributor says:
    Vhai ami ajke ekta jinis mapar jonno kicchu hater kache paini, trpr mone holo Kono scale chara hoytoba mobile tutorial diye mapa jete pare trpr r try korini, but akhn trickbd open korar por e apnar tutorial ti samne ashlo. Tacharao er age kicu tutorials jeta amar dorkar otai 2-1 diner vhetor dekhtam trickbd te post kora, janina erkm kivhbe hoye jay, very strange!

Leave a Reply