আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।  গুগল প্লেতে অ্যান্ড্রয়েড অ্যাপসের বিশাল সমাহারের পাশাপাশি আজকাল English 2 Bangla ডিকশনারীর সংখ্যাও নেহায়েত কম নয়। কিন্তু সেই তুলনায় Bangla 2 English ডিকশনারি প্রায় নেই বললেই চলে। তবুও মাঝে মাঝে বাংলা থেকে ইংরেজি শব্দের অর্থ দেখটা জরুরি হয়ে পড়ে তাই আজকে এই অ্যাপটি আপনাদের সাথে শেয়ার করলাম।

বৈশিষ্ট্যসমূহ : 

  • এটি সম্পূর্ণ অফলাইন ডিকশনারী।
  • ৩০০০০+ বাংলা 2 ইংরেজি শব্দ।
  • ১৮০০০+  ইংরেজি 2 বাংলা শব্দ।
  • সাইজ মাত্র ৯০০ কিলো বাইট।
  • বুকমার্ক সাপোরটেড।
  • নতুন শব্দ যোগ করা যায়।
  • আপনার ফোন বাংলা ফন্ট সাপোরটেড না হলেও কোন সমস্যা নেই কারন আপনি ইংরেজি ওয়ার্ড দিয়েই বাংলা শব্দ সার্চ করবেন।
অসুবিধাসমূহ :
  • এটি ট্রায়াল ভার্সন। পূর্ণ ফিচার ইউজ করার জন্য আপনাকে একটিভেশন কী কিনতে হবে!!! তবে আপনি চাইলে বিকাশ এর মাধ্যমে মাত্র ২৮ টাকা দিয়ে অ্যাপটি কিনতে পারবেন!!! বক্তিগত ভাবে আমি মনে করি বাংলাদেশি একজন ডেভেলপারকে ২৮ টাকা দিয়ে তার কাজের জন্য উৎসাহিত করলে আপনাদের খুব একটা ক্ষতি হবে না।
  • শব্দগুলো খুব ছোট ছোট দেখায়। খুব সম্ভবত একটিভেশন কী কিনার পর লিখা গুলো বড় বড় দেখা যাবে।  কারন আমি অনেক আগে থেকেই এই ডেভেলপারের  English 2 Bangla অ্যাপটি ব্যাবহার করি এবং সেটার ফন্ট সাইজ বড়।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Leave a Reply