আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই অবশ্যই আল্লাহর রহমতে ভাল আছেন।প্রথমেই আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

আজ আপনাদের Android এর বিশেষ কিছু সমস্যার সমাধন দিতে যাচ্ছি যদি কোনো প্রকার সন্দেহ থাকে তাহলে কমেন্ট করবেন বলে আশা করছি।

Android এর কিছু সমস্যা:-

প্রথমে আমাদের জানতে হবে আসলে Android  এর জন্য কি ভাইরাস আছে? – না,  কম্পিউটার এর মত Android এর জন্য কনো ভাইরাস নাই। তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার ফোনের এবং আপনার প্রাইভেসির জন্য খুবই ক্ষতিকর আর কিছু জিনিস বিরক্তিকর।

অতি সাধারন কিছু সমস্যা গুলো হল:-

১। ব্রাউজার এর ব্রাউজ করার সময় বিরক্তিকর ADs.  ট্যাপ করলেই অন্য পেজ এ চলে যায়, নতুন ট্যাব ওপেন হয়,  ফোন ভাইব্রেট করে, অটো বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড হয়
সমাধানঃ
App: Adguard Premium
প্লে স্টোরে পাবেন না।  গুগল থেকে ডাউনলোড করে নিবেন।
যেভাবে কাজ করেঃ এটা ভিপিএন পারমিশন নিয়ে নেট কন্টেন্ট থেকে অ্যাড ফিল্টার করে,  যার ফলে কোনো অ্যাপ বা ব্রাউজার এ অ্যাড শো করে না।  আর যেহেতু অ্যাড শো করে না তাই অ্যাড এ যে ডাটা খরচ হয় সেটা বেঁচে যায়।
২। হটাৎ করে দেখা যায় ডাটা অন করার পর আপনা আপনি অ্যাপ ইন্সটল হয়ে গেছে
সমাধানঃ #প্রথমত, ফ্রি মানি, যৌন স্বাস্থ্য, HD ভিডিও টাইপের ফালতু কোনো অ্যাপ ডাউনলোড  করবেন না।
 #Kaspersky অথবা Malwarebyts এন্টিভাইরাস ব্যবহার করবেন।  যে অ্যাপ গুলা হার্মফুল সেগুলো আনইন্সটল করবেন।
 #Unknown Source  off রাখবেন।
৩। আরেকটা সমস্যা হলো unfortunately com.অমুক প্রসেস স্টপড।
একমাত্র সমাধান ওইটা আনইন্সটল করা
#Super Tips : [[রুটেড ফোনের জন্য]] ফোনে যদি খুবই সমস্যা হয় তবে Kaspersky এন্টিভাইরাস  (এর ৩০ দিনের প্রিমিয়াম ফ্রি) দিয়ে /device অর্থাৎ সিস্টেম ফাইল স্ক্যান করে থ্রেট গুলা ডিলিট করবেন।
# com.adobe***,  com.search service,  com.settings service ,  com.apphelperg.  etc টাইপের অ্যাপ গুলা ফোল্ডার সহ ডিলিট করবেন।
আমি প্রায় সবগুলা Top এন্টিভাইরাস ইউজ করছি  Kaspersky, Avast, 360 , AVG, Dr.Web, LookOut security, CM security, ESET, Norton, Malwarebytes, Torjon killer ETC.
এর মধ্যে,  Kaspersky আর Malwarebyts কার্যকরী বেশী।

ধন্যবাদ ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আরো অনেক ভাল,ভাল টিউটোরিয়াল আপনাদের উপহার দিতে পারি। আর আমার  ইউটিউব চ্যানেল SUBSCRIBE করবেন

One thought on "মোবাইলের ভাইরাস ও Android এর কিছু সমস্যার সমাধান।"

  1. Hasan420 Author Post Creator says:
    পোস্টটি অনেকের উপকারে আসবে
    ইনশাআল্লাহ।

Leave a Reply