Android এ আসলো দারুণ সব স্টাইলিশ থিম আর Emoji সাপোর্ট নিয়ে নতুন বাংলা কিবোর্ড Borrno Bangla Keyboard ডাউনলোড করে নিন এখনই।

আমরা যারা অনলাইনে বাংলা লেখাটাকে পছন্দ করি তারা সাধারণত কমন কিছু বাংলা কিবোর্ড ব্যবহার করি। কিন্তু এইসকল কিবোর্ডগুলির একটা সমস্যা হলো কিবোর্ড থিম বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় না। আর গেলেও সাধারণত ২/৩ টার বেশি ব্যাকগ্রাউন্ড থাকেনা। তাছাড়া যারা একটু সৌখিন তারা নানা রকম বাহারি ব্যাকগ্রাউন্ড ছবি ব্যাবহার করতে পছন্দ করেন।

তাদের জন্য এই কিবোর্ডে আছে প্রায় ২০টির মতো থিম যেমন:-

 

এছাড়া আরো অনেক থিম পাবেন।

যারা প্রায়ই ইমুজি ব্যাবহার করেন তাদের জন্য এই কিবোর্ডে থাকছে ৯০০+ ইমোজি সহ বিশাল ইমোজি লাইব্রেরী।এতো ইমোজির মধ্যে যেগুলি রিসেন্টলি ব্যবহার করেছেন সেগুলির থাকছে আলাদা ভিউ । তাই ডাউনলোড করে নিন তাড়াতাড়ি।

App size=5.2 mb

অ্যাপটি তুলনামূলক কম ব্যবহৃত হচ্ছে।এই অ্যাপসে আপনারা অনেক থিম ও ইমোজি পাবেন।তাই আপনাদের ডিফল্ট কিবোর্ড হিসাবে ব্যবহার করতে পারেন।আশা করি ধীরে,ধীরে হলেও ভাল লাগবে।

পোস্টের মাধ্যমে যদি সামান্য উপকৃত ও কিছু জানতেশিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ

 

16 thoughts on "900+ Emoji ও অসাধারণ থিম সমৃদ্ধ বর্ণ বাংলা কিবোর্ড।"

  1. Abdullah Contributor says:
    app size? koto?
  2. rsbablu Contributor says:
    Worst apk.? এডে ভর্তি। ডাটা অন করলে কি বোর্ড স্লো হয়ে যাওয়াসহ অনেক বাগ রয়েছে।

    এর থেকে আপডেট রিডমিকটা অনেক ভালো।

    1. Hasan420 Author Post Creator says:
      Vaiya,
      tai ami use korci ads nai to..
      ads off korar tricks use koren.
    2. rsbablu Contributor says:
      Ads off Korleo ki board slow..
    3. Hasan420 Author Post Creator says:
      na vai
    4. Rasel Rhaman Rocky Subscriber says:
      ভাই পোস্ট করার জন্য ধন্যবাদ । আমি Trickbd কে ভালোবাসি আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন
      [url=http://m.facebook.com/rasel.rhaman.12]Rasel Tips[/url]
    5. Hasan420 Author Post Creator says:
      hmm vaiya
  3. riyadkhan Contributor says:
    সেইম এপ্পস নিয়ে আর কয় বার পোষ্ট করবেন???
  4. mahadi_sr Contributor says:
    ইমুজি গুলো ঠিক রেখে এপটা রিডমিকের মত করুন,তাহলে ভাল লাগবে
    1. Hasan420 Author Post Creator says:
      hmm,
      kintu onek eer kachea ata valo
  5. Shadin Contributor says:
    ভাইয়া ক্যাটাগরিটা ঠিক করুন। Apps review দেন।
    আর অ্যাপ রিভিউ দিলে পোস্টে অ্যাপের সাইজ উল্লেখ করা প্রয়োজনীয়।
  6. DreamStar RoNy Contributor says:
    Trickbd er trainer ra r vlo post krte pare na….emni ekta niye nost dey…. Eta kono post hlo…
  7. aryan.007 Contributor says:
    এটা না ইউজ করাটাই ভালো
  8. MD Esmail Author says:
    Samsung keyboard ,Ridmik keyboard is best
  9. Maruf Contributor says:
    Good but not best

Leave a Reply