হ্যালো বন্ধুরা কি খবর সবার ? আজ আমি আপনাদের দারুন একটি অ্যাপ এর সাথে পরিচয় করে দিব। যে অ্যাপটি আপনাকে অনেকটাই হেল্প করবে আশা করি।
বন্ধুরা আপনারা হয়তো প্লাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন আপনি যে ট্রেনে যাবেন তার কোন খবরই আপনি পাচ্ছেন না তাইতো?
এমন ঘটনা প্রায় সবার সাথেই ঘটছে দুই একবার ?
এখন থেকে আপনার আর এভাবে ট্রেন স্টেশনে অনিশ্চিত অপেক্ষা করতে হবে না।
এখন আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে বাসা থেকেই জানতে পারবেন ট্রেনটির অবস্থান কোথায়। 
হ্যাঁ ঠিক তেমনি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ হল ‘আমাদের রেল’।
এই অ্যাপটিতে থাকা বেশ কয়েকটি ফিচারস যেগুলা রেলযাত্রীদের জন্য খুবই সাহায্য করবে।
তো এখন আসুন অ্যাপ্লিকেশনটির ফিচার গুলো দেখে নেয়া যাক।
এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই ট্রেন ট্র্যাক করতে পারবেন। ট্রাকিং লাইভ ফোনের মাধ্যমে ট্রেন কোথায় অবস্থান করছে তা খুব সহজেই জানতে পারবেন।
তবে এর জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

তাছাড়া আপনারা চাইলে এসএমএস করেও জানতে পারবেন ট্রেনের অবস্থান কোথায় আছে।
অ্যাপটিতে থাকা আরেকটা জিনিস আমার কাছে চমৎকার লেগেছে সেটা হলো আপনি চাইলে ট্রেনের অবস্থান অন্য যাত্রী কে জানাতে পারবেন তাও আবার এই অ্যাপটি ব্যবহার করেই।
অ্যাপটিতে রয়েছে ইংরেজি ও বাংলা সার্চ অপশন যাতে খুব সহজেই প্রয়োজনীয় কিছু সার্চ করতে পারবেন।
বন্ধুরা অ্যাপটিতে আরো রয়েছে বাংলাদেশের সকল জেলা বা বিভাগে যাতায়াতের জন্য ট্রেনের ভাড়া কত তাও জানতে পারবেন।
এ্যাপটির কিছু স্ক্রিনশট দেখুন।





অ্যাপটিতে সব তথ্য বিভাগ অনুযায়ী চমৎকার ভাবে সাজানো আছে। এর ফলে হবে কি সহজে যে কোনো ট্রেন বা স্টেশন সম্পর্কে জানতে পারবেন।
তো এখন আসি অ্যাপ টি কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সিম্প্লি আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন।
এবং সার্চ অপশনে সার্চ করবেন *আমাদের রেল* তাহলে পেয়ে যাবেন। অথবা এখানে ক্লিক করে এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারেন।
তো আশা করি পোস্ট আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো বন্ধুরা আজকের পোস্টটি পর্যন্ত ছিল পোস্টটি ভাল লাগলে একটা লাইক করে দিতে পারেন।
আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্ট পোস্ট পছন্দ করেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন।
তো আজকের পোস্ট এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
যেকোনো ডলার কেনা বেচার বিশ্বস্ত পেজ।

26 thoughts on "এবার আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে জানুন ট্রেন কোথায় অবস্থান করছে লাইভে।"

  1. Abu Hatem Contributor says:
    Wow good post
    1. Imran Khan Contributor Post Creator says:
      Thanks bro
  2. MD.Zakariya Talukdar Contributor says:
    #Imran Khan “””Sorry Amar karone Apnar akta post Delete hoye gese sorry map kore deben.
    .
    .
    Very very sorry
    1. Imran Khan Contributor Post Creator says:
      thanks
    1. Imran Khan Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইজান।
  3. Shadin Contributor says:
    বিষয়টা অস্থির তো।
    1. Imran Khan Contributor Post Creator says:
      সত্যি অনেক ধন্যবাদ।
  4. mijanbd Contributor says:
    Apps review দিলে size দেয়া উচিত।
    1. Imran Khan Contributor Post Creator says:
      সাইজ উল্লেখ করার কি দরকার? ডাউনলোড করতে গেলেই তো দেখতে পারবেন।
  5. Sahariaj Author says:
    Vai Tnx .. Fb Ta Aktu Asben Fb.Com/expart.Jay
    1. Imran Khan Contributor Post Creator says:
      ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ভাইয়া।
  6. Mustakim Contributor says:
    wow great bro
    1. Imran Khan Contributor Post Creator says:
      thank you bhaiya
  7. Sowrov Contributor says:
    gd post bro
    1. Imran Khan Contributor Post Creator says:
      Thanks
  8. adnan125 Subscriber says:
    thanks এই সাইট টি কোন সাইট থেকে বানানো। https://alornews.com আমি একটা বানাবো,
  9. MonirSarkar Pro Author says:
    এটার মোড এফ অনেক দিন থেকে ব্যবহার করে আচছি ।মূলটায় অনেক আজাইরা এড আসে ।
  10. Mukles Hossen Author says:
    Good Post আমার জামালপুর
  11. Mukles Hossen Author says:
    Good Post আমার বাডী জামালপুর

Leave a Reply