আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন, নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পর Trickbd.com- তে একটা পোস্ট নিয়ে আসলাম। এখন অনেক নুতুন টিউনার আছে যারা প্রতিনিয়তো টিউন করে যাচ্ছে। আপনাদের সমর্থন পেলে এই ট্রিকটা ধারাবাহিক ভাবে পোস্ট করে যাবো। কারন অনেক সফটয়ার আছে যেগুলার সম্পর্কে না যেনে আমরা উক্ত সফটয়ারটি আনইন্সটল করে দেই। আমার আগের পোস্ট গুলো দেখতে এখানে চলুন ।
আজ আপনাদের কাছে যে ট্রিকটা নিয়ে আসছি সেটা সম্পর্কে হয়তো বা অনেকের ধারনা আছে। এই সফট্যারটির Lonely Cat Games -এর ”X-plore” মূলত এটা file manager হলেও এই সফটওয়্যারটির দিয়ে অনেক কাজ করা যায়। সেই নকিয়া সিম্বিয়ানে ২০১০/১২ সালে কিছু কিছু ফ্রিনেট এটা দিয়ে মোডিফাই করা হত। কাল ক্রমে সফট্যারটি নকিয়ার সিম্বিয়ানকে বিলুপ্ত করে আজ Android OS দখল করে নিয়েছে। প্লেস্টরে সফটায়ারটি ১ কোটিরও বেশী ডাউনলোড করেছে। Apps purchases-দেখে অনেকেই আনইন্সটল করে দেন। এখান থেকে দেখে আসতে পারেন ।
এই সফট্যারটি হয়তো অনেকে ব্যবহার করেন কিন্তু সঠিক ভাবে ব্যবহার করতে হবে সবাই জানেননা। আজ আপনাদের ধারাবাহিক পোস্টে এই সমাধান দিবো। এটা দিয়ে যে কাজ গুলো করা যায় তা নিচে দেওয়া হলোঃ
1) Dual-pane tree view
2) Root, FTP, SMB1 / SMB2, Sqlite, Zip, Rar, 7zip, DLNA/UPnP explorer
3) Disk Map – see which files consume most space on your disk
4) Cloud storage access: Google Drive™, Dropbox, Box, Amazon cloud drive, ОБЛАКО.mail.ru, Mega.co, OneDrive, Flickr, Webdav, Yandex.disk, MediaFire, IDrive, Owncloud, PCloud, SugarSync, Dump Truck, pCloud, Picasa
5) SSH File Transfer (SFTP) and SSH Shell
6) App manager
7) USB OTG
8) PDF viewer (on Android 5.0+)
9) WiFi file sharing
10) Manage files from a PC web browser
11) Favorite folders
12) Built-in viewers for images, audio, text
13) Video player with subtitles
14) Hex viewer
15) Fast Image viewer with zoom and slide to previous/next images
17) Multi-selection – always available, yet not disturbing
18) View APK files as ZIP
19) Share – send files by Bluetooth, email, or whatever the device supports, from any location
20) Configurable buttons and key shortcuts
21) Seamless work with Zip (as if it was normal folder)
22) Vault for encrypting sensitive files
বিস্তারিত পরে জানবো আগে সফটয়ারটি ডাউনলোড করে নেন। যারা Offers in-app purchases সহ মানে টাকা দিয়ে বা ডেভেলোপার কে টাকা দান করবেন তারা এখান থেকে ডাউনলোড করেন।
আমরা বাঙ্গালী সবসময়ই ফ্রি খুজি। সফট্যারটি ফ্রিতে মানে Offers in-app purchases না করে ব্যবহার করতে চাইলে এখান থেকে ডাউনলোড করেন।
ডাউনলোড ক্রা শেষ এখন ইন্সটল দিন। নিচের স্কিনসট সেখুন
ইন্সটল হচ্ছে।
ALLOW করে দিবেন।
Install করে ওপেন করলে এ রকম দেখবে ।
মনে রাখবেন এখানে Dual-pane tree view দুই পার্শে একই দেখাচ্ছে। এই ফাইল ম্যানেজারটি দুই পার্শে সাপোর্ট করবে। দুই পার্শে একই কাজ, কপি মুভ করতে অনেক সুবিধা হয়।
এখন Show ক্লিক করুন
তারপর সব গুলাতে unmark করে দেই এখানে unmark করার অর্থ হলো unmark করা কাজ গুলো এখন করবো না।
এই কাজটি দুই পার্শে করতে হবে
তারপর তিন ফোটা তে চাপুন। এই কাজটি দুই পার্শে করতে হবে
Configuration-চাপিয়ে Root access Disable এবং নিচে Use Recycle bin Disable করে দিবেন। আর ফিংগার প্রিন্ট দিতে চাইলে টিক দিবেন।
আজ এই পর্যন্ত আরো কিছু জানার থাকলে এবং ভালো লাগলে কমেক্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করবো । পরবর্তী পর্বে Dual-pane tree view কি এবং কি ভাবে কাজ করে সে বিষয়ে কথা হবে। যাবার আগে আমার ফেসবুক Add করতে ভুলবেন না আমার ফেসবুক আইডি দেখতে এখানে ক্লিক করুন ।
যুগ ভাল না!
কথা বললেই হানাহানি শুরু করে দেয়।
নিচের কমেন্টগুলো দেখলাম।
খুবই কষ্ট হচ্ছে।
এখন আবার একই পোষ্ট বারবার করছে।
তাই রিকুয়েস্ট করে দুটো পোষ্ট আপডেট করিয়েছি।
2010 সাল থেকেই এটি ইউজ করে আসছি।
আমার পোষ্টগুলো দেখুন।
কোন ফাইল ম্যানেজার সাজেস্ট করেছি।
এপ রিভিউ ও যদি পর্ব করে দিতে হয় তাহলে তো টিউটোরিয়ালগুলো শত খণ্ডে করতে হবে।
কি আর বলবো!
আপনিই সেরা যান।
হয়েছে?
আপনি নতুন মানুষ।
এপ রিভিউ যে এক পোষ্টেই দিতে হয়,তা হয়তো এখনো জানেন না।
???
লেখেন আরো লেখেন।
যদিও বা এটা নিয়ে ৯০% মানুষ জানে।
যাইহোক লিখতে তো খাঁটতে হয়েছে।