আমরা অনেকে আছি ফেবুতে চ্যাট করতে করতে ঘুমিয়ে যাই সকালে উঠে দেখি এম্বি শেষ,
তখন মনটা অনেক খারাপ হয়ে যায়।
সে সমস্যার সমাধান দিতেই আপনাদের মাঝে হাজির হলাম।
আজ আমি একটি এ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে এ্যাপটি নিদৃষ্ট টাইমে ডেটা বন্ধ করতে সহায়তা করবে।
শুধু মোবাইল ডেটা বন্ধ নয় চালো করতে ও সাহায্য করবে এই এ্যাপটি।
এ এ্যাপ দিয়ে আরও অনেক কিছু অন/অফ করা যায় যা আপনারা এ্যাপে ঢুকলেই বুঝতে পারবেন
তাই আর কথা না বাড়িয়ে দেখাচ্ছি কি ভাবে কাজ করবেন।
এ্যাপ ডাউনলোড করুন।
আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দেয়া হল।
প্রথমে এ্যাপিটে ঢুকুন→
এ্যাড নিউ টাক্স ক্লিক করুন।
(ক) কোন সময় টাতে বন্ধ/চালু করতে চান সেটা ঠিক করুন।
(খ) সপ্তাহে কোন কোন বারে বন্ধ করতে চান সেটা ঠিক করুন।
(গ) এবার মোবাইল ডেটা বন্ধ কেরতে চাইলে এ্যাকশনে ক্লিক করুন।
মোবাইল ডেটা বন্ধ করতে চাইলে মোবাইল ডেটা অফ এ টিক দিন।
সব কিছু করার পর সেভ এ ক্লিক করুন।
কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন আমি এখানে নতুন যদি পোষ্ট এ কোন ভুল ত্রুটি থাকে তা হলে ধরিয়ে দিবেন।
সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ পাশে থাকবেন।
অনেক দরকারি এ্যাপ তাই সবার মাঝে ছড়িয়ে দিলাম।
পুরা গুজব ছড়ায়লেন ভাই।।।।
আপনি যদি মোবাইল টিপাটিপি না করেন সারা রাত কেন দিন রাত ২৪ঘন্টা ডাটা অন থাকলে ১এম্বি ও যাবে আপনার থেকে।।।
আর আপনি বলতেছেন সকালে উঠে এম্বি সব শেষ।।।
Background apps ডাটা অন করার পর যা খাবার তা খেয়ে দে এর পর আর খায় না৷