Android এর নতুন নতুন App প্রতিদিন ই বের হয়। হাজার App এর মাঝে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার একটি App. এই App টি আপনাদের Must ভাল লাগবে।

অন্যান্য টিউন গুলোর মতই, এই টিউনেও থাকছে আপনদের জন্য দারুন একটি অ্যাপস। আজ যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করবো।

সেটি ব্যবহার করে আপনি আপনার Android ডিভাইসের পছন্দের অ্যাপস গুলো অনেক অল্প সময়ের মধ্যে চালু করতে পারবেন। তাহলে চলুন পরিচিত হই অ্যাপসটির সাথে।

নামিয়ে নিন নিচ থেকে

Download

অ্যাপসটির নাম Bar Launcher।

লান্সার বলতে আমারা সাধারণত যেটা বুঝি,
এটা আসলে সেরকম না। বার লান্সার ব্যবহারকরে নোটিফিকেশন প্যানেলে পছন্দের অ্যাপস গুলো সেট করে রাখা যায়। আর আমরা জানি, ফোনের প্রায় অধিকাংশ অবস্থান থেকে নোটিফিকেশন প্যানেল ওপেন করা যায়। তাই অ্যাপসটি ব্যবহার করে পছন্দের এবং গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো সিলেক্ট করে রাখলে, অনেক দ্রুততার সাথে সিলেক্টেড অ্যাপস গুলো চালু করতে পারবেন। অ্যাপসটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও লাগবে। প্লে স্টোরে Bar Launcher ফ্রিতে পাওয়া যাবে, এবং রেটিং 4.3।

ভাল থাকবেন সবাই।

আমার সাইট Trickmela.com ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।

Leave a Reply