বন্ধুরা অামি অাজকে দেখাবো কিভাবে অাপনারা অাপনার মোবাইলের ডাটা এবং Wifi লক লাগিয়ে রাখবেন।এর মাধ্যমে কেও যদি অাপনার অনুমতি ছাড়া অাপনার মোবাইলের ডাটা বা wifi চালু করতে চাই তবে তাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে।সে যদি পাসওয়ার্ড ভূল দেই তবে সে ডাটা চালু করতে পারবে না।তো অার কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যাওয়া যাক…

বন্ধুরা এই টিপসটা শেয়ার করার প্রথমে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো এই টিপসটা সকলের মোবাইলে কাজ নাও করতে পারে।তার জন্য কেও খারাপ মন্তব্য করবেন না।অামি ৪.২.২ জেলি বিন মোবাইলে ট্রাই করছি সেখানে কাজ করছে।কিন্তু ৬.০ তে যখন ট্রাই করছি তখন ১বার শুধু কাজ করছে।কিন্তু পরে অার কাজ করে নাই।তাই অামি নিশ্চিত ভাবে বলতে পারবো না যে এটা কার মোবাইলে কাজ করবে & কার মোবাইলে কাজ করবে না

বন্ধুরা প্রথমে প্লে স্টোর হতে Internet Lock Lite অ্যাপটি ডাউনলোড করে নিন।অাপনারা যদি এটা ডাউনলোড করতে না পারেন তবে এখান থেকে ডাউনলোড করে নিন[Apkpure]। এটি ফ্রী ভার্সন।যদি ফ্রী ভার্সন ব্যবহার করেন তবে সব মোবাইলে ভালো ভাবে কাজ নাও করতে পারে।যদি প্রো ভার্সন ব্যবহার করেন তবে সব মোবাইলে ভালো ভাবে কাজ করবে।ডাউনলোড করার পরে অ্যাপটি অপেন করুন

অ্যাপটি অপেন করার পরে নিচের স্কিন শর্টের মতো অনেক গুলো অপশন পাবেন।সেখানে কোথাই কি করবেন সেটা স্কিন শর্ট থেখে দেখে করে নিন

উপরের স্কিন শর্টের দেখানো মতো সবকিছু করার পরে Ok লেখায় ক্লিক করুন।তারপরে নিচের স্কিন শর্টের মতো পেজ পাবেন।এখানে কোথাই কি করবেন সেটা SS দেখে সিটিং করে নিন

সবকিছু করার পরে অাপনার মোবাইলের ডাটা চালু করে দেখুন।যখন চালু করবেন তখন দেখবেন যে নিচের স্কিন শর্টের মতো পেজ চলে অাসছে।সেখানে সঠিক পিন দিলে তবে ডাটা চালু হবে


তো বন্ধুরা অাশা করি অাপনারা বুঝতে পারছেন।তারপরেও যদি না বুঝে থাখেন তাহলে অাপনারা ভিডিওটা দেখতে পারেন।অাশা করি তখন অার কোনো সমস্যা হবেনা।

তো এই ছিলো অাজকের টিপস।অাশা করি অাপনাদের ভালো লাগছে & অাশা করি বুঝতেও পারছেন।তারপরেও যদি না বুঝেন তাহলে প্লিজ কমেন্ট করবেন।অামি অারো ভালো ভাবে বুঝানোর চেস্টা করবো।অার একটি কথা দয়াকরে কেও খারাপ কমেন্ট করবেন না।অামি জানি অনেকরই এই টিপসটা জানা অাছে,কিন্তু যারা জানেন না তাদের জন্যই মূলত এই পোষ্ট।ধন্যবাদ

14 thoughts on "Lock লাগিয়ে রাখুন অাপনার Wifi ও Data কানেকশন | অাপনি ছাড়া কেও অার অাপনার Data বা Wifi চালু করতে পারবে না।"

  1. Mujammil66 Contributor says:
    very bad app lock না দিলেও হয়
    1. Shadin Contributor says:
      এটা অ্যাপ লক না।
  2. Shadin Contributor says:
    চরম পোস্ট।
    1. mozubaah Author says:
      apnr fb link ta pete pari , shadin bro ???
    2. Mehedi Hasan Ariyan Author says:
      Rocky Khan কাজটা ঠিক করলেন না অাপনি। পুরো পোষ্টটা কপি করলেন কেন? পোষ্টের মধ্যে থাকা সব স্কিন শর্টও কপি করছেন। কোনো কোড ও বাদ দেন নাই। সবকিছু কপি। অামার অাগের অথর একাউন্টে এই পোষ্টটা ছিলো। শুধু এটা না। অাপনি যে ৩টা পোষ্ট করে অথর হয়ছেন তার মধ্যে দুটোই পোষ্টই অামার ছিলো। সম্পূর্ন কপি করছেন অাপনি। অাবার পোষ্ট করছেন সমস্যা নাই বিকজ অামার অথর একাউন্ট হ্যাক হবার পর পোষ্ট দুটো রিমুভ করে দিছে হ্যাকার ভাই। সো লিংকটা দিতে পারলাম না বাট প্রুভ অাছে অামার কাছে। অার তাছাড়া অাপনি পুরোটা কপি করলেন কেন। নিজে নিজে তো করতে পারতেন তাইনা?? সত্যিই অনেক কষ্টের সাথে বলতেছে ট্রিকবিডি দিনে দিনে অনেক খারাপ হয়ে যাচ্ছে।
    3. Shadin Contributor says:
      তাই।
  3. Sahariaj Author says:
    Wlc To Our Author Team
  4. khokon53 Contributor says:
    Stupid app….পাসওয়ার্ড চাইলে Ok Or Cancel দিলেও ডাটা অন হয়…মানে পাসওয়ার্ড দিলেও যা না দিলেও তাই….তার মধ্যে অাবার কপি পোস্ট…. এইসব অাবা*ল যে কেমনে অথর হয়, বুঝিনা!
  5. Humayun Contributor says:
    ফালতু

Leave a Reply