বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আশা করি সকলে অনেক ভালো আছেন।
আমি সবসময়ই বিভিন্ন অ্যাপ্লিকেশন রিভিউ দিতে পছন্দ করি আর যদি সেটা হয় আমাদের দেশের তৈরি তাহলে তো কোথায় নেই।
ঠিক সেই ধারা ধরে আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আমাদের দেশের তৈরি একটি চমৎকার অ্যাপ্লিকেশন শেয়ার করবো। যেই অ্যাপ্লিকেশন আপনার দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে।
রাজধানী ঢাকাতে চলাচল করার সময় অনেকেই ভুলে যান কোন বাস কোথায় চলাচল করবে। বিশেষ করে যারা অন্যান্য শহর থেকে আসেন তাদের তো একদমই জানা থাকে না বাসের চলাচল এর রোড।
অনেক সময় দেখা যায় ভুল বাসে উঠে আমাদের মূল্যবান সময় গুলো নষ্ট করি বা ভোগান্তিতে পড়ি। যদি আগেভাগে জানা যায় কোন রুটে কোন বাস যায় তাহলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে ?
এই ডিজিটাল বাংলাদেশ কারো সাহায্য ছাড়াই আপনার হাতের স্মার্ট ফোনের মাধ্যমে জেনে নেয়া যাবে কোন বাস কোথায় যাবে।
এর জন্য আপনাদের গুগল প্লে স্টোর থেকে *ঢাকা সিটি বাস রুট* নামে একটি অ্যাপ্লিকেশন ইন্সটল করতে হবে।
তো চলুন অ্যাপটির সম্পূর্ণ ফিচারগুলো দেখে নেওয়া যাক?

১. এই অ্যাপটি দিয়ে খুব সহজেই জানতে পারবেন ঢাকা শহরের এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব কতটুকু। কোথায় কোথায় বাস দাঁড়ায়, কোন বাস কোন রুট বা পথ দিয়ে যায় এইসব।
২. অ্যাপটিতে বুকমার্ক করার সুবিধা রয়েছে এতে আপনার প্রয়োজনীয় স্থানগুলো বুকমার্ক করে রাখতে পারবেন। এর ফলে কষ্ট করে একই স্থান আবার খুঁজতে হবে না।
৩. এতে চমৎকারভাবে ঢাকা শহরের প্রায় সকল বাস এরই নাম ও তাদের রুটের বিবরণ রয়েছে।
৪. এই অ্যাপটির সব থেকে চমৎকার যে বিষয়টি সেটা হল অ্যাপ্লিকেশন টি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে যার ফলে প্রথমবার ডাউনলোড করলেই আর ডাটা কানেকশন অন করার প্রয়োজন হবে না। তবে আপনি চাইলে অ্যাপটি অনলাইনেও ব্যবহার করতে পারবেন।
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। অথবা সরাসরি আপনার ফোনের প্লে স্টোর এর মধ্যে সার্চ করুন *ঢাকা সিটি বাস রুট* তাহলে পেয়ে যাবেন আশা করি।
আর অ্যাপটির সাইজ নিয়েও চিন্তা করার প্রয়োজন নেই মাত্র 1 মেগাবাইট।

তো সবকিছু মিলিয়ে অ্যাপটি আমার কাছে ভালো লেগেছে যেহেতু আমাদের দেশের তৈরি করা একটি অ্যাপ্লিকেশন ।
পোস্টটি ভাল লাগলে একটা লাইক করতে পারেন আর আপনি যদি এমন ই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট দেখতে পছন্দ করেন। তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
তো দেখা হচ্ছে আগামী পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
ডলার ক্রয় কিংবা বিক্রয় করতে এখনি যোগাযোগ করুন 01871141339 অথবা ফেসবুকে আসুন।

4 thoughts on "এবার আপনার হাতের স্মার্ট ফোনের মাধ্যমে জানতে পারবেন ঢাকা রাজধানীতে কোন বাস কোথায় চলাচল করে।"

  1. Sahariaj Author says:
    হুম তবে আমি ঢাকায় বাস করি না
  2. shemul420 Contributor says:
    এপসের নামটা কি?আমি লিংক থেকে যেতে পারতেছি না
  3. shemul420 Contributor says:
    এপসের নামটা কি?আমি লিংক থেকে যেতে পারতেছি না

Leave a Reply