আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের সামনে android phone এর জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপস নিয়ে হাজির হলাম। পোস্ট এ ৫ টা অ্যাপ এর download link ও কাজের process দেখানো আছে।আশা করি আপনাদের ভাল লাগবে।
Let’s Start!!

1st app name : Soloearn

Name________Soloearn

Size_____7.9 MB

Latest Version_______2.3.1

ডাউনলোড লিঙ্কঃ(Soloearn)


HTML tutorial

** এপসের কাজ নিচে দেখানো হল। **

Soloearn অ্যাপসের মাধ্যমে অফলাইনে খুব সহজে html,css,C#,C++,PHP সহ আরো অনেক programming  ভাষা ব্যবহার করতে পারবেন। শুধু অ্যাপ টা download করে registration করতে এমবি লাগবে তারপর থেকে একেবারে offline এই আপনারা এই কাজ টা করতে পারবেন।উপরের download link থেকে অ্যাপ টা download করে নিন।download করার পর অ্যাপ টা install করুন এবং open করুন।তারপর create new account এ ক্লিক করুন।

তারপর নিচের screenshot এর মত আপনার ইমেইল,নাম,পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন।

তারপর নিচের মত আসলে not now তে ক্লিক করুন।

তারপর আপনাকে আপনার ড্যাশবোর্ড এ নিয়ে যাবে। ওইখান থেকে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর plus (+) icon এ ক্লিক করুন।

তারপর নিচের মত অনেক গুলো programming language এর অপশন আসবে।এখন আপনি যে language ব্যবহার করতে চান বা practice করতে চান ওইটাতে ক্লিক করুন।যেমন আমি web এ ক্লিক করছি কারন এই category তে html,css এগুলো আছে।

Web এ ক্লিক করার পর দেখুন নিচের মত একটি পেজ এসেছে যেখানে html,css,js লেখা আছে।

এখন আপনি এই html এর ঘরে html code, css এর ঘরে css code ব্যবহার করে বাসায় বসে offline এ html, css প্রাকটিস করতে পারবেন।যেমন আমি একটা ছোট html কোড লিখে দেখাচ্ছি।

কোড লেখার পর run এ ক্লিক করলে আপনাকে output এ নিয়ে যাবে। মানে আপনি ওই কোড লিখে যা তৈরি করেছেন ওইটা আপনাকে দেখাবে।

2nd app name : Math Solver

Name________Math Solver

Size_____15.88 MB

Latest Version_______1.6.8

ডাউনলোড লিঙ্কঃ(Math Solver)


HTML tutorial

** এপসের কাজ নিচে দেখানো হল। **

Math Solver app এর মাধ্যমে আপনি অনেক বড় বড় অংক আপনার ক্যামেরার সাহায্যে করে ফেলতে পারবেন।কিন্তু ডাকের অংক করতে পারবেন না কারন ক্যামেরা তো আর ডাকের অংক বুঝবে না তাই।অ্যাপ টাতে কিভাবে কাজ করতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি।

প্রথমে উপরের download link থেকে অ্যাপ টা download করে নিন।তারপর অ্যাপ ইন্সটল করে ওপেন করুন।তাহলে দেখবেন আপনার ক্যামেরা সামনে চলে এসেছে।এখন আপনার খাতা বা বই এর যেখানে কোনো অংক আছে ওইখানে আপনার ক্যামেরাটা ধরুন।খেয়াল রাখবেন যেন ক্যামেরা তে নিচের মত যে বক্স টা দেখানো আছে ওইখানে যেনো অংক টা থাকে।

এর মাধ্যমে আপনি sin, cos, tan এর অংক ও করতে পারবেন শুধু অংকটা ক্যামেরার বক্স এর ভিতর ধরতে হবে।কিন্তু এখন অংকটা করার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয়েছে ওইটা দেখবেন কিভাবে??? অংকের ধাপগুলো দেখার জন্য নিচের দেখানো বাটন এ ক্লিক করুন

তাহলে আপনি অংকের ধাপগুলো দেখতে পারবেন। আর আপনি যদি চান যে ছবি ছাড়া আলাদা ভাবে ক্যালকুলেটর ব্যবহার করবেন তাও করতে পারবেন। আলাদা ভাবে ক্যালকুলেটর ব্যবহার করার জন্য নিচের বাটন এ ক্লিক করুন।

এটাই মুলত এই অ্যাপ এর কাজ।

3rd app name : Hacker’s Keyboard

Name_______Hacker’s keyboard

Size_____ 1.2  MB

Latest Version_______1.4.3

ডাউনলোড লিঙ্কঃ(Hacker’s keyboard)


HTML tutorial

** এপসের কাজ নিচে দেখানো হল। **

Hacker’s keyboard এর সাহায্যে আপনি computer/laptop এর কীবোর্ড এর মত CTRL, ALT, ESC button ব্যবহার করতে পারবেন।তাহলে আপনি কম্পিউটার এ যে সকল shortcut ব্যবহার করা হয় সেগুলো Android phone এই ব্যবহার করতে পারবেন। যেমন : CTRL + A ক্লিক করলে সব writing এক সাথে সিলেক্ট হয়ে যায়, আবার CTRL + C তে ক্লিক করলে copy করা যায়, CTRL+ V তে paste করা যায় ইত্যাদি। এই সব শর্টকাট কোড আপনি Android phone এ ব্যবহার করতে পারবেন।কিন্তু এর জন্য আপনাকে keyboard এ কিছু সেট আপ করে নিতে হবে। সেটা কিভাবে করবেন নিচে দেখানো হল।
প্রথমে উপরের ডাউনলোড link থেকে অ্যাপটা ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করেন।
ওপেন করার পর নিচের মত পেজ আসবে এখান থেকে Enable Keyboard এ ক্লিক করুন

তারপর এখান থেকে নিচের মত করে Hacker’s Keyboard option টা অন করে দিন

তারপর আবার back এ ক্লিক করে অ্যাপ এ ফিরে আসুন।
এখন Set input method এ ক্লিক করুন।

তারপর hacker’s keyboard select করুন।

এখন যদি আপনি আপনার phone এর screen টা rotate করে typing করার চেষ্টা করেন তাহলে নিচের মত করে ALT, CTRL, ESC সহ আরো অনেক অপশন পাবেন।তারপর আপনি সুন্দর ভাবে আপনার কাজ করতে পারবেন।

4th app name : Google translate

Name_______Google translate

Size_____ 13  MB

Latest Version_______5.24.2

ডাউনলোড লিঙ্কঃ(Google translate)


HTML tutorial

** এপসের কাজ নিচে দেখানো হল। **

Google translate অ্যাপ সম্পর্কে প্রায় সবাই- ই জানেন।এই অ্যাপ টা দিয়ে অনেক গুলো language কে translate করা যায়।এই বিষয়টা অনেকেই জানেন।কিন্তু এখন আপনি আলোচনা করবো কিভাবে ছবি থেকে লেখা কপি করতে পারবেন।গুগল ট্রান্সলেট এ যত গুলো ভাষা আছে আপনি তত গুলো ভাষা translate করতে পারবেন।আর এতো গুলার মধ্যে বাংলা ভাষাও আছে।তো চলুন দেখিয়ে দিই কাজ টা কিভাবে করবেন।

প্রথমে উপরের দেওয়া link থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিবেন এবং ইন্সটল করে ওপেন করবেন।ওপেন করার পর নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর নিচের মত অনেক দেশের ভাষা আপনি দেখতে পারবেন।এখন আপনি কোন দেশের ভাষার লেখা translate করতে চান ওইটা সিলেক্ট করে ওই দেশের ভাষার ফাইল টা ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পর ব্যাক এ চলে আসুন এখন ক্যামেরা আইকন এ ক্লিক করুন।

ক্যামেরা আইকন এ ক্লিক করলে দেখবেন আপনার ফোন এর ক্যামেরা অন হয়ে গেছে এবং নিচের মত দেখাচ্ছে।

এখন আপনি যে দেশের ভাষার ফাইল ডাউনলোড করেছিলেন ওই দেশের লেখা ওই ক্যামেরার সামনে ধরুন কিন্তু আপনার যদি কোনো screenshot বা পিকচার আগে থেকে ফোন এ থাকে তাহলে উপরের দেখানো আইকন এ ক্লিক করে ছবিটি সিলেক্ট করুন।( কিন্তু আপনি যদি অনলাইনে থাকেন আর আপনার ফোন এ ইন্টারনেট ব্যালেন্স থাকে তাহলে আপনি যেকোনো দেশের ভাষা ট্রান্সলেট করতে পরবেন)


তারপর ছবিতে যে লেখাগুলো ক্যাপচার করা হয়েছে ওইগুলো সিলেক্ট করার জন্য উপরের মত করে select all এ ক্লিক করুন।তাহলে সব গুলো লেখা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি লেখাগুলো উপরে দেখতে পারবেন।কিন্তু আপনি যদি শুধু নির্দিষ্ট কিছু অংশ সিলেক্ট করতে চান তাহলে লেখার উপর শুধু finger drag করবেন।তাহলে উপরে লেখা গুলো আপনি দেখতে পারবেন।কিন্তু এই ক্ষেত্রে select all unmark করে রাখবেন।

উপরের অংশ থেকে লেখা কপি করে আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন।

 

5th app name : Datally

 

Name_______Datally

Size_____ 5.35  MB

Latest Version_______1.7

 

ডাউনলোড লিঙ্কঃ(Datally)


HTML tutorial

** এপসের কাজ নিচে দেখানো হল। **

আপনারা প্রায় সকলেই এই অ্যাপ সম্পর্কে জানেন।এটি গুগল এর নিজেস্ব অ্যাপ আর এই অ্যাপ এর কাজ হচ্ছে ফোন এর ডাটা বা ইন্টারনেট ব্যালেন্স সেভ করা।কিন্তু এই অ্যাপ টা আপনাদের সামনে আবার তুলে ধরার কারন হচ্ছে এই অ্যাপ টাতে অনেক নতুন নতুন feature অ্যাড করা হয়েছে।চলুন এই অ্যাপ এ কিভাবে কাজ করতে হয় সেটা এখন দেখে নেওয়া যাক।

প্রথমে উপরের লিংক থেকে অ্যাপ টা ডাউনলোড করে নিন।তারপর ইন্সটল করে ওপেন করুন।ওপেন করার পর যদি কোনো permission চায় তবে allow করে দিবেন।

তারপর নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

তারপর allow তে ক্লিক করুন।

তারপর নিচের মত করে Datally এত জন্য permission টা অন করে দিন।

এখন আপনার অ্যাপ গুলো আপনার অনুমতি ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবে না।ফলে সিম এর এমবি কম কাটবে।

এছাড়া আপনি manual ভাবেও নির্দিষ্ট করে কিছু অ্যাপ সেট করে দিতে পারেন।সেটা করার জন্য নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

তাহলে নিচের মত ইন্টারফেস দেখতে পারবেন।

এখানে আপনার ফোন এর সব অ্যাপ গুলো show করবে।আপনি যেই অ্যাপ টাকে ডাটা ব্যবহার করতে দিতে চান না ওইটার পাশের সুইচ এ ক্লিক করে অন করে দিন (উপরের screenshot এর মত)
আপনি যদি আপনার ফোন এর ইন্টারনেট ব্যালেন্স এর daily usage এর daily লিমিট সেট করতে চান তাহলে নিচের দেখানো আইকন এ ক্লিক করুন।

তারপর নিচের screenshot এর মত করে আপনার daily limit set করুন।আপনি এমবি এবং জিবি ২ ভাবে সেট করতে পারবেন।আপনার পছন্দ মত লিমিট দিয়ে set daily limit এ ক্লিক করুন।

এই ছিলো আজকের পোস্ট। আশা করি পোস্ট টা আপনাদের ভাল লেগেছে। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন।আর আমি চাই আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার কোন অ্যাপ টা বেশি ভালো লেগেছে


HTML tutorial


GOOD BYE

17 thoughts on "আপনার Android Phone এর জন্য ৫ টি আসাধারন অ্যাপস নিয়ে নিন || আশা করি সবার কাজে লাগবে।"

  1. A M Contributor says:
    Awesome review – 🙂

    but google translate na dileo hoto eta to phn ei achei default app

    1. minhazislam9945 Author Post Creator says:
      Vai…..sob android version ei ki thake?????
    2. Shadin Contributor says:
      না।
    1. minhazislam9945 Author Post Creator says:
      Welcome.☺
  2. Ajidur Rahman Subscriber says:
    nice post,
    Google translate & hackers keyboard eigula na dile hoto.egulu niye post ache trickbd te!
    1. minhazislam9945 Author Post Creator says:
      Hackers keyboard niye agei post korechilam kintu tokhon to ami contributor chilam tai post publish hoichilo na……
  3. Ajidur Rahman Subscriber says:
    hackers keyboard niye agge je post hoyechilo,ota apnar noy.onno ek trainer er,?
    1. minhazislam9945 Author Post Creator says:
      Ami to seitai bollam,,,,,,,,আমি পোস্ট লিখেছি কিন্তু পাবলিশ হয় নি কারন আমি তখন contributor ছিলাম,,,,,,,,,কিন্তু author হওয়ার পর এখন পাবলিশ হয়েছে।।।।।।
  4. Shadin Contributor says:
    নাইচ পোষ্ট।
  5. Mozila Author says:
    মান সম্মত পোষ্ট ….???
    1. minhazislam9945 Author Post Creator says:
      Thank you

Leave a Reply