bdwaptunes

ফেসবুকের বদৌলতে কিংবা ইন্টারনেটে বিভিন্ন ব্লগে সবাই-ই কম-বেশী লেখালেখি করে থাকেন। এছাড়া এমন অনেকেই আছেন যারা মাঝে মাঝে কিংবা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গল্প উপন্যাস কিংবা বিভিন্ন ধরনের
লেখালেখি করেন। আর এই কাজটি অনেকেই স্মার্টফোনে বিভিন্ন এপ্লিকেশনের মাধ্যমে করে থাকেন। যেমন ধরুন স্যামসাঙের ফোনগুলোতে বিল্টইন Memo কিংবা Notes এপ্লিকেশনটি। কিন্তু এসমস্ত এপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সিমাবদ্ধতা !আর তার মধ্যে অন্যতম হচ্ছে, নির্দিষ্ট সংখ্যার বেশী অক্ষর লিখতে না পারে
কিংবা ব্যাকআপিং সিস্টেম না থাকা ইত্যাদি ইত্যাদি… আর তাই আপনাদেরই জন্য নিয়ে আসলাম এই এপ্লিকেশনটি…
এপ্লিকেশনটির বৈশিষ্ট্য ও সুবিধাঃ

  • সুন্দর ইন্টারফেস
  • আনলিমিটেড অক্ষর লেখা
  • ডে মোড, নাইট মোড ও সফট্ মোড
    থিম নির্বাচন
  • ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জিং
    [৯ কালারের]
  • সার্চিং সুবিধা
  • নোট লক করে রাখা
  • সর্টিং অর্থাৎ লেখা arrange করা
    – By created time
    – By modified time
    – By alphabetically
    – By (background) color
    – By reminder Time
  • সো বুঝতেই পারছেন জিনিসটা কি !

  • তাছাড়াও রয়েছে List, Details, Grid, Large grid ভিউ আর এপ্লিকেশন যেটি সবচেয়ে ভালো লাগে তা হচ্ছে, ফেসবুক ব্যাকআপিং অর্থাৎ আপনার ফেসবুক আইডির সাথে এপ্লিকেশনটি কানেক্ট করে আপনার একাউন্টের অধীনে সকল নোট store করে রাখতে পারবেন।
  • আর এছাড়া ও রয়েছে checklist
    সুবিধা..!

ধরুন আপনার গার্লফ্রেন্ড আপনাকে বাজার থেকে আটা, ময়দা, সুজি, তেল, চিনি ও বেগুন আনতে বলেছে।আর বাজারে যাওয়ার পর এই সমস্ত কিছু আপনার মনে নাও থাকতে পারে।

কোনটা আনতে যদি আপনি ভূলে যান তাহলে কি হবে সেটা নিশ্চই বুঝতে পারছেন…!

আর আপনি নিশ্চই স্মার্টফোনের যুগে কাগজে তা লিখবেন না..।

আর এই ধরনের বিষয়গুলো বিবেচনা করেই এতে রয়েছে চেকলিস্ট সুবিধা..!

আটা-ময়দা কিংবা বেগুন কেনার পরই চেকলিস্ট অপশনে গিয়ে তাতে টিক দিবেন।
সো কোন কিছুই বাদ পড়ার সম্ভাবনা নেই..!

এছাড়া ও রয়েছে অসংখ্য মজার মজার আরো ফিচারসমূহ !!

Details
Name : Color Note.apk
Size : 926 kb
Download →Color Note.apk

পোষ্টটি থেকে আপনি যদি সামান্যতমও উপকৃত হয়ে থাকেন তবে আমার সাইট থেকে একটু ঘুরে আসবেন। একটা অ্যাকাউন্ট খোলার দাওয়াত রইল।
BDwaptunes.wapka.mobi

Leave a Reply