হ্যালো ট্রিকবিডি ভিজিটর

আশাকরি সবাই ভালই আছেন।আমিও ইনশাহআল্লাহ ভালই আছি

❑আজকে আমি একটা নতুন ট্রিক দেখাবো,যার মাধ্যমে আপনারা
?Redmi
?ViVo
?Nokia
?SamSung
?LG
?Assus

ইত্যাদি ভাল ব্রান্ডের ফোনগুলোর Short On Water Mark
আপনার Defult ফোনগুলোতেও ব্যবহার করতে পারবেন।

❑ এর জন্য আপনার একটা এপ্স এর প্রয়োজন হবে।
➜Apps Name: Shot On
➜Size:4 Mb +

❑ এই এপ্সটার ২ টা ভার্সনই প্লে-স্টোর এ পাবেন। ১টা ফ্রি, আর একটা পেইড। ফ্রি টার চেয়ে পেইডটা তে অনেক সুবিধা পাবেন। তাই পেইডটার লিংকটা দিলাম। আর প্লে স্টোর থেকে নিলে আপনাকে ৮০ টাকা দিয়ে নিতে হবে।

❑ এপ্সটা ওপেন করার সাথেই এরকম এন্টারফেস দেখতে পাবেন।

❑ এরপর আপনার পছন্দ মতো একটা ফোন এর অথবা Default সিলেক্ট করুন।
❗আমি Default টাই সিলেক্ট করলাম।

❑ তার পর গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে, Done করুন।

❑ এরপর এরকম একটা এন্টারফেস শো করবে।

❑ এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো (উপর, নিচে, ডানে, বামে) Watermark টা বসাতে পারবেন।

Top Middle Bottom

Left Center Right

❑ এছাড়া Text style চেঞ্জ করতেও পাবেন।ইচ্ছা মতো কালারও দিতে পারবেন।


➜Chenge image
➜Chenge logo
➜Chenge text
➜Load Shot On
➜Save Shot On

❑ সেটিং থেকে ??এগুলো চেঞ্জ করতে পারবেন।চেঞ্জ টেক্সট এ আপনার ইচ্ছা মতো ইস্টাইলে দিতে পারবেন।

❑ চোখের মতো আইকনে চাপ দিয়ে ইমেজ টা দেখতে পারবেন।

❑ এছাড়া এপ্সটা ওপেন করলে, নিজেই নিজেই সবকিছু বুঝতে পারবেন।

❑ অবশেষে লোগো ঠিকভাবে বসানো হলে,(তীরের মতো আইকন) ইমেজটি সেভ করে নিন।

App Link

❑ মানুষ মাত্রই ভূল। কোন প্রকার ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।টেস্ট এক্স্যাম চলতেছে,তার সত্যেও পোস্টটা লিখলাম।যদি ভাল লাগে, আসাকরি কমেন্টে জানাবেন।

❑আর সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।❑

7 thoughts on "এখন থেকে আপনার ফোনেও ব্যবহার করুন, Redmi, Nokia,Samsung, LG ইত্যাদি ফোনের মতো Shot On WaterMark. বিস্তারিত পোস্টে দেখুন।"

  1. Max Subscriber says:
    good post
  2. MD.ABU RAIHAN Contributor says:
    vai tirer moto je icone ta dichen oi software er nam bollen
  3. RIO CHAKMA Author says:
    এটা কেমন হলো ভাই?? এই টপিক নিয়ে আমিও একবার পোস্ট দিছি ? https://https-trickbd-com.0.freebasics.com/apps-review/492004?iorg_service_id_internal=1789840481287773%3BAfqWSlKHjEervo6o
  4. EA Mahin Contributor says:
    accha watermark korle eiba ki ar na korlei ba ki?

Leave a Reply