আস-সালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই?

আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমি মেজবা উদ্দিন জিহাদ আপনাদের মাঝে আবারো চলে আসলাম অনেকদিন পরে। তো বেশি কথা না বলে সরাসরি টিউটোরিয়াল এ চলে যাই।

আমরা অনেক এ মোবাইল এর ট্রিক্স বা বিভিন্ন অ্যাপস এর রিভিউ করতে চাই সে জন্য আমাদের মোবাইল এর স্কীন রেকর্ড এর জন্য একটা স্কীনরেকর্ডার দরকার হয় তার জন্য আমারা প্লেস্টোর এ গিয়ে  বিভিন্ন  মোবাইল এ স্কীনরেকর্ড ডাউনলোড করে থাকি পরে সে সব স্কীনরেকর্ডার দিয়ে রেকর্ড করতে গিয়ে দেখি তাদের ব্রান্ড এর লগো দেয়া। আর সে সব লগো সরাতে গেলে পেইড ভার্সন ব্যবহার করতে বলে। আর সেই সব পেইড ভার্সন এর জন্য টাকা প্রোয়জন হয়। তাই আজকে আমি আপনাদের এমন একটা স্কীন রেকর্ডার এর সাথে পরিচয় করিয়ে দিব যেটা সম্পূর্ন ফ্রি (তাদের পেইড ভার্সন ও আছে) তাহলে চলেন অ্যাপসটার সাথে পরিচয় হওয়া যাকঃ

 

নামঃ A-Z screen Recoder

সাইজঃ ১৫ মেগাবাইট ২০০ কেবি
এটি ব্যবহার এর জন্য আপনার ফোন রুট করা লাগবে না
ডাউনলোড লিঙ্কঃ Click Here To Download

 
অ্যাপস এর সুবিধাঃ
ফ্রী ভার্সনঃ

  • এটি দিয়ে আপনি ১৯২০ x ১০৮০ রেজুলেশন এ স্কীন রেকর্ড এ ভিডিও করতে পারবেন। (আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী রেজুলেশন দিয়ে রেকর্ড করতে পারবেন)
  • রেকর্ড এর সময় তাদের কোন লোগো আপনার স্কীন এ শো হবে না
  • আপনি চাইলে ভিডিও এর স্পিড বাড়িয়ে কমিয়ে রেকর্ড করতে পারবেন
  • রেকর্ড এর সময় চাইলে আপনি অডিও অফ করে রাখতে পারবেন
  • রেকর্ড এর সময় আপনার লোগো + আপনার না একসাথে আপনি এড করে রেকর্ড করতে পারবেন
  • আপনি কোথায় টাচ করতাছেন সেটা শো করে রাখার অপশন।
  • কতক্ষন যাবন রেকর্ড করতাছেন সেটি চাইলেও আপনি আপনার স্কীন এ শো করে রাখতে পারবেন
  • স্কীন রেকর্ড এর সময় নোটিফেকেশন রার এর যেই আইকন টা শো করে আপনি চাইলে সেটাও অফ করে রাখতে পারবেন
  • আপনার ভিডিও রেকর্ড শেষে কোথায় সেভ হবে আপনি চাইলে সেটি সেট করে রাখতে পারবেন
  • মোবাইল ঝাকি দিয়ে রেকর্ড থামাতে পারবেন
  • রেকর্ড এর সময় সিংগেল ট্যাপ এর মাধ্যমে ভিডি পুস বা রিজুম করতে পারবেন। ডাবল ট্যাপ এ রেকর্ড অফ করতে পারবেন
  • কতসময় আপনার স্কীনরেকর্ড হবে সেটা চাইলে আপনি সেট করে দিতে পারবেন
  • স্কীনরেকর্ড এর সময় স্কীন লক হয়ে গেলেও ভিডিও রেকর্ড হতে থাকবে (আপনি চাইলে এটা অফ করে রাখতে পারবেন)

 

পেইড ভার্সন যে সব ফিচার গুলা বেশি পাবেনঃ

  • স্কীনরেকর্ড এর সময় আপনার ফ্রোন্ট ক্যামেরা চালু রেখে আপনার নিজের ভিডিও স্কীন এর এক কোনার শো করে স্কীন রেকর্ড করতে পারবেন
  • মেজিক বাটনঃ যেটার মাধ্যমে আপনি রেকর্ড চালাকালীন সময় আপনি ভিডিও পুস + রাইজুম করার সময় তাদের রেকডার এর কোন কিছু রেকর্ড করা ভিডিও তে শো হবে না
  • ভিডিও ট্রিম(কাটা) করার অপশন
  • জিফ কনভাটার

 

অ্যাপস এর কিছু স্কীনসর্টঃ
    

ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ টিউটোরিয়াল টি পড়ার জন্য।  তো আজকে এই পর্যন্তই সবাই থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি। আস-সালামুয়ালাইকুম

Creadit-

 

পোস্টি তার অনুরধে লেখা।

আমাদের সাইটে নতুন ফিচার এড করা হয়েছে এখন থেকে আমাদের সাইটে পোস্ট করে আয় করুন অন্য পোস্টে কমেন্ট করলে আপনার ইনকাম হবে।তাই এখনি পোস্ট করা শুরু করুন।আপনার Balance ৳৩০ টাকা হলে পেমেন্ট নিন।

আমার সাইটঃ-TipsNow24.Com

14 thoughts on "বেস্ট স্কীনরেকর্ডার এন্ড্রুয়েড ফোন এর জন্য সাথে Review তো থাকছে।"

  1. Abdullah Contributor says:
    Kisu khon ageo na ai post korlen???
    1. Rj Sohan Contributor Post Creator says:
      hmm vai ota nai
    1. Rj Sohan Contributor Post Creator says:
      tnx
  2. MMRFanz Contributor says:
    ?? ???????? ???? Sm-g313hz ? ??? ?? ??? ????? ?????? ?? 4.4.2
    1. Rj Sohan Contributor Post Creator says:
      ke
  3. MMRFanz Contributor says:
    ?? ???????? ???? Sm-g313hz ? ??? ?? ??? ????? ?????? ?? 4.4.2
  4. MMRFanz Contributor says:
    ?? ???????? ???? Sm-g313hz ? ??? ?? ??? ????? ?????? ?? 4.4.2
  5. MMRFanz Contributor says:
    ?? ???????? ???? Sm-g313hz ? ??? ?? ??? ????? ?????? ?? 4.4.2
  6. আমার থেকে কি পারমিশন নিছেন পোষ্টি করার জন্য ? আর একটি কথা নিচে আমার নাম দিছেন ভাল কথা ওইখানে আমার নাম এর লিংক এ আপনার সাইট এর এড্রেস কেন?
    1. Rj Sohan Contributor Post Creator says:
      soory bro…..next debo…..oi link dela somsa hoto tai de ne
  7. IMDAD SHUVRO Author says:
    Du recorder+Mobizen e best..
    1. Rj Sohan Contributor Post Creator says:
      wow

Leave a Reply