IDM কি?
IDM, শব্দটা খুব চেনা চেনা মনে হচ্ছেনা?
যারা পিসি/উইন্ডোজ OS (Operating System) ইউজ করেন তাদের তো এতক্ষণে চিনে ফেলার কথা।
আর এন্ড্রয়েড ইউজাররাও কমবেশি অনেকেই চিনবে।
IDM হলো Internet Download Manager
এক কথায় এটি একটি ডাউনলোড ম্যানেজার এপ্লিকেশন এবং এ যাবত কালে আমার দেখা সেরা ডাউনলোড ম্যানেজার।
যেকোনো অপারেটিং সিস্টেমের জন্যই।
IDM এর কাজ কি?
আসলেই তো!
IDM দিয়ে কি করে?
কি কি করা যায়?
আপনার মাথায় নিশ্চয় এই ধারণা এসেছে যে এটি একটি ডাউনলোড ম্যানেজার বা ডাউনলোডার।
এর বেশিকিছু কি মাথায় আসছে?
এটি দিয়ে আর কি কি করা যায় যদি জানা থাকে,তাহলে জানার সাথে মিলিয়ে নিন।
আর জানা না থাকলে জেনে নিন।
তো, চলুন এবার মূল পর্বে ঢোকা যাক।
মূল পর্বঃ-
IDM যেহেতু একটি ডাউনলোড ম্যানেজার।
সেহেতু এটি দিয়ে যেকোনো ফাইল ডাউনলোড করতে পারবেন।
মানে সিস্টেমের ডিফল্ট ডাউনলোড ম্যানেজার/যেকোনো ব্রাউজারের ডাউনলোড ম্যানেজার এর মত করে এটি দিয়েও সহজেই যেকোনো ফাইল ডাউনলোড করা যাবে।
কিন্তু,
এই এপ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটিতে ডাউনলোড করার জন্য অসংখ্য অপশন রয়েছে।
নিচে কিছু উদাহরণ দিচ্ছি:–
- সাধারণ ডাউনলোড ম্যানেজারের মতই এর কাজ।
- সাথে রয়েছে ইন্টারনেট ব্রাউজার।যাতে রয়েছে শক্তিশালী এড ব্লকার।ফলে ব্রাউজিং এর ক্ষেত্রে এড দেখার ঝামেলা নেই।
- কিছু সাইট আছে যেগুলোতে এড না দেখলে ডাউনলোড অপশন আসেনা,সেগুলোর ক্ষেত্রে পেইজে থাকা এড দেখাবে।ফলে ডাউনলোড করতে তেমন একটা বেগ পেতে হয়ন।
- ডাউনলোড করার সময় যেসব সাইট রিজিউম (Resume) সাপোর্ট করে সেসব সাইটের সুবিধা নেয়া যাবে। অর্থাৎ কোনো কারণে ডাউনলোড স্টার্ট করার পর আবার যদি Pause করে রাখতে হয় তাহলে পরে আবার যখন ইচ্ছে ওখান থেকেই পুনরায় ডাউনলোড শুরু করা যায়।তবে কিছু কিছু সাইট আছে যেখান থেকে ডাউনলোড করতে গেলে একটা নির্দিষ্ট সময় পর লিংকটি ইনভ্যালিড (Invalid) হয়ে যায়।সেসব সাইট থেকে ঐ পিরিয়ডের পর আর রিজিউম করলেও ডাউনলোড হবেনা।
- যেকোনো ফাইলকে বিভিন্ন ভাগে ভাগ করে ডাউনলোড করা যাবে।ফলে ডাউনলোড হবে স্পিডে এবং ফাইল করাপ্টেড (Corrupted) হওয়ার চান্স ও থাকবে কম।
- আছে টরেন্ট সাপোর্ট। ফলে টরেন্ট (Torrent) সাইট থেকে ডাউনলোড করার জন্য আর UTorrent/BitTorrent এর মত আলাদা কোনো টরেন্ট ডাউনলোডার এর প্রয়োজন হবেনা।
- প্রত্যেকটি ফাইলের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে।
ফলে ফাইল ডাউনলোড করার পর খুঁজে পেতে আর বেগ পেতে হবেনা। - আপনার ডাউনলোডকৃত ফাইলের হিসেব রাখবে।
ফলে বছরে/মাসে/সপ্তাহে/দিনে কতটি ফাইল ডাউনলোড করেছেন তার তালিকা ও পাওয়া যাবে। - ফ্রিনেট ইউজ করলে তা ও সেটাপ করা যাবে।তবে Proxy দিয়ে হতে হবে।ভিপিএন হলে এমনিতেই ইউজ করা যাবে।
- কোনো সাইটে লগইন এর সময় পাসওয়ার্ড সেভ রাখা যাবে।এবং পরে তার তালিকা দেখার অপশন ও রয়েছে।
- একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোড করতে হলে তার জন্যও (Batch Download) অপশন রয়েছে।
- অনেকসময় ডাউনলোড করতে গেলে আর ব্রাউজিং/ফোনে অন্যান্য ইন্টারনেট এর সাহায্যে যে কাজগুলো করতে হয় সেগুলো আর করা যায়না।সব ব্যান্ডউইথ ডাউনলোডের কাজে ব্যয় হয়ে যায়।কিন্তু এক্ষেত্রে IDM এ রয়েছে আরো একটি মজার সুবিধা।Speed Limit -এর সাহায্যে ডাউনলোড স্পিড লিমিট করে দেয়া যাবে।ফলে ঐ লিমিট ক্রস করে এক্সট্রা ডেটা খরচ করতে পারবেনা এবং ডাউনলোড স্পিড কিছু কম হলেও সাথে অন্যান্য কাজগুলো করা যাবে।
- সাথে আরো অসংখ্য সেটিংস রয়েছে যার মাধ্যমে অনেক এক্সট্রা ফাংশনের সুবিধা উপভোগ করা সম্ভব হবে।
কিন্তু এতসব ফাংশনের ভিড়ে একটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন সবাই মিস করে যাবেন।
আসলে এটিই হলো এই App এর বিশেষত্ব।
শুধুমাত্র এই অপশনটি থাকায় আমি IDM ইউজ করি।
অপশনটি হলো Grabber.
Grabber শব্দটি দেখেই কাজ সম্পর্কে বুঝে ফেললে তো ভালোই।
না বুঝলে এই লিংক থেকে বিস্তারিত জেনে নিন।
সংক্ষেপে বলে রাখি,
এই Grabber হলো অনলাইন ডাকাত।
বিভিন্ন সাইটে গিয়ে মিডিয়া ফাইল ডাকাতি করাই এর প্রধান কাজ।
যেসব সাইট শুধু দেখতে দেয় কিন্তু কোনোকিছু ডাউনলোড করতে দেয়না সেসব সাইট থেকে সবকিছু লুট করে নেয়ার অস্ত্র এটি।
যদি লুটেরা হতে চান,তবে IDM ডাউনলোড করে এখুনি Install করে নিন।
আর উপরে/নিচে দেয়া লিংক থেকে বিস্তারিত জেনে নিতে ভুলবেন না যেনো।
কিছু স্ন্যাপশট দেখুন এবারঃ
দৃষ্টি আকর্ষণ:-
ট্রিকবিডিতে ইদানিং দুর্বৃত্তরা হানা দিচ্ছে।
অনেকদিন থেকেই দেখছি কিসব পোষ্ট করছে।
সকাল-বিকেল রেফারের উদ্দেশ্যে করা আর্নিং পোষ্ট তো আছেই।
আর আর্নিং পোষ্ট এর কথা কি বলবো।
সবাইকে পেমেন্ট দেয়ার চেয়ে মাঝেমধ্যে কম্পিটিশনের আয়োজন করলে বোধহয় ভালো হতো।
ট্রিকবিডির পক্ষ থেকে বিভিন্ন পুরষ্কার দেয়া হতো।
অর্থ ও হতে পারে,আবার ট্রিকবিডির পক্ষ থেকে ডিজাইন করা টি-শার্ট/এরকম কিছু হলেও চলতো।
এতে মানহীন পোষ্টের সংখ্যা কিছুটা হলেও কমতো বলেই আমার মনে হয়।
বেশিরভাগ পুরাতন ট্রেইনারদেরকেই এখন আর দেখা যাচ্ছেনা।
পুরাতনদের ছাড়া আর কোনো গতি দেখছিনা আমি।
সবার প্রতি আহ্বান রইলো,আবার একটিভ হোন।
এভাবে আর চলতে দেয়া যায়না।
বিঃদ্রঃ
যাদের আমার শেষের লাইনগুলো ভালো লাগেনি তারা কমেন্ট না করলেই খুশি হবো।
আপনাদের উপর খুবই বিরক্ত আমি এবং আমরা।
আশা করি ভবিষ্যতে ভালো করবেন।
আর হ্যাঁ,
বরাবরের মত আবারও বলছি,
আমার লিখা কপি করার চিন্তাও করবেন না।
আশা করি মনে রাখবেন কথাটা।
আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
নিয়মিত আপডেট পেতে আশা করি Subscribe করে রাখবেন।
“ধন্যবাদ”
বাকিটা আসছে।
কয়েকমাস আগেই লিখে রেখেছি।
পাবলিশ করা হয়নি।
মিজান ভাইকে ভিডিও করার দায়িত্ব দিয়েছি☺☺
ঐ ভিডিওটা পেলেই এড দিয়ে পাবলিশ করবো।
কি করবো বলুন।
রেজিস্ট্রেশন চালু করে দেয়ার পর থেকে কিছু অতিমাত্রার চালাক লোক ট্রিকবিডি দখল করেছে।
তাই একটু আড়ালে গিয়ে দেখছিলাম অবস্থা।
কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে/যাবে কয়েকজনকে।
এটা চেইনের প্রথম ধাপ।
দ্বিতীয় ধাপে পুরোটা পাবেন।
notun kichu janle bolen……..!!
আপনাদের এরকম মনোভাবের কারণেই ভালো পোষ্ট হয়না।
চেইন পোষ্ট চিনেন?
চেইনের এটা প্রথম ধাপ।
shikasse,,,,,,,,,,,
তাদের জন্য গুগল আছে।
কপি পেস্ট করেই কাজ সারে তারা।
Rayhan sefat k mental bola jay – take follow korlei bujhte parben… 🙂
allah mare bachao…..
record ache…
কারণ,ট্রিকবিডি রেজিস্ট্রেশন চালু করার পর এরকম কিছু লোক স্থান পেয়েছে।
ফিচার্ড/হট পোষ্টের কথা বলছেন?
সপ্তাহের শুরুতে জমকালো একটা টাইটেল দিয়ে দিয়ে পোষ্ট করলেই সেটা হট পোষ্টে যাবে ১০০% শিউর থাকতে পারেন।
এক্ষেত্রে যারা কপি/ভুয়া ফ্রিনেট পোষ্ট করে তারা অগ্রাধিকার পায়।
এতদিন একটিভ থাকলে পয়েন্ট এর বন্যা বইতো।
পয়েন্ট দিয়ে কি আসে যায়?
শেখানোর জন্য পোষ্ট করছি,সেটা করতে পারলেই হলো।
এবার আপনি তর্ক না করে নিজেও কিছু শেখানোর কাজে মনোনিবেশ করলে খুশি হবো।
আগে তো এখনকার মত পেমেন্ট ও দিতো না।
তখন কিভাবে করতাম?
পেমেন্ট সিস্টেম চালু করার কয়েকবছর আগে থেকেই নিয়মিত ছিলাম।
পেমেন্ট এর আশায় পোষ্ট করলে দিনে ৫+ টা করাও কোনো ব্যপার না।
আপনার যদি করতে ইচ্ছে হয় তো করুন,না করলে করবেন না।
এ নিয়ে এখানে জলঘোলা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয়না।
tahole bolun , apni free trickbd use kortasen na ,mb diye ????
hudai, hudai , kaj koren na…
zake bole ajaira ,,
nowka with no hal+pal, purotai zonjal
বাসায় ব্রডব্যান্ড লাইন থাকতে ফ্রি কে চালায়?
আর টাকার এতো লোভ নিয়ে এখানে কি করে আছেন?
সময় না নষ্ট না করে freelancer/upwork এ কাজে নেমে পড়ুন।
অনেক ইনকাম হবে।
আর হ্যাঁ,ভালো একজন সাইকোলোজিস্ট এর পরামর্শ নিয়েন কিছু ইনকাম হলে পরে।
কারো সাথে লেনদেনই করিনা।
আবার মেরে খাওয়া?
যে এরকম মিথ্যে অভিযোগ করেছে তাকে কুত্তার মত পেটানো দরকার।?????
পোষ্ট তো আপনার পড়া হয়ে গেছে অনেক আগেই।
প্রায় ডাউনলোড ম্যানেজার ই সেইম।
কিন্তু IDM এর মূলকাজ তো এখনো উল্লেখ করা হয়নি।
যেকারণে IDM সেরা।
আসছে…………………………
আস্তে আস্তে সবাই একটিভ হবে মনে হচ্ছে।
মিজান ভাই ডিভিওটা দেয়া মাত্রই শেয়ার করবো।
আপাতত প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।
https://play.google.com/store/apps/details?id=idm.internet.download.manager
Ar bioscope theke download korar opor post den
সব সাইট থেকেই পারবেন।
ভিডিও টিউটোরিয়ালটা রেডি হলেই পাবেন।
তবে পয়েন্ট এর ভিত্তিতে ব্যাজ দেয়ার কথা ছিলো।
এবং আপনার কাছ থেকে নিয়মিত পোষ্ট চাই??