আ
সসালামু আলাইকুম।
সবাই ভালো আছেন!?!?!
আ
জকে আপনাদের জন্য দারুণ একটা এপস নিয়ে আসলাম।
আগে থেকেই বলব না কেমন। দেখলেই বুঝতে পারবেন।
প্রথমেই একটা ছবি দেখাই কি বলেন?
দেখলেন? খুব সুন্দর তাই না?
আপনিও এরকম কিছু বানাতে চান? হ্যা! আপনিও পারবেন।
আপনাকে জানানোর জন্যই তো পোস্ট।
এবার দেখুন!
Apps Details:
Name: Ana Muhtarif Al Khat
Size: 17MB
Version: 1.5.1
Permissions: Just File Storage
আর হ্যা! এই এপসটা কিন্তু পুরোই আরবি।
তাই বলে কি আপনারা এপসটাকে বাদ দেবেন? না! দেবেন না। আমিও দিই নাই। তাই তো আপনাদের জানাতে পারছি।
আর আরবি কি-বোর্ড তো লাগবেই!
এর দুইটা ওয়ে আছে।
১. আপনার ফোনে থাকতে পারে। বেশিরভাগই থাকে।
যদি থাকে তাহলে >Setting >Language & Input > স্ক্রিনশুট দেখুন। Android Keyboard এ ক্লিক করুন। তারপর Language এ।
আরবি টা অন করে দিন। তারপর কোন নোটপ্যাড ওপেন করে নিচের দেখানো জায়গায় ক্লিক করুন। কেল্লা ফতে! আপনি আরবি কি-বোর্ড পেয়ে গেলেন! ???
২. আপনি কোন এপস ডাউনলোড করে নিতে পারেন।
যেমনঃ প্লে-ষ্টোর এ Arabic keyboard লিখে সার্চ দিতে পারেন। আমি দুঃখিত কোন এপস এর নাম বলতে না পারার জন্য। যেহেতু আমি বিল্ট-ইন টাই ইউজ করি। (হয়তো অতি শীগগির এই ব্যাপারে পোস্ট করবো।
তাইলে এবার কাজের কথায় আসা যাক!
এপসটা ওপেন করার পর এইরকম আসবে। ভয় পাওয়ার কিছু নেই! আমি তো আগেই বলেছি। আমি এপসটাকে ছাড়িনি। আমিই সব বুঝিয়ে দিব।
বিভিন্ন ধরণের ফন্ট সিলেক্ট করতে পারবেন।
কয়েকটা স্টাইল দেখুন। এই স্টাইল টা কিউট তাই না?
আমি এইটা ব্যবহার করবো।
একটি সমস্যার সমাধানঃ-
ব্যাকগ্রাউন্ড তো অর্ধেক এখন কি হবে?
এখন ছবিতে দেখানো জায়গায় ক্লিক করেন। প্রবলেম সলভ!
দুই টাইপে সেভ করতে পারবেন। (ফেসবুকেও শেয়ার করতে পারবেন)
হা হা হা…. আপনাদের অনেক সময় নষ্ট করলাম, তাই না?
দুঃখিত।
সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল।
9 thoughts on "এইধরনের লেখাগুলো দেখে আশ্চর্যান্বিত হয়ে যান? এবার আপনি অন্যকে আশ্চর্যান্বিত বানান। (আরবি এডিটিং এপস)"