বর্তমান সময়ে বেশির ভাগ মানুষই গুগল ক্রোম ব্যবহার করে। সেটা ডেস্কটপ এ হোক কিংবা এন্ড্রয়েডে। কারণ এর অসাধারণ সব ফিচার মানুষ এর মনে জায়গা করে নিয়েছে। যেই একবার ক্রোম ইউজ করেছে সে আর অন্য ব্রাউজার এ জেতে চায়।

কিন্তু ক্রোম এ যেই ফিচার গুলো আছে সেগুলো সহ আরো বাড়তি কিছু ফিচার পেয়ে থাকেন তাহলে ঐ ব্রাউজারে যেতে আপনার নিশ্চই কোন আপত্তি থাকবেনা? কিন্তু কী সেই ব্রাউজার?

ব্রাউজার টির নাম Brave Browser

এই ব্রাউজার এ আপনি ক্রোম এর সকল সুবিধা তো পাবেন ই সাথে আরো কিছু এক্সট্রা ফিচার গিফট হিসেবে থাকবে।

তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কী সেই ফিচার গুলো…

Download Brave Browser

১।সাইজ

আপনারা হয়ত জানেন গুগল ক্রোম এর সাইজ প্রায় ৪০এম্বি+। কিন্তু এই ব্রাউজার এর সাইজ তার থেকে ৭-১০ এমবি কম। তাই ইউজ করতে স্পিডি ফিল পাবেন।

২। স্পিড

অন্য ব্রাউজার থেকে এই ব্রাউজার এর স্পিড ৮গুণ বেশি???

৮গুণ?

হ্যাঁ,আপনি ঠিকই দেখছেন। যদি বিশ্বাস না হয় একবার ব্যবহার করেই দেখুন।

৩। এড ব্লক ফিচার

এখন প্রায় বেশির ভাগ ব্রাউজার এই এড ব্লকার থাকে না। থাকলেও তাদের নিজেদের এডস আসে। কিন্তু এই ব্রাউজার টা সম্পুর্ন এডস ফ্রি এবং এডস ব্লকার যুক্ত। যা আপনার ইন্টারনেট খরচ কমাতে সাহায্য করবে।

৪।ট্র‍্যাকার ব্লকার

আপনি কী কখনো ফেসবুকের দেখানো বিজ্ঞাপনের দিকে খেয়াল করেছেন? আপনি কোন কিছু গুগলে যদি সার্চ করেন এবং এরপর ফেসবুকে প্রবেশ করেন তাহলে দেখবেন আপনার সার্চ এর রিলেটেড এডস সো করবে।

কিন্তু তারা কীভাবে জানল আপনি যে এটা সার্চ করেছেন?

কারণ তারা আপনার ব্রাউজিং হিস্টোরি ট্র‍্যাক করে। আপনি যদি Brave Browser ব্যবহার করেন তাহলে এইসব ট্র‍্যাকার থেকে রক্ষা পাবেন।

৫।ডেটা সেভিংস

আপনি যদি ব্রন্ডব্যান্ড ইউজার না হন তাহলে নিশ্চই ডেটা খরচ নিয়ে প্যারায় থাকেন?

এই ব্রাউজার টা ডেটা সাশ্রয়ী।

18 thoughts on "[Review] যে ৫টি কারণে আপনার Brave Browser ব্যবহার করা উচিত"

  1. Forhad Rahman Author says:
    ভালোই তো
    ইউজ করে দেখতে হবে
  2. mohammad samin Contributor says:
    uc এর চেয়ে ভালো?
    1. Abrarul hoque Author Post Creator says:
      UC একবার ইন্সটল করে সেই যে আনইন্সটল দিছি আর ইন্সটল করে দেখিনি…UC এর নিউজ সেকশন টা পুরাই বোরিং
  3. mohammad samin Contributor says:
    ucর চেয়েও ভালো?
  4. Rohan Rafi Contributor says:
    Earning post App Review দিয়া চালায়া দিলেন,,,,,,,সাথে রেফার লিংক ও শেয়ার করছেন।
  5. LIKHON KHAN Contributor says:
    puffin is best.
  6. sifatboy Author says:
    via browser e valo & best…. matro 700 kb… but sob e ache… with add blocker…
  7. Sadman Shady Contributor says:
    oi mia andaje post koren naki
    bollen 7-8Mb but apnr ss ei to show krtase 33mb???foul
    1. Sadman Shady Contributor says:
      sorry vul porsilam

      ????

    2. Farhanx Contributor says:
      Ki lok re vai 33 mb re 7-10 mb????
  8. MH Khan Contributor says:
    Play store Size of Brave Browser 68 MB+
    False information given.
  9. RJ JAHID Contributor says:
    আমি আমার লিনাক্সে এটাই ব্যবহার করি।অনেক ভালো লাগে।
  10. H M Khalid Mahmud Contributor says:
    Hmm, it is the best app for Chromium experience. I’ve been using this app for quite a long time. My second choice is Kiwi Browser. Cause it has night mode facilities.

Leave a Reply