আসসালামু আলাইকুম

আসছে আগামী ২৪ শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাথে সাথে জুনিওর স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল ও প্রকাশ করা হবে।

আর জানেন তো বাংলাদেশের ওইদিন ওই ওয়েবসাইট গুলোর কি হাল হয়??। তবুও আমাদের রেজাল্ট দেখতেই হবে। আর রেজাল্ট দেখার কোন না কোন রাস্তা তো লাগবেই।

আমরা অনেকেই অনেক এপ ব্যাবহার করি রেজাল্ট দেখার জন্য। কিন্তু হয়ত স্বস্তি পাই না।

কিন্তু এই এপ ত কিছুটা আলাদা। এটাতে জেএসসি ও পিএসসি রেজাল্ট দেখার জন্য সুব্যবস্থা আছে।

এটাতে জেএসসি ও পিএসসি পরীক্ষার ফল দেখার সব লিঙ্ক আছে। একটা কাজ না করলে আরেকটা।

আর আরেকটা সুবিধা হলো যে, এপ তাতে অটো লিঙ্ক আপডেট এর ব্যাবস্থা আছে। যাতে কোন লিঙ্ক যদি কাজ না করে তাহলে লিঙ্ক টি সরিয়ে ফেলে নতুন লিঙ্ক দেয়া হয়।

তারপরেও যদি না হয় তাহলে?????

তাহলে আর কি !!! এসএমএস।

হ্যা, এপটিতে এসএমএস সিস্টেম ও আছে। যার ফলে আপনি এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবেন তার ব্যাবস্থা ও আছে।

অনেকেই আছে যারা এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় তা জানেন না। আই মিন, নিয়ম টা বোঝেন না।
তাদের জন্য এই এপ এর ভিতর থেকে এসএমএস এর ব্যাবস্থা আছে ।

আর আলাদা আলাদা বোর্ড অনুযায়ী রেজাল্ট দেখার ব্যাবস্থা আছে।


আশা করি বুঝতে পেরেছেন। এপটি Download করতে লিঙ্ক থেকে ডাউনলোড করুন।
Download Here

এত কষ্ট করে পোস্ট লিখলাম। যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন।

আর কমেন্ট হুদাই গালাগালি করবেন না।

ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

18 thoughts on "নিয়ে নিন JSC এবং PSC রেজাল্ট দেখার সব কার্যকরী লিঙ্ক মাত্র একটি এপ এ । সাথে Special Features…"

    1. Avatar photo AhsanBD Subscriber Post Creator says:
      Thanks for nice comment…??
    1. Avatar photo AhsanBD Subscriber Post Creator says:
      ??
  1. Avatar photo Sazid Hossen Raz Contributor says:
    Nice post cary on bro
    1. Avatar photo AhsanBD Subscriber Post Creator says:
      thank you so much
  2. Avatar photo Md Ubaidullah Contributor says:
    app tar nam ki?
  3. Avatar photo Cútê ßøy Contributor says:
    vlo kaje lagbe
    1. Avatar photo AhsanBD Subscriber Post Creator says:
      Thanks
  4. Avatar photo AhsanBD Subscriber Post Creator says:
    গুগল কিবোর্ড দিয়ে টাইপ করার জন্য কিছু বানান ভুল হয়েছিল, যেমন “হাল” এর জায়গায় “**” ।??

    আমি ক্ষমা প্রার্থী।?

    1. Hasnat Ahmed Contributor says:
      পোস্টটা সুন্দর, উপকৃত হলাম। ?
    2. Avatar photo AhsanBD Subscriber Post Creator says:
      ধন্যবাদ
  5. Avatar photo Hunter Author says:
    reported huge post ase ei niya…govt. ee officials app ero review ase…….Nijer app promote korar jonno post!!

    আবুল এডমিনের চখে এই গুলা পড়ে না,,সুধু আমার পোস্টি কপি মনে হয়

    1. Avatar photo AhsanBD Subscriber Post Creator says:
      এটাতে আরো কিছু ফিচার্স আছে।

      আর আপনার ভালো না লাগলে রিপোর্ট করতেই পারেন।?

    2. Avatar photo Hunter Author says:
      তেনা যেদিক দিয়াই পিচান, সেটা তেনাই থাকবে, কাপর হতে পারবে না।

Leave a Reply