————-
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন।
আমিও ভাল আছি।

আচ্ছা,আর কথা বলব না?
চলুন, এবার কাজের কথায় আসি।

টাইটেল দেখে ত বুঝেই গেছেন যে,আজ আমি কি নিয়ে পোস্ট করেছি।
হ্যা,আজ আমি প্লে স্টোরে থাকা সবচেয়ে দামী এপটা নিয়ে রিভিউ দিতে যাচ্ছি।
এই এপসটার দাম ৪৩০০ টাকা।
এপ সাইজ :-৭ এমবি।
এই ব্রাউজারটি দিয়ে আপনি একসাথে ৬ টি ট্যাব ব্যবহার করতে পারবেন।
প্রত্যেকটি ট্যাব দিয়ে আলাদা আলাদা সাইট ভিজিট করতে পারবেন।
এই ব্রাউজারটির অনেক স্পিড আছে।
যেখানে আমার অপেরা মিনি,ক্রোম দিয়ে ট্রিক বিডিতে ভিজিট করার সময় লোডিং হতে হতে জীবন চলে যায়,সেখানে আমি এই ব্রাউজারটি দিয়ে খুব দ্রুত যেকোনো সাইট ভিজিট করতে পারি।
আপনি Browser X6 এপটি দিয়ে একটি ট্যাবও ব্যবহার করতে পারেন।
আমার আর কিছু বলার নাই।
ব্রাউজারটা আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন।

আর আপনারা ত আমার চেয়ে খুব এক্সপার্ট।
তাই এই ব্রাউজারটি দিয়ে হয় ত আপনি অনেক কাজই করতে পারবেন।
আমি ত শুধু সাইট ভিজিট করি।
আচ্ছা,নিচে ২ টি ডাউনলোড লিংক দিলাম।
একটা ড্রাইভ থেকে ডাউনলোড করার লিংক।
আরেকটা সাইট থেকে ডাউনলোড করার লিংক।
যদি ড্রাইভের লিংক কাজ না করে,তাহলে সাইটের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
যারা অপেরা মিনি ব্যবহার করেন, তারা সাইটের লিংক থেকেও ডাউনলোড করতে পারেন।
ড্রাইভ থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সাইট থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

নিচে ব্রাউজার এর কিছু স্ক্রিনশট দেখে নিন।

বিশ্বাস নাহলে প্লে স্টোরে সার্চ করে দেখতে পারেন।

দেখুন ৬ টা ট্যাব ব্যবহার করছি।

আবার একটি ট্যাবও ব্যবহার করতে পারেন।




আর সন্দেহ হলেও ভার্সনটা দেখে নিবেন যে,প্লেস্টোরের এপটার ভার্সনের সাথে আমার রিভিউ দেওয়া এপের ভার্সনের মিল আছে কি না?

যদি কোনো ভূল হয়,তাহলে ভূলটা ধরিয়ে দিবেন।
এতে শুদ্রে নেওয়ার সুযোগ পাব।
যদি ভুলটা না ধরিয়ে সরাসরি রিপোর্ট মারেন,তাদের বলছি আগে যাচাই করুন।তারপর পোস্ট দাতার পোস্টের কমেন্টে আপনার সমস্যাটা বলুন।
যদি পোস্ট দাতা ভূল শুদ্রে নিতে পারে তাহলে ত ভালই।
আর নাহলে রিপোর্ট মারলে কারোরই আপনাকে কিছু বলার ক্ষমতা থাকবে না।
যদি সঠিক কারণ দেখাতে পারেন।

কি ঠিক বললাম ত.?

ধন্যবাদ সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য।
আমি কিন্তু এখন Browser X6 দিয়েই পোস্ট করলাম

যদি পারেন, তাহলে এই সাইট থেকে একটু ঘুরে আসবেন।
Subrabd.Ga

34 thoughts on "এখনি ফ্রিতে ডাউনলোড করে নিন প্লেস্টোরে থাকা সবচেয়ে দামী ব্রাউজার Browser X6।একসাথে ৬ টি ট্যাব ব্যবহার করতে পারবেন।(বিস্তারিত পোস্টে)"

  1. SuPer Man Author says:
    very nice.ami ei post ta korte chassilam.mbr ovabe kora hoi nai.keep it up bro!
    1. ভাই,৭ এমবি কিন্তু খুব একটা বেশি নয়।
  2. OndhoKobi Author says:
    nice! go ahead…..
    1. ধন্যবাদ
  3. Md Al-Amin Contributor says:
    ডিয়ার ব্রাদার, মুল্য দিয়ে ভালো মন্দ বিচার করা যায়না, এপ্স এর পাশে ইচ্ছা মত মূল্য দিয়ে প্লেস্টোরে ছেড়ে দিলেই সেটা ভালো এপ্স হয়ে যায়না। এপ্সের রেটিংস ৩*, রেভিউড ২০৬ জন যার ৯৫% ব্যাড রিভিউ করছে, ডাউনলোড ১০ হাজার। একটা ভালো মানের এপ্সের রিভিউ করেন যেটার মান অন্তত ৮০% ভাল। ধন্যবাদ
    1. ডিয়ার ব্রাদার, আপনি এপটা একটু ব্যবহার করে দেখুন।
      যদি ভাল না লাগে পরে বইলেন।
  4. ডিয়ার ব্রাদার, আপনি এপটা একটু ব্যবহার করে দেখুন।
    যদি ভাল না লাগে পরে বইলেন।
  5. Sahariaj Author says:
    Hm… Daki Use Kore
  6. NS Sabur Legend Author says:
    playstore sob theke dami apps ata hasi laglo.
    1. আপনার বুঝতে ভুল হইছে।

      আমি বলতে চাইছি, ব্রাউজার এর মধ্যে দামী এপস।

    2. NS Sabur Legend Author says:
      Ar theke aro dami ache
    3. ব্রাউজার ত একটাই দেখা যায়।

      ভাই এইগুলার ভার্সন কি আলাদা আলাদা থাকে?
      আমি ত বুঝতে পারতেছিনা।

  7. MD Shahjalal Contributor says:
    bro need original app this modified app
    1. ভাই,এটা অরজিনাল।

      স্ক্রিনশট দেখেন নি?

      মোড এপ হলে, আমি ত পোস্টে বলেই দিতাম।

    2. MD Shahjalal Contributor says:
      drive a dukle modified lekha ase
  8. Sajjadbappy Contributor says:
    Puffin tai best laga amar kasa
    1. ভাই,এমবি খরচ হয় কেমন?
  9. Sajjadbappy Contributor says:
    Video streaming a ektu beshi mb laga mona hoi. But browse a mb kom kata
  10. পাফিনে ভিডিও দেখার পর এমবি চেক করলে মাথা ঘুরে যায়
  11. Md Atikur Rahman Contributor says:
    ৬ টা ট্যাবে আমি যদি ৬টা youtube ভিডিও চালু করি তাহলে কি একসাথে ৬ টা ভিডিও চলবে? উত্তর চাই।
    1. হ্যা, চলবে
  12. Forhad Rahman Author says:
    মনে তো হয় ভালোই কাজে দিবে, ইউজ করে দেখি ?
    1. Forhad Rahman Author says:
      ট্যাবলেট ইউজারদের কাজ করতে বেশি হবে ?
    2. হ্যা,তারাই বেশি সুবিধা পাবে
  13. Mahfojur Rahman(Shakib) Contributor says:
    প্লে স্টোর থেকে ডাউনলোড করা সর্বউচ্ছ মূল্যের এপস ছিল এটা,,আরো অনেকদিন আগেই ডাউনলোড করেছি,,,”অসাধারণ একটা ব্রাউজার”?
    1. ধন্যবাদ, মূল্যবান কমেন্টের জন্য।
  14. Limon Sarkar Contributor says:
    Vai 2tar 1tao to kaj Kore na?
    1. কাজ করে।
      সাইট থেকে প্রায় ৪০০+ ডাউনলোড হইছে।
  15. Team JAGR Contributor says:
    বাহ! চমৎকার রিভিউ।
    1. ধন্যবাদ…..

Leave a Reply