আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন মজার বা গুরুত্বপুর্ন কন্টেন্ট দেখি যা বেশিরভাগ সময় আমরা স্ক্রিনশট নিয়ে রাখি,, কিন্তু কিছু কিছু সময় এমন লেখা বা কন্টেন্ট দেখি যা পরে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে আনার প্রয়োজন পরে কিন্তু কিছু সিমাবদ্ধতার কারনে স্ক্রিনশট বা ফটো প্রিন্ট করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমরা কন্টেন্টি “পিডিএফ ফাইল” আকারে রেখে দিতে পারি এবং যখন খুশি ১ মিনিটেই প্রিন্ট করে নিতে পারি।
↓
তো শুরু করা যাক,,,,
প্রথমে আমরা Chorme ব্রাউজারে যে কোনো ওয়েবসাইটে গিয়ে যে অংশ pdf ফাইল করে রাখতে চাই সেখানে যাই, উদাহরণস্বরূপ আমি ট্রিকবিডির একটা পোস্ট pdf করে দেখাই,,
এখানে ক্লিক করি (3 dot)
এরপর Share এ ক্লিক করি
ক্লিক করি SAVE এ অন্য কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই
কিছুক্ষন অপেক্ষা করা লাগতে পারে
যে নাম দিয়ে ফাইলটি সেভ করতে চান তা দিন
ব্যাস তৈরি হয়ে গেল আপনার কাঙ্ক্ষিত pdf ফাইলটি।
ফাইলটি খুজে পাবেন আপনার ফোনের Documents নামের ফোল্ডারে।
মুলত কোনো চাকরির আবেদন করার পর এর পেমেন্ট কমপ্লিট করার পর আবেদনের কপি সংরক্ষন করতে হয়, এ কারনে pdf ফাইল তৈরি করে রাখা আবশ্যক।
আর চাকরিসহ বিশ্ববিদ্যলয় ভর্তি আবেদন এর প্রমানস্বরুপ একটা কাগজ প্রিন্ট করে রাখতে হয়। মুলত আবেদন করার জন্য সবথেকে সেরা ব্রাউজার হলো Chorme.
Share এ ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করেন,, প্রিন্ট অপশন অবশ্যই থাকবে