আসসালামু্আলাইকু্ম

আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের জন্য একটি Apps এর review নিয়ে হাজির হয়েছি। আশাকরি Apps টি আপনাদের ভালো লাগবে।

Apps টির মাধ্যমে আপনি সহজে ইংরেজি ভালোভাবে শিখতে পারবেন।

App Detailes:
App Name : Hello English
App Size : 29MB
Version : 767

নিচ থেকে download করে নিন।
Download from Play Store
অন্য লিংক :
Download from a site
Screenshot follow করে কাজ করূন।

1.প্রথমে আপনাকে ভাষা নির্বাচন করতে হবে।বাংলা সিলেক্ট করূন।

2.আপনার gender সিলেক্ট করূন।

3.School,College,Work যে কোনো একটি সিলেক্ট করূন।

4.Exam এর প্রস্তুতির জন্য Exam/test সিলেক্ট করূন।(IELTS,ToEFL,SSC etc)
অথবা, job সিলেক্ট করূন।

5.এখন যদি ভালো ইংরেজি পারেন তাহলে take an English test ট্যাব এ ক্লিক করে ২০ টি প্রশ্নের উত্তর দিন। আপনার score অনুযায়ী আপনার পাঠ শুরু হবে।
আর যদি শুরু থেকে শিখতে চান তাহলে নিচের থেকে প্রথম চিত্রে ক্লিক করুন।১নং পাঠ থেকে টিউটোরিয়াল শুরু হবে।

6.আপনার নাম দিন।তারপর school name and year.

7.সবকাজ শেষ হলে এখন আপনার পাঠ শুরু হলো।বোনাছ হিসেবে ৫০০কয়েন পাবেন।পাঠ ১ থেকে শুরু করলে পরের পাঠগুলো খোলার জন্য আপনাকে কয়েন ব্যবহার করতে হবে।
অন্য ক্ষেত্রে পাঠ download করে নিতে হবে।

১০,০০০ word এর একটি dictionary রয়েছে তা download করে নিতে পারবেন।

তাহলে এখন ইংরেজি শিখতে থাকুন।

পোষ্টটি এতক্ষন ধরে পড়ার জন্য ধন্যবাদ।সবকিছু ব্যাখ্যা করায় একটু বড় হয়েছে।

Help:কেউ যদি pro version full hack করতে পারেন তাহলে জানাবেন।

6 thoughts on "নিয়ে নিন অসাধারন একটি ইংরেজি শেখার App"

  1. Avatar photo Tanvir Ahmed Author says:
    ধাৎ ভাই এটা নিয়ে পোষ্ট আছে
  2. Sharar Contributor says:
    offline naki online?
  3. Avatar photo Md.Ariful Islam Author Post Creator says:
    offline e calate parben……lesson download Kore nite hobe…..
  4. Ashik Contributor says:
    Good
    I use it

Leave a Reply