সবাই কেমন আছেন
আশা করি ভালো আছেন।
আছকে আমি এমন একটা অ্যাপ নিয়ে এসেছি যার মাধ্যে
আপনার যতটুকু স্ক্রিনশট দরকার ততটুকু স্ক্রিনশট তুলে নিতে পারবেন।
আনেক সময় আমাদের সামান্য একটু একটা স্থানের স্ক্রিনশট এর দরকার হয় কিন্তু গোটা ফোনের Screen shot ওঠে বা তুলতে হয়। তাই আপনার যত টুকু বা যে স্থান এর স্ক্রিনশট এর দরকার সেটুকু Screen shot তুলে নিতে পারবেন।
তো শুরু করা যাক।
প্রথমে এখান থেকে অ্যাপ টা ডাউনলোড করেন।
সাইজঃ 1MB
তার পর অ্যাপ টা ওপেন করেন।
তার পর যতটুকু স্ক্রিনশট এর দরকার ততটুকু কেটে নিন।
তার পর দেখেন Screen shot ওঠে গিয়েছে।
তো আছকে এই পযন্ত অন্য কোনো বিষয়ে আবার দেখা হবে।
আর যে কোনো প্রযোজনে Facebook আমি।
তো সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ
https://youtu.be/Hs0YCt-pqYw
পারলে নিজের মাথা খাটিয়ে কোনো পোষ্ট করুন?
স্ক্রিনশট গুলা কি ইউটিউব তুলে দিয়েছে। পোস্টা কি ইউটিউব কি লিখে দিয়ে এই দুই না প্রশ্ন এর উওর দেনতো